Tag Archives: Kaushiki Amavasya

Kaushiki Amavasya at Tarapith: হরিদ্বার ও বারাণসীর মতো সন্ধ্যারতির শিখায় কৌশিকী অমাবস্যায় আলোকিত তারাপীঠের দ্বারকার তীর

সৌভিক রায়, বীরভূম: কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোমবার সাজো সাজো রব ছিল বীরভূমের তারাপীঠে।সোমবার সকাল থেকেই লক্ষাধিক মানুষের ভিড় তারাপীঠ মন্দির চত্বরজুড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করেছিলেন পুলিশ প্রশাসন।এই প্রথম হরিদ্বারের আদলে দ্বারকা নদের পাড়ে হয় সন্ধ্যা আরতি। যা দেখতে ভিড় করেন পুণ্যার্থীরা। সোমবার ভোরে কৌশিকী তিথির শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রথম পুজো দেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।শনিবার বিকেল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্ত ও সাধুরা আসতে শুরু করেন।

সোমবার ভোর ৪টেয় মায়ের স্নান, মঙ্গলারতির পর পাঁচ রকম ফল, ছোলা দিয়ে ভোগ নিবেদনের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহ। এবার সোমবার ভোর ৫টা ৫ মিনিটে শুরু হয় কৌশিকী অমাবস্যা তিথি।মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মধ্যরাত থেকেই পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন পড়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিট পর্যন্ত এই তিথি ছিল।সোমবার দুপুরে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচরকমের সবজি, শোল মাছ, বলির পাঁঠার মাংস, মিষ্টি ও পায়েস নিবেদন করা হয়।সন্ধ্যারতির পর লুচি, সুজি, মুড়কি দিয়ে ও শীতল ভোগ দেওয়া হয়।এরপর নিশিরাতে মাকে রাজ-রাজেশ্বরী বেশে সাজিয়ে তুলে বিশেষ পুজো হয়। সেই সময় মায়ের কাছে পুজো দিতে ভক্তরা হুড়মুড়িয়ে পড়েন। নিশিরাতে ফের পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচরকম তরকারি, কাতলা, ইলিশ, গলদা চিংড়ি, রুই ও শোল মাছ, বলির পাঁঠার মাংস, মিষ্টি ও পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হয়।

আরও পড়ুন : বাসায় ফেরা পাখির ডাকের মাঝেই সন্ধ্যারতি, হাতে কয়েক ঘণ্টা সময় থাকলেই ঘুরে যান কলকাতার কাছেই প্রকৃতির কোলে

মন্দির কমিটি সূত্রে খবর দ্বারকা নদীর ২০০ মিটার পাড় বাঁধিয়ে গড়ে তোলা হয়েছে পার্ক।সেই পার্কে আরতির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।সেখান থেকে মন্দির ও শ্মশান দেখা যায়। দিনকয়েক আগে এই পাড়েই আরতির প্রস্তাব দেন জেলাশাসক বিধান রায়।সেই মতো দ্বারকার অপর পাড়ে স্থায়ীভাবে লোহার রেলিং বসিয়ে ঘিরে দেওয়া হয়। যাতে দর্শনার্থীদের ভিড়ের চাপে কেউ দ্বারকা নদে পড়ে না যান। সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গেই দ্বারকা নদের পাড়ে ঘি দিয়ে ডোবানো সলতের পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠ এর সেবায়েতরা আরতি করেন।

Tantra Sadhana: তন্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার রাতেই জেগে ওঠেন তাঁরা, অঘোরদের কালো পোশাকে সেই আবাহন, রইল ভিডিও

বীরভূম: কৌশিকী অমাবস্যায় দেশের নানা প্রান্তের ছড়িয়ে থাকা  তান্ত্রিকদের আস্তানা তারাপীঠ মহাশ্মশান। তাই রবিবার থেকেই সুদূর মুম্বই, বৃন্দাবন,পঞ্জাব থেকে তান্ত্রিকদের ঠিকানা হয়েছে তারাপীঠ মহাশ্মশানের শ্বেত-শিমূলের তলা। এমনকী সদুর রাশিয়া থেকেও এসেছেন সাধু সন্ন্যাসীরা। রবিবার ছিল অঘোর চতুর্দশী।সেদিন থেকে তান্ত্রিকদের অঘোর হওয়ার সাধনা শুরু।সেই সাধনা চলে মঙ্গলবার পর্যন্ত।শ্মশানজুড়ে কালো বসন, কারণবারি, ধূপ ধুনোর ছড়াছড়ি।

