Tag Archives: CSK vs KKR

KKR: ‘রাসেল – নারিন হাঁটাও, কলকাতা বাঁচাও’, টানা ব্যর্থতায় শাহরুখের দলের ওপর বিরক্ত সবাই

কলকাতা: অত্যন্ত খারাপ, জঘন্য, দায়িত্বজ্ঞানহীন, কোন বিশেষণ দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স বিচার করা যায় বোঝা কঠিন। দলের সবচেয়ে অভিজ্ঞ যে দুজন বিদেশি তারা টানা ব্যর্থ। ধারাবাহিকতার অভাব। চার জন বিদেশি খেলানো যায় আইপিএলে। কলকাতা দলে সুনীল নারিন খেলবেনই। তাঁকে বাদ দিয়ে দল গড়া হয় না। কিন্তু এক সময়ের বিস্ময়ের স্পিনার এখন আর কোনও রহস্য নন।

রবিবার এমন অবস্থা হল যে তাঁকে চার ওভার বল করানোই গেল না। দু’ওভারে ২৩ রান দিলেন তিনি। ওপেন করতে পাঠানো হয়েছিল নারিনকে। কিন্তু সেখানেও ব্যর্থ তিনি। তিন বলে শূন্য রান করে আউট হয়ে যান। বোল্ড হন আকাশের বলে। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে এক ওভারে ১৭ রান দিলেন রাসেল। ব্যাট করতে নেমে ৬ বলে করলেন ৯ রান।

শুধু চেন্নাই ম্যাচই নয়, এবারের আইপিএলে একের পর এক ম্যাচে রান নেই রাসেলের ব্যাটে। কলকাতার চার বিদেশির মধ্যে দু’জন ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ায় চাপে পড়ে যাচ্ছে দল। আসলে এই দুজন ক্যারিবিয়ান কিংবদন্তি নিঃসন্দেহে তাদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। আইপিএলের মত কঠিন টুর্নামেন্টে পারফর্ম করার মতো ফিটনেস এবং শক্তি কমেছে তাদের। এটা দেখেও দেখছে না কেকেআর ম্যানেজমেন্ট।

পোলার্ড একসময় ছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা শক্তি। তাকে এখন দলের কোচিং স্টাফের দায়িত্ব দিয়ে টিম ডেভিড এবং ক্যামেরণ গ্রিনকে নিয়ে এসেছে মুম্বই। এখানেই পিছিয়ে পড়েছে কেকেআর। শাহরুখ খানের দলের দক্ষিণ ভারতীয় সিইও ক্রিকেটের কিছুই বোঝেন না। বছরের পর বছর শুধু তার চাকরি থেকে যায়।

সমর্থকদের হতাশ হতে হয়। কয়েকজন নিম্নমানের ক্রিকেটার নিয়ে সন্তুষ্ট হয়ে যায় কেকেআর। এটাই হয় বছরের পর বছর। কেউ প্রতিবাদ করার নেই, কেউ মুখের উপর বলার নেই। শাহরুখ খান সময় পান না ব্যস্ত থাকার কারণে। দলের অন্য মালিক জুহি চাওলার স্বামী হয়তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তাদের কাছে ক্রিকেট বছরের দেড় মাসের বিনোদন।

কিন্তু কলকাতার মানুষের কাছে সেটা আবেগ। সেই আবেগে ধাক্কা লাগছে বারবার। শহরের নাম বদনাম হচ্ছে। তাই চেন্নাইয়ের কাছে হারের পর শহরের ক্রিকেটপ্রেমীরা বলছেন, ‘ রাসেল, নারিন হাঁটাও – কলকাতা বাঁচাও’। তাদের এই দাবি একেবারেই ন্যায্য।

Dhoni: বিদায়বেলায় কলকাতাকে শেষ ধন্যবাদ ধোনির! কেকেআরের বেগুনি জার্সিতে মাঠে আসতে বললেন

কলকাতা: রবিবার হয়তো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শেষবার নিজের পেশাদার ক্রিকেট জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আজ শুধু তার জন্যই ইডেনের বেশিরভাগটা ছিল হলুদ জার্সিতে ভরা। ৮ থেকে ৮০ আজ বেশিরভাগ মানুষ মাঠে গিয়েছিলেন শুধুমাত্র ধোনিকে দেখতে শেষবার মাঠে খেলার জন্য।

