কমল রোগী ভর্তির পরিমাণ।

RG Kar case- Junior Doctor protest: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাপক প্রভাব, এক ধাক্কায় কমল রোগীর ভর্তির পরিমাণ এবং অস্ত্রোপচারের সংখ্যা

কলকাতা: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাপক প্রভাব পড়ল স্বাস্থ্য পরিষেবায়। এক ধাক্কায় সরকারি মেডিকেল কলেজগুলিতে কমল আউটডোর পরিষেবা ও রোগীর ভর্তির পরিমাণ। সেই সঙ্গে কমে গিয়েছে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সংখ্যাও।

স্বাস্থ্য দফরের মুখ্যমন্ত্রীর দফতরে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে ১০ অগাস্ট এর পর থেকে কর্ম বিরতিতে আউটডোর পরিষেবা ৫০ শতাংশ কমেছে। সরকারি মেডিকেল কলেজগুলিতে রোগী ভর্তির পরিমাণ কমেছে ২৫ শতাংশ। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমেছে ৫০ শতাংশ।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, এবার মানসিক স্বাস্থ্যজনিত খরচও দেবে সরকার

সূত্রের খবর, প্রতি সপ্তাহে রাজ্য জুড়ে মেডিক্যাল কলেজগুলিতে প্রায় ৫০০ থেকে ৬০০ গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়। সব থেকে বেশি প্রভাব পড়েছে কলকাতার মেডিকেল কলেজগুলিতে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে এসএসকেএম হাসপাতাল ও আরজি কর হাসপাতালে সব থেকে বেশি প্রভাব পড়েছে।

আরও পড়ুন: কলেজে ছাত্রীদের বাথরুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগ! বাজেয়াপ্ত ৩০০ অশ্লীল ভিডিও ভর্তি ল্যাপটপ

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে বেশ কয়েক দিন ধরেই বিঘ্নিত হয়েছে স্বাস্থ্য পরিষেবা। তাই এই নিয়ে রিপোর্ট তলব করেছিল নবান্ন। স্বাস্থ্য দফতর এবার এই নিয়ে রিপোর্ট জমা দিল নবান্নে। এবার এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নবান্নের তরফে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।

৯ অগাস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু ঘিরে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। এর পরেই কর্মবিরতি শুরু করের জুনিয়র ডাক্তাররা। তার পর থেকে বেশ কিছু দিন ধরে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে আরজি করে।