পাটের জমি

Jute Farming Tips: বৃষ্টি হয়েছে, এখনি জমিতে করুন এই কাজ! তবেই পাটচাষে আয় বাড়বে দ্বিগুন 

মালদহ: আপনি কি পাটচাষি। মাঠে পাট লাগানো আছে। তবে এক্ষুনি করুন এই সমস্ত কাজ। তবেই আপনার জমিতে পাট দ্রুত বৃদ্ধি পাবে, পাটের আঁশ ভাল হবে। লাভবান হবেন পাট চাষ করে। জৈষ্ঠে বৃষ্টি হতেই এখন পাটের পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।মূলত চৈত্র বৈশাখ মাসে পাট লাগানো হয়। এখন জৈষ্ঠ্য মাস। জমিতে পাট একটু বড় হয়েছে। এই সময় প্রয়োজন বৃষ্টির। কিন্তু কিছুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল না। এতে পাটের বৃদ্ধিতে ঘাটতি হচ্ছিল। কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টি হতেই পাট চাষীদের মুখে হাসি ফুটেছে।

তবে এই সময় মাঝেমধ্যে বৃষ্টিপাত পাট চাষের পক্ষে খুব উপকারী। নিয়মিত বৃষ্টি হলেও পাটচাষীদের এই সময় জমিতে কিছু পরিচর্যা করতে হবে। মালদহ জেলার কৃষি দপ্তরের আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, সবার প্রথমে এখন জমিতে নিরানী দিতে হবে। জমির আগাছা পরিষ্কার করতে হবে। এতে পাট গাছের বৃদ্ধি হবে। আগাছা পরিষ্কারের পর জমিতে নাটট্রজেন ঘটিত সার ও পটাশ সার প্রয়োগ করতে হবে। তবে জমিতে জল জমে থাকলে সার প্রয়োগ না করাই ভাল। জমির জল শুকিয়ে ভেজা মাটিতে সার দিতে হবে।

আরও পড়ুন:খবরের কাগজের ঠোঙা নয়, শরীর ফিট রাখতে এই দোকানে বিক্রি হয় পদ্মপাতায় মুড়িঘুগনি

এই সময় আকাশ মেঘলা থাকলে পাট চাষের বৃদ্ধিতে সমস্যা হতে পারে। বৃষ্টির পর আকাশে ঝলমলে রোদ থাকলে পাট চাষের বৃদ্ধিতে তা সহায়ক। তবে যদি টানা সপ্তাহব্যাপী মেঘলা আকাশ থাকে তাহলে পাটে ছত্রাক আক্রমণ হতে পারে। যদি এই ধরনের আবহাওয়া হয়ে থাকে তাহলে চাষীদের অবশ্যই জমিতে ছত্রাক নাশক প্রয়োগ করতে হবে। যদি ছত্রাকের হানা হয় তবেই ছত্রাক নাশক দিতে হবে।এখন পর্যন্ত মালদহ জেলার আবহাওয়া পাট চাষের পক্ষে অনুকূল। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর মালদহ জেলায় মোট ২৮ হাজার ৩৮২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। জেলার প্রতিটি ব্লকেই কম-বেশি কৃষকেরা পাট চাষ করে থাকেন। এই সময়ে পাটের সঠিক পরিচর্যা করতে পারলে ভাল ফলন হবে পাটের লাভবান হবেন কৃষকেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