জিতেই মাঠ ছাড়লেন চেন্নাই অধিনায়ক। শাহরুখ খানের কেকেআরকে দাপটের সঙ্গেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৪৯ রানে জয় সেটাই প্রমাণ করে। ম্যাচ শেষে ধোনি বলে গেলেন, ‘ কলকাতাকে ধন্যবাদ জানাব। আমার জন্য বেশিরভাগ মানুষ আজ হলুদ জার্সি পরে মাঠে এসেছেন। এটা দারুন ব্যাপার। তবে আমি তাদের অনুরোধ জানাব পরের বার কেকেআরের বেগুনি জার্সি পড়েও মাঠে আসতে।

আমি সত্যি মোহিত। কলকাতার মানুষদের মন থেকে ধন্যবাদ বলছি। আসলে মহেন্দ্র সিং ধোনি একটা আবেগের নাম। ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটে আইসিসি পুরস্কার জিতেছেন। শুধু পরিসংখ্যান দিয়ে তাকে মাপা যায় না। ধোনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানেই যান মানুষ এক অমোঘ আকর্ষনে তার পিছনে পিছনে যান।

এই ইডেনে অতীতে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচ খেলেছেন মাহি। আজ খেললেন আইপিএল জীবনের শেষ ম্যাচ। কলকাতার মানুষ তাকে সম্মান জানাবেন সেটাই স্বাভাবিক। দাদার শহরেও ধোনির ভালোবাসার মানুষের যে অভাব নেই। প্রমাণ করে দিয়েছে সুপার সানডের ইডেন।

Dhoni: কলকাতায় ধোনির শেষ ম্যাচ ! ইডেনে টিকিটের হাহাকার কেকেআর বনাম চেন্নাই ঘিরে

কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স হয়তো আর ফিরবেন না তিনি। মহেন্দ্র সিং ধোনি সম্ভবত কলকাতায় শেষ ম্যাচ খেলতে চলেছেন রবিবার। রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই। শুক্রবার শহরে ফিরেছেন নীতীশ রানারা। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যত না আগ্রহ, তার চেয়ে বেশি উন্মাদনা ধোনিকে ঘিরে।

ক্রিকেট জনতা মোটামুটি ধরেই নিয়েছে, এটাই হয়তো কলকাতায় মাহির শেষ ম্যাচ। কারণ, ধোনি সম্ভবত এই আইপিএলের পর দস্তানা জোড়া পাকাপাকিভাবে তুলে রাখবেন। তার উপর শেষ হচ্ছে রমজান। খুশির ঈদ কলকাতার ক্রিকেটপ্রেমীদের আরও বেশি ইডেনমুখী করে তুলেছে। স্কুলে আগাম ছুটিও পড়েছে গ্রীষ্মের কারণে।

ফলে ধোনির ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার শহর জুড়ে। হাসি ফুটেছে কালোবাজারিদের। সর্বনিম্ন ৭৫০ টাকার টিকিট বিকোচ্ছে ৩ হাজার, ৪ হাজার টাকায়। তাতেও পাওয়া যাচ্ছে না।

 

 

আরও দেখুন

আরও দেখুন

 

যা দেখে অনেকে বলছেন, ভারত-পাকিস্তান কিংবা ইডেনে সৌরভ বনাম নাইটদের ম্যাচের থেকে টিকিটের চাহিদা এবার কোনও অংশে কম নয়। মাথায় হাত সিএবি কর্তাদের। কারণ, চাহিদার তুলনায় টিকিট অপ্রতুল।

 

ইডেনের যা দর্শকাসন, তার ১৫ শতাংশ কেকেআরের থেকে টিকিট পায় বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। এর মধ্যে থেকেই অনুমোদিত ক্লাব, বিশ্ববিদ্যালয়, অ্যাপেক্স কমিটির সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে টিকিট দিতে হচ্ছে সিএবিকে। ফলে অনেকেরই চাহিদা মেটানো যাচ্ছে না। ফলে অসন্তোষ বাড়ছে। বাড়ছে ক্ষোভও।

সিএবি’র বেশ কিছু সদস্যের অভিযোগ, টিকিট বণ্টনের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে না বলেই সমস্যা। তবে তা মানতে রাজি নন সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি বললেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আমরা টিকিট বণ্টন করি। তাই সমস্যা হয় না। আইপিএলে টিকিট বণ্টনের দায়িত্ব কেকেআরের। মাত্র ১৫ শতাংশ টিকিট পায় সিএবি।