সাধনার মাঝে মাঝে ময়ূরের চামড়ের দোলায় শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা সাধু সন্ন্যাসীদের। রাশিয়া থেকে যোগী অন্নপূর্ণা নাথ গত বছরের মত এবারও এসেছেন। যোগিনী বেশে চলছে তাঁর সাধনা। তিনি জানান “তন্ত্রপীঠের সাধনক্ষেত্রে না এলে সাধনা পূর্ণ হয় না। কেউ বিরক্ত করে না। বাধা দেয় না। ভারতের সবচেয়ে বড় শান্তিক্ষেত্র এই বামাক্ষ্যাপার শ্মশানতলা।”

আরও পড়ুন – Maa Tara: কৌশিকী অমাবস্যার রাতে একই সঙ্গে খুলে গিয়েছিল স্বর্গ ও নরকের দ্বার, মহা শ্মশানে সেই কী ভয়ানক সাধনা, মা তারার আশীর্বাদে কীভাবে হল সবার মঙ্গল, জানুন

তারাপীঠের শ্মশানক্ষেত্র এর একজন সমীর নাথ অঘোরী বলেন , ”তারা মা এই শ্মশানে জাগ্রত। তিনি ব্রহ্মময়ী মা হিসাবে এখানে খেলা করেন। তাই তারা নামে দূষণ মুক্ত হয়, অনাচার দূর হয়, সংসারে শান্তি ফেরে।” তারাপীঠ শ্মশান সাধকদের কাছে দ্বিতীয় কাশী। কৌশিকী অমাবস্যার দিন সারা রাত চলে অঘোর চতুর্দশী। সমীর অঘোরী বলেন, ‘‘সারারাত শ্মশানে চলে অঘোরের খেলা। যত অঘোর থাকবে সব এই শ্মশানে আসবে। কারণ নাটেশ্বরী কুলদেবী হচ্ছে তারা মা। তিনি অঘোরদেবী। বামদেব নিজেই বামাক্ষ্যাপা। সচল শিব। শ্মশান ভৈরব।”

অন্যদিকে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত সৌরভ চক্রবর্তী জানান বিশ্ব শান্তি কামনায় তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। যতক্ষণ এই আমাবস্যা থাকে ততক্ষণ পর্যন্ত এই হোম যজ্ঞ চলে৷

Souvik Roy

Maa Tara: কৌশিকী অমাবস্যার রাতে একই সঙ্গে খুলে গিয়েছিল স্বর্গ ও নরকের দ্বার, মহা শ্মশানে সেই কী ভয়ানক সাধনা, মা তারার আশীর্বাদে কীভাবে হল সবার মঙ্গল, জানুন

মনস্কামনা পূরণের সেই রাত হয়ে গেল৷ এই রাত্রে অসাধ্য সাধন হয়। কৌশিকী অমাবস্যার এই রাতে পুজো দিয়ে মহাযজ্ঞ করলে পূরণ হয় মনস্কামনা। জানিয়েছেন গোলক মহারাজ।
মনস্কামনা পূরণের সেই রাত হয়ে গেল৷ এই রাত্রে অসাধ্য সাধন হয়। কৌশিকী অমাবস্যার এই রাতে পুজো দিয়ে মহাযজ্ঞ করলে পূরণ হয় মনস্কামনা। জানিয়েছেন গোলক মহারাজ।
এই সময় তারাপীঠের মহাশ্মশানে ভিড় করেন দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসীরাও। তন্ত্রসাধকদের কাছে এক পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। বিশ্বাস করা হয়, এই তিথিতে শুভক্ষণে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়।
এই সময় তারাপীঠের মহাশ্মশানে ভিড় করেন দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসীরাও। তন্ত্রসাধকদের কাছে এক পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। বিশ্বাস করা হয়, এই তিথিতে শুভক্ষণে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়।
আর কৌশিকী অমাবস্যার সন্ধ্যা থেকেই তারাপীঠ মহাশ্মশানে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ভিড় জমাতে শুরু করেন।কাঠ,বেল পাতা,ঘি দিয়ে পুজো দিলে ভাগ্যের চাকা ঘুরে দাঁড়ায় বলে মনে করেন ভক্তরা।
কৌশিকী অমাবস্যার সন্ধ্যা থেকেই তারাপীঠ মহাশ্মশানে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ভিড় জমাতে শুরু করেন।কাঠ,বেল পাতা,ঘি দিয়ে পুজো দিলে ভাগ্যের চাকা ঘুরে দাঁড়ায় বলে মনে করেন ভক্তরা।
এই রাতে তন্ত্রসাধনা ও বৈদিক মতে ইষ্টদেবতা ও নবগ্রহকে পুজো করার রীতি রয়েছে। শ্মশানে যজ্ঞের মাধ্যমে তুষ্ট করারও রেওয়াজ রয়েছে। এবারও সারা রাত মহাশ্মশানে চলল যজ্ঞ।
এই রাতে তন্ত্রসাধনা ও বৈদিক মতে ইষ্টদেবতা ও নবগ্রহকে পুজো করার রীতি রয়েছে। শ্মশানে যজ্ঞের মাধ্যমে তুষ্ট করারও রেওয়াজ রয়েছে। এবারও সারা রাত মহাশ্মশানে চলল যজ্ঞ।
সিদ্ধপীঠ হিসেবে প্রসিদ্ধ এই তারাপীঠ আসলে তন্ত্রসাধকদের পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। কালীপুজোয় তো বটেই, এই কৌশিকী অমাবস্যার মতো পুণ্যতিথিকে কেউই অবহেলা করতে পারেন না। তপস্যা করে সিদ্ধিলাভের আশায় হাজার হাজার সাধু-সন্ন্যাসীরা ভিড় করেছিলেন এখানে।
সিদ্ধপীঠ হিসেবে প্রসিদ্ধ এই তারাপীঠ আসলে তন্ত্রসাধকদের পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। কালীপুজোয় তো বটেই, এই কৌশিকী অমাবস্যার মতো পুণ্যতিথিকে কেউই অবহেলা করতে পারেন না। তপস্যা করে সিদ্ধিলাভের আশায় হাজার হাজার সাধু-সন্ন্যাসীরা ভিড় করেছিলেন এখানে।

Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় করুন এই ছোট্ট কাজ! দুঃসময় কাটিয়ে অর্থ, সুখ-সমৃদ্ধি ফিরবে জীবনে

এই অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিৎ। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে। সুস্মিতা গোস্বামী
এই অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিৎ। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে।
সুস্মিতা গোস্বামী
আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। এতেই ঘটবে মিরাক্কেল। আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে।বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। এতেই ঘটবে মিরাক্কেল। আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যাবে।
বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
কৌশিকী অমাবস্যার দিন আমিষ খাবার এড়িয়ে চলা শ্রেয়। শাস্ত্রমতে, এদিন আমিষ খাবার খেলে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়ে। ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভাল। সুস্মিতা গোস্বামী
কৌশিকী অমাবস্যার দিন আমিষ খাবার এড়িয়ে চলা শ্রেয়। শাস্ত্রমতে, এদিন আমিষ খাবার খেলে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়ে। ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভাল।
সুস্মিতা গোস্বামী
এদিন সন্ধ্যা থেকে বাড়ির সদর দরজা বা মূল দরজার সামনে অন্ধকার করে রাখা উচিৎ নয়। প্রদীপ জ্বালতে হবে। যত বেশি প্রদীপ জ্বলবে, তত ভাল। সারা রাত জ্বালাতে পারলে অমঙ্গল কেটে গিয়ে জীবনে সুখ শান্তি বজায় থাকে। সুস্মিতা গোস্বামী
এদিন সন্ধ্যা থেকে বাড়ির সদর দরজা বা মূল দরজার সামনে অন্ধকার করে রাখা উচিৎ নয়। প্রদীপ জ্বালতে হবে। যত বেশি প্রদীপ জ্বলবে, তত ভাল। সারা রাত জ্বালাতে পারলে অমঙ্গল কেটে গিয়ে জীবনে সুখ শান্তি বজায় থাকে।
সুস্মিতা গোস্বামী
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভাল। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেয়। তাই বাড়িতে থাকাই শ্রেয়। সুস্মিতা গোস্বামী
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভাল। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেয়। তাই বাড়িতে থাকাই শ্রেয়।
সুস্মিতা গোস্বামী

Kaushiki Amavasya Bhog at Tarapith Temple: ভাত, লুচি, পোড়া শোলমাছ…কৌশিকী অমাবস্যায় দেবীকে কী কী ভোগ নিবেদন করা হয় তারাপীঠে, জানুন এই পুণ্যতিথিতে

তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ৷ তারাপীঠে এই পুণ্যতিথিতে উপচে পড়ে ভক্তদের ভিড়৷ নিবেদন করা হয় বিশেষ ভোগপ্রসাদ৷
তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ৷ তারাপীঠে এই পুণ্যতিথিতে উপচে পড়ে ভক্তদের ভিড়৷ নিবেদন করা হয় বিশেষ ভোগপ্রসাদ৷

 

পুণ্যতিথির দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে তারা মাকে। এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে।
পুণ্যতিথির দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে তারা মাকে। এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে।

 

কৌশিকী অমাবস্যায় দুপুরে সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস নিবেদন করা হয় দেবীকে৷ সঙ্গে থাকে ১১ রকম ভাজা ও পোড়া শোলমাছ, ৫ রকমের মাছভাজা, চাটনি ও পায়েস৷
কৌশিকী অমাবস্যায় দুপুরে সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস নিবেদন করা হয় দেবীকে৷ সঙ্গে থাকে ১১ রকম ভাজা ও পোড়া শোলমাছ, ৫ রকমের মাছভাজা, চাটনি ও পায়েস৷

 

কৌশিকী অমাবস্যায় সান্ধ্যভোগে সাধারণত থাকে লুচি, সুজি, ৫ রকম ফল, ৫ রকম মিষ্টি, ক্ষীর এবং শীতলভোগ৷
কৌশিকী অমাবস্যায় সান্ধ্যভোগে সাধারণত থাকে লুচি, সুজি, ৫ রকম ফল, ৫ রকম মিষ্টি, ক্ষীর এবং শীতলভোগ৷

 

এই তিথিতে রাতের ভোগে থাকে খিচুড়ি, মাছভাজা ও বলির মাংস৷ কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ নিশিপূজার আয়োজন করা হয় তারাপীঠে৷
এই তিথিতে রাতের ভোগে থাকে খিচুড়ি, মাছভাজা ও বলির মাংস৷ কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ নিশিপূজার আয়োজন করা হয় তারাপীঠে৷

Kaushiki Amavasya 2024: আজই সেই মাহেন্দ্রক্ষণ…! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু ‘এটি’, ভাগ্যের চাকা তো ঘুরবেই, মা তারার কৃপায় বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ!

