ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন

North 24 Parganas News: ভাইরাল ভাতের হোটেলেই মহিলা ব্ল্যাকবেল্ট চ্যাম্পিয়ন… পুরোটা জানলে চমকে যাবেন

উত্তর ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল চাঁদপাড়ার কালীদির হোটেল। এই দোকানের মাংস-ভাত খেতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষজন ভিড় জমান চাঁদপাড়া স্টেশন সংলগ্ন ভাইরাল দিদিদের দোকানে। তবে কালীদি বা মিষ্টিদির হাতের রান্না ছাড়াও এই দোকানের জনপ্রিয়তা সম্পর্কে এখন অনেকেরই জানা। দোকান সামলেই এখন রীতিমতো ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন কালীদির মেয়ে উর্মিলা রায়।

মাত্র ২১ বছর বয়সে সে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে ফিরেছে। তবে বর্তমানে চাঁদপাড়ার এই জনপ্রিয় কালীদির হোটেলে সারাদিনের চরম ব্যস্ততার মধ্যে কাটছে জীবন। মায়ের সঙ্গে হোটেলের রান্নার কাজে হাত মেলায় ক্যারাটেতে ব্লাক বেল্ট চ্যাম্পিয়ন উর্মিলাও। হোটেলে ভোজন রসিকদের ব্যাপক ভিড় সামলে, মাঝে কিছুটা সময় ফাঁকা পেলেই চলে প্র্যাকটিস। তবে আগের মতো আর সময় মেলে না।

ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি আগ্রহ ছিল মেয়েটির। স্থানীয় ঢাকুরিয়া গার্লস হাইস্কুলে পড়াশোনা চলাকালীন স্কুলের প্রধান শিক্ষক এবং কালীদির উৎসাহে ক্যারাটে প্রশিক্ষণে ভর্তি হওয়া। তারপর থেকেই নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে, নিজের যোগ্যতা প্রমাণ করে উর্মিলা ছিনিয়ে নেন ব্ল্যাক বেল্ট। বর্তমানে স্কুলের গণ্ডি পেরিয়ে নেতাজী শতবার্ষিকী কলেজে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন এই মহিলা ব্ল্যাক বেল্ট ক্যারাটে চ্যাম্পিয়ন। তবে একজন মহিলা হয়ে তাঁর বার্তা, বর্তমান সমাজে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট সকলেরই শেখা প্রয়োজন।