তার মধ্যে থেকে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। এখন দেখার কলকাতার ক্রিকেট ধোনি দর্শনে কতটা সফল হন। তবে ছুটির দিন রবিবার ইডেনে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ ঘিরে যথেষ্ট ভিড় হবে সেটা আন্দাজ করাই যায়।

CSK vs KKR match : ব্যাটে, বলে কমপ্লিট টিম গেমে প্রথম ম্যাচে চেন্নাই এক্সপ্রেসকে থামাল কেকেআর

কেকেআর জয়ী ৬ উইকেটে

#মুম্বই: প্রথম ইনিংস শেষ হওয়ার পর চেন্নাই যখন ১৩২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল নাইটদের সামনে তখন মনে হয়েছিল কিছুটা হলেও লড়াই হবে। কারণ এই পিচ নতুন। ১৮০-১৯০ রান নয়, এই পিচে ১৫০-১৬০ লড়াই করার মতো রান, বলছিলেন রবি শাস্ত্রী। কিন্তু কেকেআর আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার মিলে মসৃণ শুরু করলেন। ভেঙ্কটেশ ১৬ করে আউট হলেন ব্রাভোর বলে। ক্যাচ নিলেন ধোনি।

অধিনায়ক শ্রেয়স আইয়ার পছন্দ করেন তিন নম্বরে খেলতে। কিন্তু এদিন তিনি জায়গাটা ছেড়ে দিলেন নীতিশ রানাকে। যার অন্যতম কারণ স্যানটনার এবং রবীন্দ্র জাদেজা দুজন বাঁহাতি স্পিনার থাকায়। রানা লুজ বল পেলে মাঠের বাইরে পাঠালেন। স্কোরবোর্ড চালু রাখলেন। কিন্তু শেষপর্যন্ত ব্রাভোর বলে রাইডুর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন (২১)। দশ ওভারে কেকেআরের রান ছিল ৭৬/২।

এলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। স্যানটনার ফিরিয়ে দিলেন রাহানেকে। অর্ধশত রান থেকে মাত্র ৬ রান দূরে থামলেন রাহানে। তবে এদিন যথেষ্ট ভরসা দিলেন। যারা তার ক্রিকেট ক্যারিয়ার শেষ ঘোষণা করে দিয়েছেন, আজকের ইনিংস কিছুটা হলেও বার্তা দিলেন রাহানে। স্যাম বিলিংস এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার মিলে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

কিন্তু বল থেমে থেমে আসছিল। শট খেলা সহজ ছিল না। বাউন্ডারি আসছিল না। প্রয়োজন ছিল না যদিও। শুধু স্কোরবোর্ড চালু রাখলেই লক্ষ্যে পৌঁছে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। বিলিংস এবং শ্রেয়স সেই চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত জিতেই আইপিএল অভিযান শুরু করল কেকেআর। ফাইনাল হারের বদলা বলা না গেলেও, চেন্নাইকে হারিয়ে কিছুটা স্বস্তি পাওয়া গেল।

শেষদিকে বিলিংস কিছু বড় শট মারলেন। বিলিংস ২৫ করে ফিরে গেলেও ততক্ষণে কেকেআরের জয় নিশ্চিত হয়ে গিয়েছে।উইকেটে ধোনি এবং রবীন্দ্র জাদেজা যখন আছেন, ঝড়ের গতিতে রান উঠবে এমনটাই ধরা হয়। কিন্তু হল উল্টো। একের পর এক ডট বল করে গেল নারিন, রাসেলরা। শেষ তিন ওভারে কিছুটা আক্রমণ করল চেন্নাই। তিনটে বাউন্ডারি মারলেন ধোনি। কিন্তু জাদেজা টাইমিং করতে পারছিলেন না।

ডেথ ওভারে মাভি খেই হারিয়ে লুজ বল করলেন। ১৫ রান দিলেন ধোনিকে।বুড়ো হাড়ে সিএসকের রান যতটুকু বাড়ল ধোনির জন্য। আন্দ্রে রাসেল জঘন্য বল করলেন শেষ ওভারে।দুরন্ত অর্ধশতরান করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

CSK, Ravindra Jadeja : আইপিএল চ্যাম্পিয়ন হয়েই ধোনিকে গুরুদক্ষিণা দিতে চান জাদেজা! তৈরি চেন্নাই

