রঘুনাথগঞ্জে কমলা কামিনীর পুজো 

Kamala Kamini Puja: চৈত্র মাসে অকাল দুর্গাপুজো! কমলা কামিনী পুজোতে মেতেছেন গ্রামের বাসিন্দারা

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দফরপুর গ্রামে অকাল দুর্গাপুজোতে মেতে উঠেছেন গ্রামের বাসিন্দারা। জমিদার পঙ্কজ কুমার দাসের স্মরণে এই কমলা কামিনীর পুজোর আয়োজন করা হয়। ১৩২৮ সাল পুজোর সুচনা করা হয় ।সেই থেকে শুরু করে এই পুজো চলছে আজও। পুজো উপলক্ষে যেমন মেলার আয়োজন হয় ঠিক তেমনই আছে গ্রামের বাসিন্দাদের মধ্যে উন্মাদনা।

জানা যায়, ব্রিটিশ আমলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় তৎকালীন সময়ে নীল চাষ ও পলু চাষ করা হত। জমিদার পঙ্কজ কুমার দাস নিঃসন্তান ছিলেন। লালগোলার মহারাজার কথায় অনুপ্রাণিত হয়ে এই পুজো শুরু হয়। তৎকালীন সময়ে নীল চাষ ও পলু চাষের ব্যবসার বৃদ্ধির জন্য ১৩২৮ সালে এই কমলা কামিনীর পুজো হয় ব্রিটিশ আমলে।

আরও পড়ুন:হার্টের রোগের ঝুঁকি কমায়, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল-বাড়তি ওজন, রোজ সকালে এই বীজ মাস্ট

আগে সপ্তমী, অষ্টমী, নবমী দশমী চারদিন ধরে পুজো চলত, যা আজও চলে আসছে একই নিয়ম নিষ্ঠার সহকারে। দুর্গাপুজো ঠিক যেমন ভাবেই পুজো হয় সেই ভাবেই কমলা কামিনীর পুজো চলে গ্রামে। এই চারদিন ধরেই দুর্গাপুজোর মতোই পুজোর আনন্দে মেতে ওঠেন গ্রামের সকল স্তরের মানুষ। মা কমলা হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ,সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তাঁকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। কমলা হচ্ছে পদ্মের প্রতিশব্দ।দেবী দুর্গার এক রূপ হিসেবে এই কমলা কামিনীর পুজো আজও চলে আসছে দফরপুর গ্রামে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী