সরকারি হাসপাতালের পরে এবার একাধিক বেসরকারি হাসপাতালেও কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতীকী ছবি।

Junior Doctors Protest: জুনিয়র ডাক্তারদের মহামিছিলের অনুমতি দিল না লালবাজার! ‘আমরণ অনশন’ জারি

কলকাতা: মঙ্গলবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ডাকে মহামিছিলের অনুমতি দিল না লালবাজার। গতকাল চিকিৎসকদের তরফে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের কথা ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল।

আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!

কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর কারণে প্রচুর মানুষের সমাগম হয় ওই জায়গায়। ট্রাফিক ব্যবস্থায় বিঘ্ন হতে পারে, আশঙ্কা পুলিশের। এছাড়াও ধর্মতলায় ১৬৩ ধারা জারির কথা উল্লেখ মেলে। মিছিল হবে কিনা এখনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার গভীর রাতে পুলিশের তরফে তাদের মেল করে এই কথা জানানো হয়।

আরও পড়ুন- কোন দেশে একটাও পথকুকুর নেই? উত্তর দিতে পারবেন না বেশিরভাগই…চ্যালেঞ্জ!

আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ের জন্য ধর্মতলা চত্বরে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। শনিবার রাত থেকে চলছে আমরণ অনশন। ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে অনশনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। অন্য দিকে, আন্দোলনের সমর্থনে জুনিয়র ডাক্তাদের সঙ্গে যোগ দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে অনশনের।