#মুম্বই: তিনি যখন ভারতীয় ক্রিকেটে সবেমাত্র এসেছেন, তখন তাকে অলরাউন্ডার হিসেবে খুব বেশি নম্বর দিতে রাজি ছিলেন না কেউ। আজ যারা রবীন্দ্র জাদেজাকে ভারতের সেরা এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মেনে নিয়েছেন, তারাও প্রশ্ন তুলেছিলেন জাদেজার যোগ্যতা নিয়ে। অবশ্য তাদের দোষ ছিল না। বল হাতে পারফর্ম করতে পারলেও, ব্যাট হাতে জাদেজা একেবারেই নিষ্প্রভ থাকতেন।

আরও পড়ুন – Lionel Messi: গোল পেলেন লিও মেসি, ভেনেজুয়েলার বিরুদ্ধে সহজ জয় আর্জেন্টিনার

রবীন্দ্র জাদেজার প্রতিভা কিন্তু বুঝতে পেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আজ তার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ধোনির। যত সময় গিয়েছে জাদেজা নিজেকে ক্রিকেটার হিসেবে পরিণত করেছেন। ব্যাটিং জোরদার হয়েছে। রান তাড়া করতে গেলে কিভাবে হিসেব কষে এগোতে হয় শিখেছেন ধোনির কাছে। ম্যাচের পরিস্থিতি বিচার করা, বিপক্ষ ব্যাটসম্যানদের ফাঁদে ফেলা – সবই শেখা ধোনির কাছে।

এবার গৌতম গম্ভীর কয়েকদিন আগেই বলেছিলেন তিনি নিজের দলের এমন কাউকে অধিনায়ক হিসেবে চাইতেন যিনি অধিনায়কত্ব করার পাশাপাশি, ব্যাট হাতে রান করেন। নাম না করে তার উদ্দেশ্য যে মহেন্দ্র সিং ধোনি ছিল সন্দেহ নেই। ধোনি অবশ্য আইপিএল শুরু হওয়ার দু’দিন আগেই অধিনায়কত্ব ছেড়ে দেন। বাটন যায় রবীন্দ্র জাদেজার হাতে। যাকে নিজের ক্রিকেট গুরু মনে করে এসেছেন, সেই মহেন্দ্র সিং ধোনির হাত থেকে নেতৃত্বে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন জাদেজা।

কিন্তু টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন ধোনি সিএসকের অধিনায়ক আছেন কি নেই সেটা বড় কথা নয়। তার অধিনায়ক সবসময় ধোনি থাকবেন। অধিনায়কত্ব তার কাছে সম্মানের। তবে আজ তিনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনির। একমাত্র লক্ষ্য চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করা। জানেন কঠিন চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রবীন্দ্র জাদেজা।

জানিয়ে দিয়েছেন কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ কঠিন। কিন্তু টুর্নামেন্ট যত এগোবে, চেন্নাই ততই নিজেদের সেরা ফর্ম তুলে ধরার চেষ্টা করবে। দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার থাকার পাশাপাশি সিনিয়র ক্রিকেটাররাও রয়েছেন। কিন্তু লক্ষ্য একটাই। চেন্নাইকে চ্যাম্পিয়ন করে মহেন্দ্র সিং ধোনিকে গুরুদক্ষিণা দেওয়া।

জাদেজা অধিনায়ক হিসেবে দলকে একটাই বার্তা দিয়েছেন। ধোনির জন্য খেল। নিজেদের জন্য খেল। চ্যাম্পিয়ন হওয়ার চাপ মাথায় রেখ না। ক্রিকেট উপভোগ করলেই আসবে সাফল্য।

IPL 2022: প্রথম একাদশে থাকতে পারেন কোন কোন ক্রিকেটার, CSK vs KKR ম্যাচে কি হতে চলেছে

#কলকাতা:  আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে আইপিএলের ১৫ তম মরশুম৷  আইপিএল ২০২২ – এ (IPL 2022) নিজেদের খেলা শুরু করবে কেকেআর উদ্বোধনী ম্যাচেই৷ প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন  সিএসকে৷ আগের মরশুমের ফাইনালে সিএসকে-র কাছে হেরেছিল এবার তারাই এনকাউন্টারে মুখোমুখি হবে৷ আইপিএল ২০২২ -র (IPL 2022) মেগা নিলাম থেকে একেবারে নিজেদের খোলনলচে বদলে নিয়েছে কেকেআর (KKR)৷

কেকেআরের সম্ভাব্য ১১ (KKR Playing 11) – ভেঙ্কটেশ আইয়ার , নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), শিভম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, প্যাট কামিন্স, রিঙ্কু সিং এবং অজিঙ্ক রাহানে

