কীর্তি আজাদ 

ধুতি-পাঞ্জাবি পরে নমিনেশন দাখিল করলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ 

পূর্ব বর্ধমান: পরনে ধুতি পাঞ্জাবি, গলায় উত্তরীয়! মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় একেবারে বাঙালি সাজে ধরা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জোড়া ফুল প্রার্থী কীর্তি আজাদ।

এদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে জেলাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন কীর্তি আজাদ। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

নাম ঘোষণার পর থেকেই নিজের কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাতে দেখা গিয়েছে তাঁকে। এবার বাঙালি পোশাকে মনোনয়ন জমা দিলেন তিনি। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে একঝাঁক কর্মী সমর্থক।

আরও পড়ুন- বইছে লু..! চাঁদিফাটা গরমের মাঝে বড় খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যা হতে চলেছে

মঙ্গলবার সকালে সাদা ধুতি, মেরুন পাঞ্জাবি পরে প্রথমে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরের পূজা দেন কীর্তি আজাদ। এর পর রওনা দেন বর্ধমান টাউন হল ময়দানে। তার পর সেখান থেকে যান মনোনয়নপত্র জমা দিতে।

এদিন কীর্তি আজাদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে কীর্তি আজাদ বলেন, “আপনারা জনগণের উৎসাহ দেখতেই পাচ্ছেন। আমার র‍্যালিতে মানুষ প্রচুর ভালবাসা দিয়েছে। বর্ধমান দুর্গাপুরে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সমস্ত কর্মী সমর্থক নেতারা মিলে একসঙ্গে কাজ করছে। আমার কাছে এটা কোনও শক্ত প্রতিযোগিতাই নয়।”

মঙ্গলবার কীর্তি আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিল অগণিত তৃণমূল কর্মী ও সমর্থকরা। কীর্তি আজাদের নাম ও ছবি দেওয়ার টি-শার্ট পরে পদযাত্রায় শামিল হতে দেখা যায় অনেক সমর্থককে।

পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে মহিলা সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। বেশ কিছু মহিলা তৃণমূল সমর্থকদের দেখা যায় এক বিশেষ ধরনের শাড়ি পরেকর্মসূচিতে পা মেলাতে।

আরও পড়ুন- ইউসুফ পাঠান কত টাকার মালিক? বছরে কত রোজগার? কতদূর পড়াশোনা? হলফনামায় বিরাট চমক

প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নিজের কেন্দ্রীয় বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কখনও তাঁকে দেখা গিয়েছে ল্যাংচা ভাজতে, কখনও বা ক্রিকেট খেলতে।

কখনও আবার তরুণ ক্রিকেটারদের টিপস দিতেও শোনা গিয়েছে তাঁকে। আর এবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে, ধুতি পাঞ্জাবি উত্তরীয় পরে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুরের জোড়া ফুল প্রার্থী কীর্তি আজাদ।

বনোয়ারীলাল চৌধুরী