উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ট্রফ৷ যা বিস্তৃত রয়েছে বিহার ও হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে৷

কালবৈশাখীর জের, বজ্রপাতে মুর্শিদাবাদে মৃত ১ ব‍্যক্তি!

মুর্শিদাবাদে প্রবল কালবৈশাখী তাণ্ডব ও বজ্রপাতে প্রাণ গেল একজন কৃষকের। বজ্রাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল নবগ্রাম থানার পাঁচ গ্রামের এক ব্যক্তির। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্রীমন্ত ঘোষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতোই বৃহস্পতিবার বিকেলে গরু ও মহিষ নিয়ে বিল বসিয়া এলাকায় গিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। সেই সময় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় শ্রীমন্ত ঘোষ নামে পাঁচগ্রামের ঘোষ পাড়ার এক ব্যক্তির।