অশান্ত বাংলাদেশ

Bangladesh: ‘প্রতিবাদের’ দেশ, জ্বলছে বাংলাদেশ! ফের একের পর মৃত্যু, একটিই দাবি ‘হাসিনার পদত্যাগ’!

ঢাকা: ফের অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ। এক দফা দাবিতে রবিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। ঘোষিত এই কর্মসূচির প্রভাব রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ জুড়েই দেখা যাচ্ছ। স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন। যানবাহনের মধ্য রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা যা একটু চলছে। এরই মধ্যে চলছে নানান জায়গায় সংঘর্ষ। মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর। আহত হয়েছেন শতাধিক।

নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় সকালে অন্তত তিনটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ফলে এসব কারখানার পাশাপাশি আশপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিসিক শিল্পনগরের দিকে আন্দোলনকারীরা গেলে সেখানকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সেখানকার মালিক সমিতি।

আরও পড়ুন: মাছ মানে বাঙালি, কিন্তু ভারতের সবচেয়ে বড় মাছের বাজার পশ্চিমবঙ্গেই না! তাহলে কোথায়? শুনে চমকে উঠবেন নিশ্চয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড় হচ্ছেন। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী চন্দ্রা ত্রিমোড় এলাকায় যায় এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। উঠছে সরকারের পদত্যাগের দাবি।