কৌশিকী অমাবস্যা

Kaushiki Amavasya 2024: চোখের নিমেষে কার্যসিদ্ধি! কৌশিকী অমাবস্যায় মানুন ‘এই’ সহজ টোটকা, সংসারে সুখ-অর্থ-সৌভাগ্যের বন্যা

*সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন মহাধুমধামে বিশেষ আচার মেনে পুজো করা হয়। সংগৃহীত ছবি।
*সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন মহাধুমধামে বিশেষ আচার মেনে পুজো করা হয়। সংগৃহীত ছবি।
*কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ, তবে সামনেই রয়েছে মহালয়া। সেইসময় কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই অমাবস্যায় কুশ কাটার শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে জানা যায়। সংগৃহীত ছবি।
*কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ, তবে সামনেই রয়েছে মহালয়া। সেইসময় কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই অমাবস্যায় কুশ কাটার শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে জানা যায়। সংগৃহীত ছবি।
*অনেকে মনে করেন, ভাদ্র মাসের এই অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিল। তবে অনেকে আবার বলেন, কার্তিক মাসের অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব তিথি। সংগৃহীত ছবি।
*অনেকে মনে করেন, ভাদ্র মাসের এই অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিল। তবে অনেকে আবার বলেন, কার্তিক মাসের অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব তিথি। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫'টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫’টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন'টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন’টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*কথিত আছে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে মিলবে সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্বহার করবেন, জেনে নিন...সংগৃহীত ছবি।
*কথিত আছে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে মিলবে সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্বহার করবেন, জেনে নিন…সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ, তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে শেষ না হওয়া কাজ শেষ হয়, যা সারাজীবন মানুষের পুণ্য করে। সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ, তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে শেষ না হওয়া কাজ শেষ হয়, যা সারাজীবন মানুষের পুণ্য করে। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*ইতিহাস বলে, সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা গুলি অবলম্বন করার পরামর্শ দেওইয়া হয়। সংগৃহীত ছবি।
*ইতিহাস বলে, সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা গুলি অবলম্বন করার পরামর্শ দেওইয়া হয়। সংগৃহীত ছবি।