CSK vs KKR match : ব্যাটে, বলে কমপ্লিট টিম গেমে প্রথম ম্যাচে চেন্নাই এক্সপ্রেসকে থামাল কেকেআর

কেকেআর জয়ী ৬ উইকেটে

#মুম্বই: প্রথম ইনিংস শেষ হওয়ার পর চেন্নাই যখন ১৩২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল নাইটদের সামনে তখন মনে হয়েছিল কিছুটা হলেও লড়াই হবে। কারণ এই পিচ নতুন। ১৮০-১৯০ রান নয়, এই পিচে ১৫০-১৬০ লড়াই করার মতো রান, বলছিলেন রবি শাস্ত্রী। কিন্তু কেকেআর আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার মিলে মসৃণ শুরু করলেন। ভেঙ্কটেশ ১৬ করে আউট হলেন ব্রাভোর বলে। ক্যাচ নিলেন ধোনি।

অধিনায়ক শ্রেয়স আইয়ার পছন্দ করেন তিন নম্বরে খেলতে। কিন্তু এদিন তিনি জায়গাটা ছেড়ে দিলেন নীতিশ রানাকে। যার অন্যতম কারণ স্যানটনার এবং রবীন্দ্র জাদেজা দুজন বাঁহাতি স্পিনার থাকায়। রানা লুজ বল পেলে মাঠের বাইরে পাঠালেন। স্কোরবোর্ড চালু রাখলেন। কিন্তু শেষপর্যন্ত ব্রাভোর বলে রাইডুর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন (২১)। দশ ওভারে কেকেআরের রান ছিল ৭৬/২।

এলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। স্যানটনার ফিরিয়ে দিলেন রাহানেকে। অর্ধশত রান থেকে মাত্র ৬ রান দূরে থামলেন রাহানে। তবে এদিন যথেষ্ট ভরসা দিলেন। যারা তার ক্রিকেট ক্যারিয়ার শেষ ঘোষণা করে দিয়েছেন, আজকের ইনিংস কিছুটা হলেও বার্তা দিলেন রাহানে। স্যাম বিলিংস এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার মিলে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

কিন্তু বল থেমে থেমে আসছিল। শট খেলা সহজ ছিল না। বাউন্ডারি আসছিল না। প্রয়োজন ছিল না যদিও। শুধু স্কোরবোর্ড চালু রাখলেই লক্ষ্যে পৌঁছে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। বিলিংস এবং শ্রেয়স সেই চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত জিতেই আইপিএল অভিযান শুরু করল কেকেআর। ফাইনাল হারের বদলা বলা না গেলেও, চেন্নাইকে হারিয়ে কিছুটা স্বস্তি পাওয়া গেল।

শেষদিকে বিলিংস কিছু বড় শট মারলেন। বিলিংস ২৫ করে ফিরে গেলেও ততক্ষণে কেকেআরের জয় নিশ্চিত হয়ে গিয়েছে।উইকেটে ধোনি এবং রবীন্দ্র জাদেজা যখন আছেন, ঝড়ের গতিতে রান উঠবে এমনটাই ধরা হয়। কিন্তু হল উল্টো। একের পর এক ডট বল করে গেল নারিন, রাসেলরা। শেষ তিন ওভারে কিছুটা আক্রমণ করল চেন্নাই। তিনটে বাউন্ডারি মারলেন ধোনি। কিন্তু জাদেজা টাইমিং করতে পারছিলেন না।

ডেথ ওভারে মাভি খেই হারিয়ে লুজ বল করলেন। ১৫ রান দিলেন ধোনিকে।বুড়ো হাড়ে সিএসকের রান যতটুকু বাড়ল ধোনির জন্য। আন্দ্রে রাসেল জঘন্য বল করলেন শেষ ওভারে।দুরন্ত অর্ধশতরান করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।