আজই সেই মাহেন্দ্রক্ষণ৷ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যার এই দিনটি খুব গুরুত্ব পূর্ণ।পঞ্জিকা অনুসারে, ভাদ্রমাসে অমাবস্যা ২০২৪-এর ২ সেপ্টেম্বর পড়েছে। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর।
আজই সেই মাহেন্দ্রক্ষণ৷ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যার এই দিনটি খুব গুরুত্ব পূর্ণ।পঞ্জিকা অনুসারে, ভাদ্রমাসে অমাবস্যা ২০২৪-এর ২ সেপ্টেম্বর পড়েছে। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর।
 কৌশিকী অমাবস্যার এই দিনটি খুব বিশেষ বলে পরিচিত। তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয়ে থাকে৷ কারণ এই অমাবস্যাতেই একমাত্র স্বর্গ-মত্যের দুয়ার মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ।
কৌশিকী অমাবস্যার এই দিনটি খুব বিশেষ বলে পরিচিত। তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বলা হয়ে থাকে৷ কারণ এই অমাবস্যাতেই একমাত্র স্বর্গ-মত্যের দুয়ার মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ।
কৌশিকী অমাবস্যার দিনে এমন বিশেষ কিছু কাজ রয়েছে যা নিষ্ঠা মেনে করলে যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। এই দিন বাড়ি ঘর ভালভাবে পরিষ্কার করতে হবে। বাড়ির কোনও জায়গা যেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে সমস্যায় পড়বেন৷
কৌশিকী অমাবস্যার দিনে এমন বিশেষ কিছু কাজ রয়েছে যা নিষ্ঠা মেনে করলে যে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। এই দিন বাড়ি ঘর ভালভাবে পরিষ্কার করতে হবে। বাড়ির কোনও জায়গা যেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে সমস্যায় পড়বেন৷
যারা প্রতিটা কাজে বাধা পাচ্ছেন, তারা আজকের এই দিনটিকে কাজে লাগাতে পারেন৷ জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, এই রাত এমন কিছু কাজ করলে মুহূর্তে মধ্যে সমস্ত বাধা-বিপত্তি শেষ হয়ে যাবে৷ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
যারা প্রতিটা কাজে বাধা পাচ্ছেন, তারা আজকের এই দিনটিকে কাজে লাগাতে পারেন৷ জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন, এই রাত এমন কিছু কাজ করলে মুহূর্তে মধ্যে সমস্ত বাধা-বিপত্তি শেষ হয়ে যাবে৷ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
 কৌশিকী অমাবস্যার দিন সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালালে ভাল ফল পাবেন৷ প্রদীপ ইতিবাচক শক্তি ঘরে নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে৷
কৌশিকী অমাবস্যার দিন সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালালে ভাল ফল পাবেন৷ প্রদীপ ইতিবাচক শক্তি ঘরে নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে৷
এদিন একটি শুকনো নারকেল নিতে হবে, যাতে জল না থাকে৷ তারপর নারকেলের মাথার দিকটা একটু ফুটো করে তার ভিতরে চিনি ভর্তি করতে হবে এবং বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে এরকম স্থানে কোনও গাছের নিচে এই নারকেলটিকে পুঁতে দিতে হবে৷ তবে এটা যেন কেউ না দেখে তা দেখতে হবে৷
এদিন একটি শুকনো নারকেল নিতে হবে, যাতে জল না থাকে৷ তারপর নারকেলের মাথার দিকটা একটু ফুটো করে তার ভিতরে চিনি ভর্তি করতে হবে এবং বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে এরকম স্থানে কোনও গাছের নিচে এই নারকেলটিকে পুঁতে দিতে হবে৷ তবে এটা যেন কেউ না দেখে তা দেখতে হবে৷
 কৌশিকী অমাবস্যার দিন ভর সন্ধ্যায় একটি কুয়োতে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়োটি শুকনো থাকে এবং কুয়েতে যেন জল না থাকে।
কৌশিকী অমাবস্যার দিন ভর সন্ধ্যায় একটি কুয়োতে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়োটি শুকনো থাকে এবং কুয়েতে যেন জল না থাকে।
তবে এই কাজগুলি করার আগে সবার আগে লক্ষ্য রাখতে হবে কেউই যেন না দেখে৷ পুরো কাজটি সকলের নজর এড়িয়ে করতে হবে। এই উপায় অবলম্বন করলে যে কোনও কাজের বাধা দূর হবে। এবং মা তারা তুষ্ট হলেই সমস্ত বাধা-বিপত্তি শেষ হবে৷
তবে এই কাজগুলি করার আগে সবার আগে লক্ষ্য রাখতে হবে কেউই যেন না দেখে৷ পুরো কাজটি সকলের নজর এড়িয়ে করতে হবে। এই উপায় অবলম্বন করলে যে কোনও কাজের বাধা দূর হবে। এবং মা তারা তুষ্ট হলেই সমস্ত বাধা-বিপত্তি শেষ হবে৷
কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। আজ সকাল থেকেই উপচে পড়ঠে ভক্তদের ভিড়।
কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। আজ সকাল থেকেই উপচে পড়ঠে ভক্তদের ভিড়।

Kaushiki Amavasya at Tarapith: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তারা মায়ের পায়ে পুজো দেবেন রাশিয়া থেকে আসা সন্ন্যাসিনী

সৌভিক রায়, বীরভূম: ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তার কারণ কী! তার কারণ একটাই, এই অমাবস্যা তিথিতে কোনও ভক্ত যদি নিজের মনস্কামনা জানিয়ে মা তারার কাছে পুজো দেন তাহলে তাঁদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে! আর এই আশা নিয়েই অমাবস্যার দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে।এই বছর এই তীর্থক্ষেত্রে ভক্ত সমাগম কয়েক লক্ষ পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন মন্দির কমিটি থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা।

প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে দেশ-বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী এসে উপস্থিত হন।যেমন গত বছর দেখা গিয়েছিল সুদূর আমেরিকা, লন্ডন থেকে বহু সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করেছেন। আর এই বছরও রাশিয়া থেকে বিশ্বশান্তির কামনায়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সমাপ্তির আশায় তারাপীঠে এসে পৌঁছেছেন রাশিয়ার কন্যা।

আরও পড়ুন : আসছে কৌশিকী অমাবস্যা, ১ চামচ দুধ দিয়ে করুন এই কাজ! বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা

কৌশিকী অমাবস্যার দিন মা তারার কাছে বিশ্বশান্তির কামনায় পুজো দেবেন এই রুশ সন্ন্যাসিনী। তারাপীঠ মহাশ্মশানের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন।আগামী দিনেও আমেরিকা, গ্রেট ব্রিটেন থেকে সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হবেন। মূলত কৌশিক আমাবস্যা উপলক্ষে গত বছর থেকে দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও সাধু সন্ন্যাসীরা আসছেন। এই বছরও বজায় আছে সেই ধারা।

