দক্ষিণবঙ্গ Kali Puja 2024: মন্দিরের ছাদ বলতে অশ্বত্থ গাছ… পুরোহিত থাকেন না, নিজেকেই করতে হয় এই পুজো Gallery October 24, 2024 Bangla Digital Desk বারাসতে পুরনো কালী মন্দির গুলির মধ্যে অন্যতম কাঠোর রোডের ডাকাত কালীবাড়ি। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, এই কালি মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের নাম এখানে নেই কোন প্রতিমা, আছে অশ্বত্থ গাছ। যা আনুমানিক ৪০০ বছরেরও পুরনো, গাছ-ই এখানে পুজিত হয়। তবে কোন পুরোহিত দিয়ে নয়। এখানে পুজো দেবে বলে মনে করলে, মা এর কাছে এসে মনস্কামনা মাকে জানিয়ে, নমস্কার করে মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে নিজেকেই করতে হয় পুজো বর্তমানে বারাসত পুরসভা থেকে কালিমন্দির চত্ত্বর পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একজন সেবায়েত আছেন, তিনি সকালে গেটের তালা খুলে দেন, আবার বিকেলে বন্ধ করেন শোনা কথা অনুযায়ী, একসময় রঘু ডাকাত এই মন্দির থেকেই পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতেন। আবার ডাকাতি করে তার দলবল নিয়ে এই মন্দিরেই ফিরে আসতেন। এটাই ছিল তার প্রধান আস্থানা বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে এই ডাকাত কালিবাড়িতে একসময় এলাকায় মানুষজন আসতে ভয় পেতেন। আজ চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। তবে আজও দূরদূরান্তের মানুষের কাছে এই ডাকাত কালিবাড়ি একই রকম জাগ্রত তবে প্রাচীন ইতিহাস বিজড়িত মন্দিরটির রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলেই মনে করেন স্থানীয়রা। মন্দিরটি ছাদ বলতে অশ্বত্থ গাছের শিকড়। ইটগুলি রঘু ডাকাত সহ তার দলবলই কাঠের ডাইস বানিয়ে তাতে মাটি দিয়ে তৈরি করেছিলো সেই সময় বলে জানা যায়, এটির জেলার অন্যতম প্রাচীন কালী মন্দির।