জ্যোতিষকাহন Kali Puja 2024: রইল সহজ টোটকা! রাতভর জ্বলবে শিখা! জানুন কী করলে কালীপুজোর রাতে অনেক ক্ষণ আলো দেবে প্রদীপ Gallery October 29, 2024 Bangla Digital Desk বাজারে হাজির হরেক টুনি বাল্ব। যতই নানারকমের আলোর পশরা আসুক না কেন, দীপাবলির রাতে মাটির প্রদীপের সৌন্দর্য এখনও অম্লান। কালীপুজো এবং দীপাবলিতে বাড়ির প্রতি কোণ উদ্ভাসিত হোক প্রদীপের আলোয়৷ অনেক বাঙালি পরিবারে ফুলের পাপড়ি আর শুকনো রং দিয়ে করা রঙ্গোলিও এখন বেশ ট্রেন্ডিং৷ প্রদীপের শিখা দীর্ঘক্ষণ ধরে না জ্বললেই সব আয়োজন মাটি৷ কিছু টুকিটাকি মনে রাখলেই প্রদীপের শিখা হবে দীর্ঘস্থায়ী৷ রুপো, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন দীপাবলির সন্ধ্যা আলোকিত করে তোলার জন্য৷ যদি মাটির প্রদীপ নেন, তাহলে আগের দিন সারারাত জলে ভিজিয়ে রাখুন৷ পরের দিন ব্যবহারের আগে রোদে ভাল করে শুকিয়ে নিন৷ এর ফলে প্রদীপ তেল শুষে নেবে না৷ চেষ্টা করবেন একটা উঁচু জলচৌকিতে প্রদীপগুলি সাজানোর৷ এখন বাড়িতে কুলুঙ্গি থাকে না৷ তাই বলে মাটিতেই প্রদীপ বসিয়ে দেবেন না৷ দরজার কাছে দেওয়ার কথা হলে আলাদা৷ প্রদীপ সব সময় বসান উঁচু কোনও আধারে৷ সেখানে আবির বা শুকনো রং এবং চাল দিয়ে তৈরি করুন ‘অষ্টদল’, আট পাপড়ি সমেত পদ্মফুল৷ ইচ্ছে হলে অন্য নক্সাও করতে পারেন৷ নক্সার মাঝে বসান বড় প্রদীপটিকে৷ চার ধারে সাজিয়ে দিন বাকি বাতিগুলিকে৷