Kanchenjunga Express accident: স্থানীয় যুবকের বাইকে চড়েই ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব! বললেন, ‘এটা রাজনীতি করার সময় নয়’

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় একটা গোটা বেলা৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৮ জনের মৃত্যুর খবর এসেছে৷ আহতের সংখ্যা প্রায় ৬০ জন৷ তাঁদের মধ্যে২০ জন গুরুতর আহত৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিমানযোগে রওনা দিয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশে৷ তাঁর আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মন্তব্যা, ‘‘এটা রাজনীতি করার সময় নয়৷ কী ভাবে এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা করব৷’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলমন্ত্রী প্রথমে দিল্লি থেকে বিমানযোগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন৷ সেখান থেকে প্রথমে গাড়ি করে যান কিছুদূর৷ শেষের পথটুকু পেরতে স্থানীয় এক যুবকের বাইকে উঠে পড়েন তিনি৷ উত্তরবঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গেও দেখা করে খোঁজখবর নেন অশ্বিনী বৈষ্ণব৷

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী বলেন, ‘‘উদ্ধারকার্য শেষ হয়েছে৷ আমরা এখন সবকিছু পুনর্বহাল করার চেষ্টা করছি৷’’ রেলে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আগেই সরব হয়েছেন বিরোধীরা৷ এদিন সে বিষয়ে রেলমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘‘এটা রাজনীতি করার সময় নয়৷’’

আরও পড়ুন:  ‘এটা আরও মারাত্মক হতে পারত,’ উদ্বেগপ্রকাশ করে উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী মমতা

রেল সূত্রের খবর, সোমবার সকাল ৯টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ সেই সময় একটি মালগাড়ি সিগন্যাল ওভারশট করে দাঁড়িয়ে থাকান এক্সপ্রেস ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে৷ ঘটনায় মালগাড়ির চালক এবং এক্সপ্রেস ট্রেনের গার্ডের মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, তৎপরতা মালদা টাউন স্টেশনে! চালু হেল্প ডেস্ক, ফার্স্ট এইড বুথ

ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে মোদি সরকার৷