হাসপাতালে পচছে স্ত্রী-এর লাশ, ভুল নাম ঠিকানা দিয়ে পালিয়ে গেল স্বামী!

Kanpur News: হাসপাতালে পচছে স্ত্রী-এর লাশ, ভুল নাম ঠিকানা দিয়ে পালিয়ে গেল স্বামী!

কানপুর : কানপুরের এলএলআর হাসপাতালে সাত দিন ধরে পঁচছে এক মহিলার দেহ! মহিলাটি কে, তিনি কোথা থেকে এসেছেন এবং তার পরিবারের সদস্যরা কোথায় আছেন তা কেউ জানে না।

জানা গিয়েছে, ওই মহিলার স্বামীই তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন। হাসপাতালে ভর্তি করার ফর্মে ওই নারীর স্বামী যে তথ্যই দিয়েছেন তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। মহিলার মৃত্যুর পর তার পোস্টমর্টেমও করা হয়নি। ব্যাপারটা এমন যে, ওই মহিলার মৃতদেহ নিয়ে কারও কোনও মাথা ব্যথাই নেই৷ দিনের পর দিন সেটি হাসপাতালেই পচে যাচ্ছে।

আরও পড়ুন : ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!

ঘটনাটি ঘটেছে এলএলএম হাসপাতালে। তার স্বামীই অসুস্থতার কারণে মহিলাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। স্বামী ভর্তি প্রক্রিয়ার জন্য হাসপাতালের ফর্মও পূরণ করেছিলেন। এরপর স্বামী সেখান থেকে চলে গেলে আর ফিরে আসেননি। হাসপাতালেই মৃত্যু হয় ওই মহিলার। হাসপাতাল কর্তৃপক্ষ ফরমে দেওয়া নম্বর ও ঠিকানায় খবর দেওয়ার চেষ্টা করলে জানা যায় সবই ভুয়ো। এখন মহিলার মৃত্যুর সাত দিন হয়ে গেছে এবং তার মৃতদেহ পচতে শুরু করেছে। কিন্তু এ ব্যাপারে কেউ অবগত নয়।

আরও পড়ুন : জানলে চমকে উঠবেন, শোয়ার ঘর থেকে রান্না ঘর, এই গ্রামে ঘরে ঘরে ভর্তি লাশ!

লাশ পড়ে আছে মর্গে মানবতাকে লজ্জায় ফেলে দেয় এমন দৃশ্য হাসপাতালের মর্গে দেখা যায়। সাত দিন ধরে এখানে লাশ পড়ে আছে। এখন তা থেকে তীব্র দুর্গন্ধও আসতে শুরু করেছে। সাধারনত নিয়মানুযায়ী ৭২ ঘন্টার মধ্যে অজ্ঞাত লাশের ময়নাতদন্ত করা হয়, তবে এ ক্ষেত্রে পুলিশ পঞ্চায়েতনামা করলেও লাশের ময়নাতদন্ত হয়নি। পচা লাশের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষও উদাসীন।

স্বামী পলাতক তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ওই নারীকে হাসপাতালে আনা হয়। সন্ধ্যায় মহিলার স্বামী তাকে নিয়ে এসেছিল। মহিলার পা ফোলা ছিল। ওই ব্যক্তি ফর্মে মহিলার নাম নীতু, বয়স ৩৫ বছর এবং তার নাম ইসলাম গুপ্ত লিখেছিলেন। ঠিকানার বদলে ওই ব্যক্তি লিখেছিলেন সুসাটি থানা, ফারুখাবাদ। ওই দিন রাতেই ওই মহিলার মৃত্যু হয়। হাসপাতালে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঠিকানা ও মোবাইল নম্বর দুটিই ভুল পাওয়া যায়। এখন সাতদিন পর ওই নারীর শরীর সম্পূর্ণ পচে গেছে। এরপরও তার পোস্টমর্টেম হয়নি।