Kissing and STI: চুম্বন থেকেও ছড়াতে পারে সংক্রমণ? কোন কোন রোগের থাকে সম্ভাবনা…জেনে নিন নিরসনের উপায়

জীবনের রোমান্টিক মহূর্তগুলোর অন্যতম হল চুম্বন৷ তবে, অনেকের মনেই চুম্বন নিয়ে প্রায়শই নানা প্রশ্ন থাকে, যে গুলির উত্তর জানা হয়ে ওঠে না প্রশ্নের উপযুক্ত উত্তর দেওয়ার মতো মানুষ না থাকার অভাবে৷
জীবনের রোমান্টিক মহূর্তগুলোর অন্যতম হল চুম্বন৷ তবে, অনেকের মনেই চুম্বন নিয়ে প্রায়শই নানা প্রশ্ন থাকে, যে গুলির উত্তর জানা হয়ে ওঠে না প্রশ্নের উপযুক্ত উত্তর দেওয়ার মতো মানুষ না থাকার অভাবে৷
ঠিক তেমনই একটি প্রশ্ন হল, চুম্বন থেকে কি কোনও সংক্রামক ব্যধি ছড়াতে পারে? চুম্বনের ফলে কি আমরা উল্টোদিকের মানুষের শরীরে থাকা কোনও ব্যধির দ্বারা সংক্রামিত হতে পারি? মূলত, এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আমরা৷
ঠিক তেমনই একটি প্রশ্ন হল, চুম্বন থেকে কি কোনও সংক্রামক ব্যধি ছড়াতে পারে? চুম্বনের ফলে কি আমরা উল্টোদিকের মানুষের শরীরে থাকা কোনও ব্যধির দ্বারা সংক্রামিত হতে পারি? মূলত, এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আমরা৷
ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক ডাঃ আন্তোনিয়া নিয়া জানাচ্ছেন, শুধুমাত্র যৌন সংসর্গই নয়, কেবলমাত্র চুম্বনেপ মাধ্যমেও এসটিআই ছড়াতে পারে৷ তবে, তা এড়িয়ে যাওয়ারও উপায় রয়েছে৷ অতএব, আপনার জানা দরকার, ঠিক কোন অবস্থায় এই সমস্ত রোগ হয়৷
ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক ডাঃ আন্তোনিয়া নিয়া জানাচ্ছেন, শুধুমাত্র যৌন সংসর্গই নয়, কেবলমাত্র চুম্বনেপ মাধ্যমেও এসটিআই ছড়াতে পারে৷ তবে, তা এড়িয়ে যাওয়ারও উপায় রয়েছে৷ অতএব, আপনার জানা দরকার, ঠিক কোন অবস্থায় এই সমস্ত রোগ হয়৷
হারপিস- ডাঃ আন্তোনিয়া জানাচ্ছেন, চুম্বনের সময় লালারসের মাধ্যমে দু’টি শরীরে অন্ততপক্ষে ১০ লক্ষ ব্যাকটেরিয়ার আদানপ্রদান হতে পারে৷ যার মধ্যে বেশিরভাগই আমাদের কোনও ক্ষতি করে না৷ তবে এমন কিছু আণুবিক্ষণীক জীবাণুও এই সময় আদানপ্রদান হতে পারে, যা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে৷ যেমন, চুম্বনের সময়, হারপিস ভাইরাস HSV 1 এবং HSV 2 সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এতে ইনফেকশন হলে মুখে ফোসকা বা ক্ষত দেখা দেয়।
হারপিস- ডাঃ আন্তোনিয়া জানাচ্ছেন, চুম্বনের সময় লালারসের মাধ্যমে দু’টি শরীরে অন্ততপক্ষে ১০ লক্ষ ব্যাকটেরিয়ার আদানপ্রদান হতে পারে৷ যার মধ্যে বেশিরভাগই আমাদের কোনও ক্ষতি করে না৷ তবে এমন কিছু আণুবিক্ষণীক জীবাণুও এই সময় আদানপ্রদান হতে পারে, যা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে৷ যেমন, চুম্বনের সময়, হারপিস ভাইরাস HSV 1 এবং HSV 2 সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এতে ইনফেকশন হলে মুখে ফোসকা বা ক্ষত দেখা দেয়।
CMV- চুম্বনের মাধ্যমে সাইটোমেগালোভাইরাস (CMV) সংক্রমণের ঝুঁকি থাকে। লালা, প্রস্রাব, রক্ত, বীর্য, সার্ভিকাল নিঃসরণ, বুকের দুধ ইত্যাদির মাধ্যমে সিএমভি সংক্রমণ ঘটতে পারে। এই সংক্রমণে জ্বর, ক্লান্তি, মাংসপেশিতে ক্র্যাম্প, গলা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
