সূর্যাস্ত 

West Medinipur News: দিনের শেষে সূর্যাস্ত দেখুন এখানে, জানেন কোথায় এই সুন্দর জায়গা?

ঝাড়গ্রাম: ঘুরতে যেতে ভালোবাসেন? তবে হয়ত অনেক পরিচিত দারুণ দারুণ জায়গায় আপনি ঘুরে এসেছেন। কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে এক অনন্য সুন্দর জায়গা। ঘোরা, খাওয়া কিংবা পরিবারদের সঙ্গে সময় কাটানো সব যেন একই সুতোয় গাঁথা। প্রিয়জনের সঙ্গে বসে দিনের সূর্যাস্তটা দেখার মজা পাবেন এখানে। সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখা নয়, বিকেলের রাঙা সূর্যাস্তটা সারা সপ্তাহের ক্লান্তিটা নিমিষেই দূর করবে।

প্রকৃতিকে ভালোবাসেন? ঘুরতে যাওয়াটা খুব শখের? তবে একবার ঘুরে দেখুন জঙ্গলমহলের এই জায়গা। শান্ত স্নিগ্ধ সুবর্ণরেখা নদী, নদীতট, বালিয়াড়ি আর দিনের শেষে সূর্যাস্ত সবকিছুই মন ভালো করে দেবে আপনার। সারা সপ্তাহের ক্লান্তির পর ভিটামিন পাবেন এখানে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার অধিকাংশ জায়গা দিয়ে বয়ে চলেছে শান্ত সুবর্ণরেখা। অন্যদিকে এই সুবর্ণরেখা নদীর উপর দিয়েই পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহল ঝাড়গ্রামকে মিলিয়ে দিয়েছে একটি দীর্ঘ সেতু। নাম জঙ্গলকন্যা সেতু।

জঙ্গলমহল ঝাড়গ্রামের নয়াগ্রামে একদিকে যেমন সবুজের প্রান্তর, অন্যদিকে সুবর্ণরেখা নদী এবং পাশেই থাকা ছোট্ট চিলড্রেন্স পার্ক মন ভালো করবে আপনার। এছাড়াও দিনের শেষে নদীর পাড়ে মিলিয়ে যাওয়া রাঙা সূর্য আলাদা এনার্জি দেবে আপনাকে। নদীর শান্ত, স্নিগ্ধ রূপ, নয়নাভিরাম পরিবেশ, নদীর পাড়ে পিকনিকের ব্যবস্থা এমনকি বাচ্চাদের খেলাধুলার জন্য এই বিশেষ পার্ক এক আলাদা ঘোরার জায়গা। ধারে পাশে এক দিনের ছুটিতে অবশ্যই কাটিয়ে যেতে পারেন জঙ্গলমহলের নয়াগ্রামের সুবর্ণরেখা নদী থেকে।

সবুজ জঙ্গল পরিবেশ নদীর রূপ এবং প্রাকৃতিক পরিবেশ মন ভালো করবে আপনার। তবে একদিনেরছুটিতে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ধারেপাশে অবশ্যই ঘুরে দেখতে পারেন জঙ্গলমহলের এই বিশেষ জায়গা। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে কাটাতে পারেন সারাটা দিন

রঞ্জন চন্দ