Kaushiki Amavasya 2024: জীবন বদলে দেবে সামান্য চিনি! কৌশিকী অমাবস্যার রাতে এই কাজটি ভুলবেন না, জানুন জ্যোতিষকথা

*ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি করতেই পারেন।
*কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি করতেই পারেন।
*জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
*জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
*অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু'টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
*অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
*কৌশিকী অমবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
*কৌশিকী অমবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
*একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Kaushiki Amavasya Dos & Donts: আসছে কৌশিকী অমাবস্যা! নিজের বিপদ না চাইলে ভুলেও করবেন না এই কাজগুলি

আগামী ২ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথিতে বলা হয় জোরালো এবং ভরা অমাবস্যা৷
আগামী ২ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথিতে বলা হয় জোরালো এবং ভরা অমাবস্যা৷

 

এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে৷ কিছু কাজ কোনও মতেই এই পুণ্যতিথিতে করবেন না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে৷ কিছু কাজ কোনও মতেই এই পুণ্যতিথিতে করবেন না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷

 

এই তিথিতে সংযম পালন করুন৷ গ্রহণ করুন নিরামিষ সাত্তিক আহার৷
এই তিথিতে সংযম পালন করুন৷ গ্রহণ করুন নিরামিষ সাত্তিক আহার৷

 

কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না৷
কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না৷

 

এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেনও না৷ চুলদাড়ি কাটবেন না৷
এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেনও না৷ চুলদাড়ি কাটবেন না৷

 

 গরমজলে জামাকাপড় কাচবেন না৷ ভিজে জামকাপড় সূর্যাস্তের পর খোল আকাশের নীচে রাখবেন না৷
গরমজলে জামাকাপড় কাচবেন না৷ ভিজে জামকাপড় সূর্যাস্তের পর খোল আকাশের নীচে রাখবেন না৷

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যপূর্ণ রাতে চলে তন্ত্রসাধনা! কী কী করবেন, কী ভুলেও নয়? না জানলে বড় ক্ষতি

*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*ইতিহাস বলে, সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা গুলি অবলম্বন করার পরামর্শ দেওইয়া হয়। সংগৃহীত ছবি।
*ইতিহাস বলে, সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা গুলি অবলম্বন করার পরামর্শ দেওইয়া হয়। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার দিন কোনওভাবেই আমিষ খাবার খাওয়া উচিত নয়। এতে নাকি শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্র মতে, এ দিন আমিষ খেলে জীবনে অমাবস্যার কালো ছায়া বা কুপ্রভাবের বিস্তার ঘটতে পারে। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*কৌশিকী অমাবস্যার দিন কোনওভাবেই আমিষ খাবার খাওয়া উচিত নয়। এতে নাকি শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্র মতে, এ দিন আমিষ খেলে জীবনে অমাবস্যার কালো ছায়া বা কুপ্রভাবের বিস্তার ঘটতে পারে। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির থেকে দূরে কোথাও না যাওয়াই ভাল। যদি বাড়ির বাইরে একান্তই যেতে হয়, তাহলে অবশ্যই তুলসী পাতা সঙ্গে রাখা উচিত। এই তুলসী পাতা সঙ্গে থাকলে তা নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে থাকে। তবে শাস্ত্র বলে, তুলসীপাতা অমাবস্যার দিন তুলতে নেই। ফলে আগের থেকেই এই পাতা তুলে রাখতে হবে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির থেকে দূরে কোথাও না যাওয়াই ভাল। যদি বাড়ির বাইরে একান্তই যেতে হয়, তাহলে অবশ্যই তুলসী পাতা সঙ্গে রাখা উচিত। এই তুলসী পাতা সঙ্গে থাকলে তা নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে থাকে। তবে শাস্ত্র বলে, তুলসীপাতা অমাবস্যার দিন তুলতে নেই। ফলে আগের থেকেই এই পাতা তুলে রাখতে হবে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার রাতে, মা তারাকে লাল রক্ত জবা ও সিঁদুর অর্পণ করা উচিত। এতে জীবনে সুফল পরিলক্ষিত হয়। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার রাতে, মা তারাকে লাল রক্ত জবা ও সিঁদুর অর্পণ করা উচিত। এতে জীবনে সুফল পরিলক্ষিত হয়। সংগৃহীত ছবি।
*অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে ১০৮টি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে ১০৮টি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।