সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের আরও দাবি, মুখ্যমন্ত্রীর সম্মানের কথা ভেবে নিঃশর্ত আলোচনায় তাঁরা রাজি ছিলেন। সেই সঙ্গে তাঁরা আরও বলেন, “৩৬ দিন আমরা রাস্তায়, তিন ঘণ্টায় অনেক দেরি হয়ে গেল।” প্রতীকী ছবি।

কালীঘাটে মুখ‍্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ডাক! কী জানালেন জুনিয়র ডাক্তাররা? দেখুন ভিডিও

নবান্ন অথবা স্বাস্থ্য ভবনের মতো কোনও প্রশাসনিক দফতরে না হয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে কেন বৈঠক? এই প্রশ্ন তুলেও রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা৷

একই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের প্রস্তাব মতো ১৫ জন নয়, কালীঘাটের বৈঠকেও তাঁরা ৩০ জন প্রতিনিধিকে নিয়েই যাচ্ছেন৷ স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