পার্টিতে অচেনা ব্যক্তিকে 'নির্দোষ' চুম্বনের পর বিকট রোগে আক্রান্ত তরুণী! চৌপট হতে চলেছে তাঁর জীবন?

Kissing Disease: পার্টিতে অচেনা ব্যক্তিকে ‘নির্দোষ’ চুম্বনের পর বিকট রোগে আক্রান্ত তরুণী! চৌপট হতে চলেছে তাঁর জীবন?

পার্টিতে (party) 'নির্দোষ' চুম্বনের (Kissing Disease) পরেই শরীরে এ কীসের লক্ষণ? এ কী সর্বনাশ হল! হাসপাতালে ভর্তি করানো হল তরুণীকে। কী করে সম্ভব এমন অদ্ভুত ঘটনা? জানা গিয়েছে, গল্প নয় একেবারে সত্যি! কারণ জানলে চমকাবেন আপনিও।
পার্টিতে (party ‘নির্দোষ’ চুম্বনের (Kissing Disease) পরেই শরীরে এ কীসের লক্ষণ? এ কী সর্বনাশ হল! হাসপাতালে ভর্তি করানো হল তরুণীকে। কী করে সম্ভব এমন অদ্ভুত ঘটনা? জানা গিয়েছে, গল্প নয় একেবারে সত্যি! কারণ জানলে চমকাবেন আপনিও।
২২ বছরের সেই তরুণী সাংবাদিকতায় গ্র্যাজুয়েট হয়েছিলেন সদ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লাসগোর এক বিশ্ববিদ্যালয় থেকে। এর পরেই ঘোর অন্ধকার নেমে আসল সিঙ্গলটন নেভ ম্যাকরাভি নামে সেই তরুণীর জীবনে। এতদিন বান্ধবীদের সঙ্গেই পার্টিতে যেতেন তিনি। প্রথমবার গেলেন অন্য এক ডান্স ফ্লোরে। সেখানেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে  চুমু খেয়ে ফেলেন তিনি।
২২ বছরের সেই তরুণী সাংবাদিকতায় গ্র্যাজুয়েট হয়েছিলেন সদ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লাসগোর এক বিশ্ববিদ্যালয় থেকে। এর পরেই ঘোর অন্ধকার নেমে আসল সিঙ্গলটন নেভ ম্যাকরাভি নামে সেই তরুণীর জীবনে। এতদিন বান্ধবীদের সঙ্গেই পার্টিতে যেতেন তিনি। প্রথমবার গেলেন অন্য এক ডান্স ফ্লোরে। সেখানেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে চুমু খেয়ে ফেলেন তিনি।
এর পর ভুলেও যান। সমস্যা দেখা দেয় পরের দিন সকালে। এ কী! গলায় বিকট ব্যথা! ঢোক গিলতে পারছেন না এত যন্ত্রণা। এর পরই ডাক্তারের কাছে যান নেভ। ওষুধ এনে খান, কিন্তু লাভ হয় না। জ্বর আসে তুমুল। সঙ্গে টনসিল ফোলার মতো ব্যথায় কাবু হয়ে যান তরুণী।
এর পর ভুলেও যান। সমস্যা দেখা দেয় পরের দিন সকালে। এ কী! গলায় বিকট ব্যথা! ঢোক গিলতে পারছেন না এত যন্ত্রণা। এর পরই ডাক্তারের কাছে যান নেভ। ওষুধ এনে খান, কিন্তু লাভ হয় না। জ্বর আসে তুমুল। সঙ্গে টনসিল ফোলার মতো ব্যথায় কাবু হয়ে যান তরুণী।
কলেজ পাশের উদযাপনের আনন্দ মাটি হয়ে গিয়েছে ততক্ষণে। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। তিন সপ্তাহ হাসপাতালেই কাটাতে হয় তাঁকে। আফসোস করছেন নেভ। নিজেই জানান, অচেনা ব্যক্তিকে চুমু খাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। 

