লালজি মন্দির 

Purba Bardhaman News: জলমগ্ন কালনার লালজি মন্দির! হতাশ বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা 

কালনা: নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জেরে জলমগ্ন কালনার এই মন্দির। হাঁটু সমান জল পেরিয়েই মন্দিরে প্রবেশ করছেন পর্যটকরা। পূর্ব বর্ধমান জেলার অন্যতম একটি প্রাচীন শহর হল কালনা। নদী তীরবর্তী এই শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক প্রাচীন মন্দির এবং স্থাপত্য। যা দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসেন বহু পর্যটক। তেমনই কালনার রাজবাড়িকমপ্লেক্সের ভিতরে অবস্থিত অন্যতম একটি মন্দির হল লালজি মন্দির।

প্রাচীন এই মন্দির দেখতে পর্যটকেরা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।কিন্তু বৃহস্পতি এবং শুক্রবারে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব বর্ধমানের এই ঐতিহ্যবাহী মন্দির চত্বর। প্রায় এক হাঁটু জল জমে গিয়েছে লালজি মন্দিরে। আর সেই মন্দির পেরিয়েই মন্দির আসছেন দর্শনার্থীরা। রাজু নন্দী নামের এক ব্যক্তি বলেন, “মন্দির দেখলাম ঘুরে। তবে প্রচুর জল জমে আছে, জল বার করার কোনও ব্যবস্থা নেই। জল বাড়লে এবার মন্দিরের ভিতরে জল ঢুকে যাবে।”

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের প্রাচীন এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। ২৫টি রত্ন তথা চূড়া বিশিষ্ট এই মন্দির টেরাকোটা শিল্পের অন্যতম নিদর্শন। ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যবাহী মন্দির হিসাবে এই মন্দির জায়গা পেয়েছে ভারতীয় ডাক টিকিটেও। কিন্তু বর্তমানে বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই জলমগ্ন অবস্থা বলে মত স্থানীয়দের।

সুরিয়া রাউ নামের এক পর্যটক জানান, “ইউটিউবে এই মন্দির দেখে আমি ঘুরতে এসেছিলাম। তবে প্রাচীন মন্দির পুরো জল ভরে গিয়েছে। মন্দির দেখে ভাল লাগল, তবে এই জল দেখে ভাল লাগল না। এভাবে থাকলে মন্দির খারাপ হয়ে যাবে।”

দিন দুয়েকের বৃষ্টিতে আপাতত জল থৈ থৈ ছবি সামনে আসছে কালনার লালজি মন্দির থেকে। প্রাচীন এই মন্দিরের সর্বত্রই প্রায় জলমগ্ন। কবে নাগাদ এই জল নিকাশের ব্যাবস্থা করা হয়, এখন দেখার বিষয় সেটিই।

বনোয়ারীলাল চৌধুরী