বিদেশি আমগাছের চারা 

Bankura News: বাঁকুড়ার সামন্তভূমে পাওয়া যাচ্ছে বিদেশি আম গাছের চারা

বাঁকুড়া: চিয়াং মাই, রেড আইভরি, আপেল ম্যাঙ্গো এবং বানানা ম্যাঙ্গো। কয়েক বছর আগে পর্যন্ত এই আমের প্রজাতি গুলি বাঁকুড়ার কাঁকুড়ে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে সেটা কেউই ভাবতে পারেনি। রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায়। এই সাত প্রকল্পের মধ্যে একটি হল ছাতনা ২ নম্বর ব্লকের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প। যে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল কৃষ্ণনগর থেকে বিদেশি আম চারা নিয়ে এসে টবে বসিয়ে।

মিরাকেলের মতই চারটি চারাই দিয়েছে খুব সুন্দর ফলন। ৬০০-৬৫০ গ্রামের আপেল ম্যাঙ্গো, ৮০০-৯০০ গ্রামের রেড আইভরি। তবে এই আম গাছগুলি লাগানো রয়েছে টবে ফলেই আম নয়! পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র আম্রপালি নয়, অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া!

আরও পড়ুন : দিল্লি থেকে এল বাঁকুড়ার আম্রপালির ডাক, একদিনে পাড়ি দিল সাত টন আম

ছাতনার কাঁকুরে মাটিতে পরীক্ষিত হল এই চারা। এবার সঠিক চারা পোঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাদার প্ল্যান্ট যেগুলি রয়েছে, সেগুলিকে একটি সাবধানতার সঙ্গে রাখতে হয়েছে যাতে বাঁদরে ক্ষতি না করতে পারে। পরিচর্যাও অন্যান্য আমের মতই করতে হয়েছে বলে জানিয়েছেন, জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শংকর চক্রবর্তী।

আরও পড়ুন : শাল পাতাতেই বেঁচে আছে জীবন, এখনও মর্ম বোঝেনি শহর

বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদ মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম। তবে আম্রপালি এবং মল্লিকা উৎপাদনে একচেটিয়া শাসন করছে বাঁকুড়া।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুধু তাই নয় অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মত বন্ধুর এলাকাতে।

নীলাঞ্জন ব্যানার্জী