আরও পড়ুন – WBJEE Admit Card 2022 Date and Time: কীভাবে ডাউনলোড করবেন জয়েন্টের অ্যাডমিট কার্ড? জেনে নিন এক ক্লিকে

কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড (Kolkata Night Riders Full Squad): আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শিবম মাভি, প্যাট কামিন্স, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক ডার, চমিকা করুণারত্ন, অভিজিত তোমার, প্রথম সিং, বাবা ইন্দ্রজিৎ, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, মহম্মদ নবী, উমেশ যাদব, আমন খান, রমেশ কুমার৷

কেকেআরের (KKR) অধিনায়কত্ব এখন তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ওপর৷ এছাড়া আইপিএলের ১৫ তম মরশুমে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ধামাল মাচানোর জন্য তৈরি৷ টিমে প্যাট কামিন্সের মতো খতরনাক বোলার৷ আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো বিস্ফোরক অলরাউন্ডার আছে৷ কেকেআরের দল গত বারের তুলনায় অনেক শক্তিশালী দেখাচ্ছে৷

আরও পড়ুন –Baby Crocodile: সাগরের সমুদ্র উপকূলে কুমিরের বাচ্চা,আতঙ্ক এলাকায়

কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক এবার শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারের ওপর অনেক আশা রয়েছে৷ তাঁদের দুজনেরই প্রথম একাদশে জায়গা পাকা৷ সেখানে ভেঙ্কটেশ আইয়ার ২০২১ খুঁজছে৷ আইপিএল নিজের পারফরম্যান্সের দমে ভারতের জার্সিতেও খেলছেন৷ তাঁকে স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিকল্প মানা হচ্ছে৷

CSK vs KKR, IPL : ধোনিদের দুরন্ত পরিসংখ্যান দেখে লড়াইয়ের আগে ঘাবড়ে যেতে রাজি নয় কেকেআর শিবির

#মুম্বই: খেলাধুলায় সবসময় পরিসংখ্যান যে সত্যি কথা বলে এমন নয়। কিন্তু পরিসংখ্যান উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর দেখা হয়েছে ২৬ বার। ১৭ বার জয় পেয়েছে চেন্নাই। ৮ বার জয় পেয়েছে কেকেআর। একবার ড্র হয়েছে। শনিবার এবারের আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ক্রিকেট পণ্ডিতরা কেকেআরকে আন্ডারডগ হিসেবে দেখছেন এটা নতুন কথা নয়।

আরও পড়ুন – Portugal beat Turkey : তুরস্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের অভিযানে টিকে রইল রোনাল্ডোর পর্তুগাল

এই দুই দলের লড়াই নতুন নয়। কেকেআর প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়ে। নাইটদের ব্যাটিংয়ের চেয়েও শক্তিশালী বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। দলে রয়েছেন তিন মিস্ট্রি স্পিনার- সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও রমেশ কুমার। সাউদির পাশাপাশি রয়েছেন উমেশ যাদব, শিবম মাভি, প্যাট কামিন্সরা। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে অলরাউন্ডার হিসেবে মহম্মদ নবি ও রাসেলও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

ফিট হয়ে কেকেআরের স্পিন আক্রমণকে ভরসা দেবেন বরুণ চক্রবর্তী। রমেশ কুমারকে আবার বাঁহাতি নারিন বলে ডাকা হয়। সব মিলিয়ে কম্বিনেশন অনুযায়ী বোলিং অপশন ঠিক করতে কোনও সমস্যাই হবে না কেকেআরের। অনুকূল রায় ও রমেশ কুমার সুযোগ পেলেই চমকে দিতে পারেন আসন্ন আইপিএলে। কেকেআরের হয়ে ওপেন করবেন নিশ্চিতভাবেই ভেঙ্কটেশ আইয়ার।

অ্যারন ফিঞ্চ চলে এলে তিনিই আইয়ারের সঙ্গী হবেন। তবে তার আগে আইয়ারের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে অজিঙ্ক রাহানেকে। তিনে শ্রেয়স আইয়ার, চারে নীতীশ রানা নামবেন। পাঁচে নামতে পারেন শেল্ডন জ্যাকসন। ঘরোয়া ক্রিকেটে ভাল ফর্মে থাকা বাবা ইন্দ্রজিৎকেও দেখা যেতে পারে উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে।

 টিম সাউদি আবার কেকেআর ফাইনালে উঠলে খেলতে পারবেন না। কারণ, জুনের শুরুতেই ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচে নামার আগে মুখে স্বীকার না করলেও চেন্নাইকে হারিয়েই যাত্রা শুরু করা একমাত্র লক্ষ্য নাইটদের।

