কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ

Kalyani Engineering College: কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির বিরাট সুযোগ, কোন কোন বিষয়ে ভর্তি সম্ভব জানুন

কল্যাণী: বিকেন্দ্রীভূত কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে নদিয়ার কল্যাণীর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং-এর কয়েকটি বিষয় স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত আসন পূরণ না হওয়ায় এবার ফাঁকা আসন গুলিতে বিকেন্দ্রীভূত কাউন্সিলের প্রক্রিয়ার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া চলবে। অনলাইনের মাধ্যমেই করতে হবে আবেদন পড়ুয়াদের যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৭।

আরও পড়ুন: সকালে ঘুম ভাঙতেই একের পর এক হাঁচি হয়? কেন হচ্ছে এমন সমস্যা? না জানলে বড় বিপদ হতে পারে!

এই সমস্ত বিভাগগুলিতেই ভর্তির সুযোগ রয়েছে পড়ুয়াদের। আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত পোর্টালে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। ২৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। এবং আগামী ৩০ সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং কলেজে কাউন্সিলিং ও এডমিশনের আয়োজন করা হবে ৩ অক্টোবর। বাকি বিষয় সমস্ত ধরনের তথ্য কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করতে খরচ কত? সন্তানকে KVS-এ ভর্তির আগে কীভাবে আবেদন করবেন জানুন

জানা যায় চলতি বছরে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন জেনারেল মেরিট রাঙ্ক বা জিএমআর এর ভিত্তিতেই পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে বিটেকে ভর্তি নেওয়ার প্রক্রিয়া চালু হবে। বাকি যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী।

Mainak Debnath