আসছে কালীপুজো৷ কার্তিক মাসের অমাবস্যায় পূজিত হবেন দেবী শ্যামা৷ তন্ত্র ও শক্তিসাধকদের কাছে এই তিথি তথা পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
কালীপুজোর অপরিহার্য হল রক্তজবা বা লালরঙের জবাফুল৷ এই ফুল ছাড়া অসম্পূর্ণ দেবী কালিকার পুজো৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
এছাড়াও আরও কিছু ফুল অর্পণ করা যায় দেবী কালিকার পায়ে৷ সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল৷ কিছু কালীমন্দিরেও ভক্তরা জবাফুলের পাশাপাশি অর্পণ করেন পদ্মফুল৷
ঘোর কৃষ্ণবর্ণা দেবীর পুজোয় অর্ঘ্য নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলও৷
জবাফুলের পাশাপাশি দেবীকে পরানো হয় গাঁদা এবং রজনীগন্ধার মালাও৷ তাঁর পুজোয় নিবেদন করা হয় দোপাটিফুলও৷
অধিকাংশ ক্ষেত্রেই দেবী কালীর পদতলে শায়িত থাকেন মহাদেব৷ তাই কালীপুজোয় বেলপাতা, আকন্দ বা ধুতরো ফুলও রাখা হয়। অনেকে হলুদ কল্কে এবং চাঁপাফুলও দেন মহাদেবের প্রিয় বলে৷
Post navigation
Just another WordPress site