হলুদ জার্সিতে ধোনি, জাদেজা, ঋতুরাজ ছাড়াও ব্রাভো, মিলনে, কনওয়েদের চ্যালেঞ্জ সামলাতে হবে নাইটদের। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ নিতে তৈরি কেকেআর। পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন তারা। সুযোগ পেলে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান বদলাতে চাইবেন নতুন অধিনায়ক।

IPL 2022 Schedule: আইপিএলের সূচি প্রকাশ করল বিসিসিআই,প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের মুখোমুখি কেকেআর

#মুম্বই: ২৬ শে মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চদশ আইপিএল। রবিবার বিসিসিআই চলতি বছরের আইপিএলের সূচি প্রকাশ করেছে। ২৬ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স মুখোমুখী হবে। এবারের আইপিএলে নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স অংশ নিচ্ছে। লিগ পর্যায়ে মোট ৭০ টি ম্যাচ হবে। মুম্বই ও পুনের চারটি মাঠে এবারের আইপিএলের ম্যাচগুলি হবে।

আরও পড়ুন – Mithali Raj, Women World Cup : পাকিস্তানকে হারালেও টপ অর্ডার নিয়ে চিন্তায় ভারত অধিনায়ক মিতালি রাজ

২৯ শে মে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১০ টি দলকে আইপিএল খেতাব জয় ও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর সংখ্যার ভিত্তিতে ৫ টি করে দল নিয়ে ভার্চুয়াল ভাবে ২ টি গ্রূপে ভাগ করা হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস গ্রূপ ‘এ’ তে রয়েছে।

চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস , নতুন দল গুজরাত টাইটান্স সহ বাকি ৩ দল গ্রূপ ‘বি’ তে রয়েছে। এবারের আইপিএলে পরপর দুটি ম্যাচ দেখা যাবে ১২ দিন। আইপিএল কতৃপক্ষের তরফে এদিন বিবৃতি জারি করে বলা হয়, ” ১২ দিন দুটি করে ম্যাচ থাকবে। প্রথম ম্যাচটি দুপুর ভারতীয় সময় সাড়ে তিনটেতে শুরু হবে, সন্ধ্যার সবকটি ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।

২০ টি করে ম্যাচ ওয়াংখেড়ে ও ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে হবে। ১৫ টি করে ম্যাচ হবে ব্রেবোর্ন স্টেডিয়াম ও পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৭ শে মার্চ দুপুরে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে। ঐ দিন সন্ধ্যায় পঞ্জাব কিংস নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

২৮ শে মার্চ নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স একে অপরের মুখোমুখি হয়ে টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করছে। ২৯ তারিখ সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস পরস্পর মুখোমুখি হবে। প্রতিটি দল লিগ পর্যায়ে ১৪ টি করে ম্যাচ খেলবে। কোনো দল তার গ্রূপের অন্য দলের বিরুদ্ধে দুইবার করে খেলবে এবং অপর গ্রূপের একই সারিতে থাকা দলের সঙ্গে দুইবার করে খেলবে।

অপর গ্রূপের বাকি দলগুলির সঙ্গে একবার করে খেলবে। প্লে অফ ও ফাইনালের স্থান বিসিসিআই পরে ঘোষণা করবে। একনজরে দেখা যাক কেকেআর কবে কার বিরুদ্ধে খেলবে –

তারিখ                              প্রতিপক্ষ

২৬ শে মার্চ                    চেন্নাই সুপার কিংস
৩০ শে মার্চ                  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১ লা এপ্রিল                  পাঞ্জাব কিংস
৬ ই এপ্রিল                    মুম্বাই ইন্ডিয়ান্স
১০ই এপ্রিল                   দিল্লি ক্যাপিটালস
১৫ ই এপ্রিল                 সানরাইজার্স হায়দ্রাবাদ
১৮ ই এপ্রিল                  রাজস্থান রয়্যালস
২৩ শে এপ্রিল                গুজরাট টাইটান্স
২৮ শে এপ্রিল                দিল্লি ক্যাপিটালস
২ রা মে                        রাজস্থান রয়্যালস
৭ ই মে                         লখনউ সুপারজায়ান্টস
৯ ই মে                           মুম্বাই ইন্ডিয়ান্স
১৪ ই মে                        সানরাইজার্স হায়দ্রাবাদ
১৮ ই মে                        লখনউ সুপারজায়ান্টস