গুলজার হোসেন ও মজিদুল হকের মাঝে ভাইরাল টোটো

মাত্র দেড় লাখ টাকায় জিপ! রাস্তায় এই গাড়ি নামলেই ছবি ভাইরাল

কোচবিহার: কথায় আছে শখের দাম লাখ টাকা। আবার অনেককেই বলতে শোনা যায় ইচ্ছে থাকলেই যে কোনও কাজ করে দেখানো সম্ভব।

এই কথার বাস্তব ছবি এবার ধরা পড়ল জেলা কোচবিহারের সদর শহর সংলগ্ন এলাকায়। এক ব্যক্তির দীর্ঘ সময়ের ইচ্ছে ছিল জিপ গাড়ি কেনার। তবে পারিবারিক আর্থিক অবস্থা সায় দেয়নি এই ইচ্ছে পূরণ করতে।

এবার তিনি করে দেখালেন এক অবাক করা কাণ্ড। কোনওদিন ইঞ্জিনিয়ার হওয়ার পড়াশোনা করেননি। তবুও নিজের বুদ্ধি দিয়েই তিনি তৈরি করলেন এই বিশেষ জিনিস।

আরও পড়ুন- যেদিকে চোখ যাচ্ছে সেদিকে ইলিশ!হাজার হাজার মাছ ঢুকছে বাংলায়,কোন সাইজের মাছ কত দাম

গুলজার হোসেন জানান, “তাঁর দীর্ঘ সময়ের ইচ্ছে ছিল একটি জিপ গাড়ি কেনার। তবে সেই স্বপ্ন পূরণ করা অনেকটাই কঠিন ছিল তাঁর কাছে। কারণ, এত বেশি টাকা রোজগার ছিল না তাঁর। তাই তিনি ধীরে ধীরে তাঁর নিজের টোটো গাড়িকেই বানিয়ে ফেলেছেন জিপ গাড়ি।

এই কাজটি দীর্ঘ দুই থেকে তিন মাসের পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হয়েছে। মোট দেড় লক্ষ টাকার মতন খরচ হয়েছে তাঁর। তবে একবারে খরচ হয়নি পুরোটা। অল্প অল্প করে খরচ হয়েছে এই মোট টাকাটা।

এই গোটা কাজে গুলজার হোসেনকে সাহায্য করেছেন তাঁর এক আত্মীয়। সেই আত্মীয় মজিদুল হক জানান, “এই জিনিস বানাতে তিনি গুলজার হোসেনকে সাহায্য করতে পেরে রীতিমত খুশি। যদিও তিনি এই প্রথম এমন একটি জিনিস বানিয়েছেন। তবুও এই অভিজ্ঞতা একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে তাঁর মনে। রাস্তায় বেরোলেই এই টোটো জিপকে দেখে অনেকেই ফটো তুলতে ছুটে আসে। আবার অনেকে তো সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠে তাঁদের সঙ্গে। তাই এই গাড়িটি নিয়ে রাস্তায় বেরোলে এক আলাদা অনুভুতি পাওয়া যায়। সকলের অবাক হয়ে দেখে।”

আরও পড়ুন- সাবধান! টোটো নিয়ে বড় নির্দেশ কোর্টের, রাস্তায় যখন-তখন ঘটতে পারে ‘এমন’ ঘটনা

যদিও গোটা রাজ্যে এই ঘটনা নতুন নয়। তবে কোচবিহার জেলায় এই প্রথম এই ঘটনা ঘটল। তাই জেলাবাসীর মধ্যে এই বিষয়টি কেন্দ্র করে এল আলাদা উদ্দীপনা চোখে পড়ছে।

এছাড়া গুলজার হোসেনের পরিবার ও এলাকার মানুষেরাও দারুণ খুশি এই টোটো জিপ তিনি তৈরি করার জন্য। আগামী দিনে তিনি আরোও বিভিন্ন ধরনের ভাইরাল জিনিস তৈরি করে সকলকে চমকে দিন এটাই প্রত্যাশা সকলের।

Sarthak Pandit