CMV- চুম্বনের মাধ্যমে সাইটোমেগালোভাইরাস (CMV) সংক্রমণের ঝুঁকি থাকে। লালা, প্রস্রাব, রক্ত, বীর্য, সার্ভিকাল নিঃসরণ, বুকের দুধ ইত্যাদির মাধ্যমে সিএমভি সংক্রমণ ঘটতে পারে। এই সংক্রমণে জ্বর, ক্লান্তি, মাংসপেশিতে ক্র্যাম্প, গলা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
Epstein Barr Virus- Epstein Barr Virus (EBV) ভাইরাস সংক্রমণ চুম্বন, যৌন কার্যকলাপ, কাশি, হাঁচি, অন্যের টুথব্রাশ ব্যবহার ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে। এমনকি চুম্বনের মাধ্যমেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। গলা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি সমস্যা হতে পারে।
Epstein Barr Virus- Epstein Barr Virus (EBV) ভাইরাস সংক্রমণ চুম্বন, যৌন কার্যকলাপ, কাশি, হাঁচি, অন্যের টুথব্রাশ ব্যবহার ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে। এমনকি চুম্বনের মাধ্যমেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। গলা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি সমস্যা হতে পারে।
সিফিলিস- সিফিলিস একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা বিভিন্ন মাধ্যমে ঘটতে পারে। এটি অবশ্যই যৌন মিলনের কারণে ঘটে, তবে গভীর চুম্বনের পরেও সিফিলিসের সমস্যা হতে পারে।
সিফিলিস- সিফিলিস একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা বিভিন্ন মাধ্যমে ঘটতে পারে। এটি অবশ্যই যৌন মিলনের কারণে ঘটে, তবে গভীর চুম্বনের পরেও সিফিলিসের সমস্যা হতে পারে।
MPox- MPox গুটিবসন্তের মতো। যে কোনও ধরনের শারীরিক সংস্পর্শে এই রোগ হতে পারে, তবে শুধু একটি গভীর চুম্বন করলেও এই রোগ হতে পারে।
MPox- MPox গুটিবসন্তের মতো। যে কোনও ধরনের শারীরিক সংস্পর্শে এই রোগ হতে পারে, তবে শুধু একটি গভীর চুম্বন করলেও এই রোগ হতে পারে।
ডাঃ আন্তোনিয়া বলেছেন, শুধুমাত্র চুম্বনের মাধ্যমে নিশ্চিতভাবে এসটিআই বা সংক্রমণের খুব ঝুঁকি কম থাকে৷ কারণ অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে যা প্রত্যেকের মধ্যে থাকে, যার প্রভাব খুবই সামান্য। কিন্তু যদি আপনি একটি অন্তরঙ্গ (মৌখিক) সম্পর্ক থাকার পাশাপাশি চুম্বন করেন তবে চুম্বনের সময় সংক্রমণের ঝুঁকি বাড়ে। সবচেয়ে বেশি জরুরি মুখের ভিতরের স্বাস্থ্য বজায় রাখা৷ ভাল করে নিয়মিত দাঁত মাজা৷ প্রয়োজনে মাউথওয়াশ দিয়ে কুলকুচি করা৷ দাঁত ও মাড়ি সুস্থ রাখা৷
ডাঃ আন্তোনিয়া বলেছেন, শুধুমাত্র চুম্বনের মাধ্যমে নিশ্চিতভাবে এসটিআই বা সংক্রমণের খুব ঝুঁকি কম থাকে৷ কারণ অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে যা প্রত্যেকের মধ্যে থাকে, যার প্রভাব খুবই সামান্য। কিন্তু যদি আপনি একটি অন্তরঙ্গ (মৌখিক) সম্পর্ক থাকার পাশাপাশি চুম্বন করেন তবে চুম্বনের সময় সংক্রমণের ঝুঁকি বাড়ে। সবচেয়ে বেশি জরুরি মুখের ভিতরের স্বাস্থ্য বজায় রাখা৷ ভাল করে নিয়মিত দাঁত মাজা৷ প্রয়োজনে মাউথওয়াশ দিয়ে কুলকুচি করা৷ দাঁত ও মাড়ি সুস্থ রাখা৷