জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় ঘটনা হাইকোর্টে

Junior Doctors Protest: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় ঘটনা হাইকোর্টে, বিনীত গোয়েলেও জরুরি নির্দেশ

কলকাতা: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলার জরুরি শুনানি গ্রহণ করল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুজো অবকাশ বেঞ্চে শুনানির জন্য আবেদনের পরামর্শ প্রধান বিচারপতির। কর্মবিরতিকে অবৈধ ঘোষণার আবেদন এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন ছিল এই জনস্বার্থ মামলায়।

এক বেসরকারি সংস্থার ডিরেক্টর রাজু ঘোষ দাবি করেছিলেন, সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ না মেনে আইনের বিরুদ্ধে গিয়ে পূর্ণ কর্মবিরতি করছেন তাঁরা। এতে আদালত অবমাননা হচ্ছে। এই মামলার দ্রুত শুনানির আর্জি তিনি কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন। তবে সেই আবেদন মঞ্জুর করেনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: পুজোর মুখে বাড়ছে দুশ্চিন্তা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! আর দক্ষিণে? আবহাওয়া আপডেট

আদালত শুক্রবার স্পষ্ট জানিয়েছে, পুজোর পরে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বসলে সেখানে এই মামলার শুনানি হবে। এখনই তাড়াহুড়ো করে এই মামলার শুনানির প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত। অর্থাৎ পুজোর আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কোনও নির্দেশই দেবে না কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: আজই কর্মবিরতি তোলার সম্ভাবনা! দাবি পূরণ না হলে এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা?

কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন নির্যাতিতার নাম প্রকাশে অভিযুক্ত বিনীত গোয়েল। তাঁর বিরুদ্ধে FIR রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে সোমবার। আইপিএস ও রাজ্যের এজিকে নোটিস দেওয়ার পরামর্শ জনস্বার্থ মামলাকারীকে।

অর্ণব হাজরা