কোচবিহার: রাজ আমলে জেলা কোচবিহারে স্থাপন করা হয়েছিল মদনমোহন বাড়ি মন্দির। দীর্ঘ প্রাচীন এই মন্দিরে রীতি প্রথা ও ঐতিহ্য মেনে পূজিত হন বড় তারা মা। রাজ আমলে কোচবিহার মদনমোহন মন্দির স্থাপন করার পর থেকে এই পুজো শুরু করা হয় মদনমোহন মন্দিরে। বড় দেবীর বিসর্জনের পর মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে হয় মহা লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে এই বড় তারা মায়ের পুজোর প্রস্তুতি শুরু করা হয়। দীর্ঘ প্রাচীন এই পুজোয় বহু ধরনের রীতি-প্রথা প্রচলিত রয়েছে। এই পুজোর নিয়ম-রীতি অন্যান্য কালী পুজোর থেকে অনেকটাই আলাদা।
দীর্ঘ সময় ধরে এই পুজোর প্রতিমা বংশপরম্পরায় নির্মাণ করছেন এক শিল্পী। শিল্পী প্রভাত চিত্রকর জানান, “রাজ আমলে এই পুজো শুরু করা হয়। তার পরবর্তী সময়ে আর বন্ধ করা হয়নি এই পুজো। দীর্ঘ সময় ধরে এই পুজো হয়ে আসছে কোচবিহার মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে। এই পুজোয় বিভিন্ন ধরনের বলির প্রথা প্রচলিত রয়েছে। দীপাবলীর অমাবস্যার তিথিতে এই বড় তারা মায়ের পুজো করা হয়ে থাকে মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে। ভয়ংকর দর্শন এই দেবীর পুজোর নিয়ম-রীতি অন্যান্য সকল কালী পুজোর থেকে একদমই আলাদা। তবে এই পুজো একদিনের পুজো। তাই রাতে পুজোর সময় বহু দর্শনার্থী ও পুণ্যার্থী ভিড় জমান এই মন্দিরে।”
আরও পড়ুনDiwali 2024: দীপাবলিতে কোন ধরনের প্রদীপ বাড়িতে লাগাবেন? বাস্তু মত জানুন, জ্বলবে ভাগ্যের সলতে
মদনমোহন বাড়ি মন্দিরের পুরোহিত শিব কুমার চক্রবর্তী জানান, “একটা সময় এই পুজোর সমস্ত দায়িত্বভার সামলাতেন কোচবিহারের রাজারা। তবে বর্তমান সময়ে এই পুজোর সমস্ত দায়িত্বভার পালন করেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের আধিকারিকেরা। রাজ আমলের কোন রীতি ও প্রথা ক্ষুন্ন করা হয়নি এখনোও পর্যন্ত। প্রাচীন সমস্ত রীতি প্রথা মেনে আজও হয়ে আসছে কোচবিহার মদনমোহন বাড়িতে বড় তারা মায়ের পুজো। দীর্ঘ সময়ের এই পুজোয় একাধিক রাজ আমলের উপাচার রয়েছে। আর এই পুজোর প্রথা আলাদা সাধারণ কালী পুজোর চাইতে।”
জেলা কোচবিহারের পর্যটকের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু মদনমোহন বাড়ি মন্দির। আর এই মন্দিরে আয়োজিত বড় তারা মায়ের পুজো বহু মানুষকে আকর্ষণ করে। আসন্ন দীপাবলির অমাবস্যা তিথিতে এই পুজো উপলক্ষ্যে ইতিমধ্যেই আয়োজন শুরু করা হয়েছে মদন বাড়িতে।
Sarthak Pandit