Antibiotics খাওয়ার পরেও তাঁর জ্বর নামেনি, সঙ্গে বমি, মাথা যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে যান।
কলেজ পাশের উদযাপনের আনন্দ মাটি হয়ে গিয়েছে ততক্ষণে। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। তিন সপ্তাহ হাসপাতালেই কাটাতে হয় তাঁকে। আফসোস করছেন নেভ। নিজেই জানান, অচেনা ব্যক্তিকে চুমু খাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। Antibiotics খাওয়ার পরেও তাঁর জ্বর নামেনি, সঙ্গে বমি, মাথা যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে যান।
আমোদে-আনন্দে জীবনটা কাটাতে ভালবাসেন তিনি। তবে পুরুষদের সঙ্গে এমন বেপরোয়া হয়ে ওঠা এই প্রথম বলে জানান নিভ। আর এমন কিছুই করেননি, সাধারণ এক চুম্বন যে এ ভাবে কাল হয়ে দাঁড়াবে তাঁর জীবনে...ভাবতেই পারছেন না!
আমোদে-আনন্দে জীবনটা কাটাতে ভালবাসেন তিনি। তবে পুরুষদের সঙ্গে এমন বেপরোয়া হয়ে ওঠা এই প্রথম বলে জানান নিভ। আর এমন কিছুই করেননি, সাধারণ এক চুম্বন যে এ ভাবে কাল হয়ে দাঁড়াবে তাঁর জীবনে…ভাবতেই পারছেন না!
তরুণীকে চিকিৎসকরা জানান, তিনি এক বিরল অসুখে আক্রান্ত। যাকে বলে, চুম্বন রোগ বা kiss disease. এই রোগে এক ভাইরাসের সংক্রমণ হয় লালার মাধ্যমে। এক সপ্তাহ থেকে ৭ মাস অবধি এই ভাইরাস ভোগাতে পারে। এমনকি এই অসুখ থেকে ক্যানসারের ঝুঁকিও থাকে।
তরুণীকে চিকিৎসকরা জানান, তিনি এক বিরল অসুখে আক্রান্ত। যাকে বলে, চুম্বন রোগ বা kiss disease. এই রোগে এক ভাইরাসের সংক্রমণ হয় লালার মাধ্যমে। এক সপ্তাহ থেকে ৭ মাস অবধি এই ভাইরাস ভোগাতে পারে। এমনকি এই অসুখ থেকে ক্যানসারের ঝুঁকিও থাকে।
(NHS) এনএইচএস-এর মতে, গ্ল্যান্ডুলার জ্বর হল একটি ভাইরাল সংক্রমণ যা বেশিরভাগই কিশোর এবং অল্প বয়স্কদের প্রভাবিত করে যার মধ্যে গলা ব্যথা এবং চরম ক্লান্তির মতো লক্ষণ রয়েছে। লালা দ্বারা ছড়ানোর কারণে 'চুম্বন রোগ'ও বলা হয়, এই অসুস্থতা এপস্টাইন-বার ভাইরাস Epstein-Barr virus (EBV) দ্বারা সৃষ্ট হয়। আমেরিকায় এই রোগ mononucleosis নামে পরিচিত।
(NHS) এনএইচএস-এর মতে, গ্ল্যান্ডুলার জ্বর হল একটি ভাইরাল সংক্রমণ যা বেশিরভাগই কিশোর এবং অল্প বয়স্কদের প্রভাবিত করে যার মধ্যে গলা ব্যথা এবং চরম ক্লান্তির মতো লক্ষণ রয়েছে। লালা দ্বারা ছড়ানোর কারণে ‘চুম্বন রোগ’ও বলা হয়, এই অসুস্থতা এপস্টাইন-বার ভাইরাস Epstein-Barr virus (EBV) দ্বারা সৃষ্ট হয়। আমেরিকায় এই রোগ mononucleosis নামে পরিচিত।
নেভের আইভি (IV Treatment) চলে দীর্ঘ সময়। তাতেই ধীরে ধীরে শুকিয়ে যাওয়া শরীরে ফিরে আসে হাইড্রেশন। তরুণ প্রজন্মের কাছে তাঁর পরামর্শ, "অচেনা ব্যক্তিকে হুটহাট চুমু খেয়ে ফেলো না কেউ! নাহলে আমার মতো পস্তাবে।"
নেভের আইভি (IV Treatment) চলে দীর্ঘ সময়। তাতেই ধীরে ধীরে শুকিয়ে যাওয়া শরীরে ফিরে আসে হাইড্রেশন। তরুণ প্রজন্মের কাছে তাঁর পরামর্শ, “অচেনা ব্যক্তিকে হুটহাট চুমু খেয়ে ফেলো না কেউ! নাহলে আমার মতো পস্তাবে।”