মা তারা

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার প্রস্তুতি তুঙ্গে, আপনি তারাঠে যাচ্ছেন পবিত্র এই দিনে? জানুন বিপীস্তারিত

*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫'টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫’টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। পর্যটকদের সুবিধার্থে রামপুরহাটের মুনসভা মোড় থেকে তারাপীঠ পর্যন্ত বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানোর কাজ চলছে।
*ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। পর্যটকদের সুবিধার্থে রামপুরহাটের মুনসভা মোড় থেকে তারাপীঠ পর্যন্ত বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানোর কাজ চলছে।
*তারাপীঠের দ্বারকা নদীর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। আপনি চাইলে এই ঘাটে এসে স্নান করে তারপরে মা তারার পুজো দিতে পারে।
*তারাপীঠের দ্বারকা নদীর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। আপনি চাইলে এই ঘাটে এসে স্নান করে তারপরে মা তারার পুজো দিতে পারে।
*তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, আমাবস্যা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষীর পাশাপাশি থাকবে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
*তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, আমাবস্যা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষীর পাশাপাশি থাকবে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
*তারাপীঠ হোটেলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এ বছর তিনদিনের প্যাকেজ নয় আপনি চাইলে একদিন এসেও তারাপীঠ মন্দির দর্শন করতে পারবেন।
*তারাপীঠ হোটেলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এ বছর তিনদিনের প্যাকেজ নয় আপনি চাইলে একদিন এসেও তারাপীঠ মন্দির দর্শন করতে পারবেন।