দক্ষিণবঙ্গ IMD Bengal Weather Update: ঝেপে আসছে বৃষ্টি…! দক্ষিণের ৫ ‘জেলায়’ নিমেষে বদলে যাবে আবহাওয়া! দাপাবে বৃষ্টি-ঝোড়ো হাওয়া! Gallery October 8, 2024 Bangla Digital Desk আগামী এক থেকে দু’ঘণ্টায় চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। আজ মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিক এর উপরে বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে।বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু-এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগারে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতাসকালের দিকে মূলত পরিস্কার আকাশ। কখনো মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। যদিও এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে।বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি হবে দিনে ও রাতে।