KKR, Shreyas Iyer : তিন জন ক্রিকেটারের ওপর রেগে আগুন কেকেআর শিবির! জানেন কারা?

#মুম্বই: কেকেআর সর্মথকরা প্রত্যেকবার আশা করে থাকেন তাদের দল গর্বিত করবে। কিন্তু সেই ২০১৪ সালের পর থেকে আর চ্যাম্পিয়ন হওয়া হয়নি নাইট রাইডার্স ব্রিগেডের। যদিও গতবার ফাইনাল খেলেছিল তারা। আইপিএলের দ্বিতীয় পর্বে অসাধারণ কামব্যাক ঘটিয়ে। এবারও প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেওয়ার পর সর্মথকরা আশাবাদী ছিলেন শাহরুখ খানের দলকে নিয়ে। কিন্তু তারপরেই সব জারিজুরি শেষ। আবারও হতাশ কেকেআরের ব্যাটিং আপার অর্ডার।

আরও পড়ুন – Hardik Pandya, IPL : অস্ট্রেলিয়ার বিমানে জায়গা পাকা করে ফেলেছে! কার সম্পর্কে বললেন গাভাসকার ?

ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার কেকেআরের পরাজয়ের জন্য এই দুর্বল ব্যাটিংকেই দায়ী করেছেন। ম্যাচের পর শ্রেয়স আইয়ার বলেন, পাওয়ারপ্লেতে আমরা যে ভাবে ব্যাট করেছি এবং প্রথম ছয় ওভারে বোলিং করেছি তা ভালো ছিল না। আমি মনে করি এখানে ১৬০-১৬৫ একটি ভালো স্কোর ছিল। আমাদের বোলাররা তাদের এর নীচে আটকাতে সক্ষম হয়েছিল। এই ক্ষেত্রে আমরা সফল ছিলাম। তিনি আরও বলেন, এই ফর্ম্যাটে প্রতিটি ম্যাচই খুব ক্লোস হচ্ছে তাই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে।

আমাদের শেষ চার ম্যাচের মধ্যে তিনটি খুব কাছাকাছি ছিল। ম্যাচের আগে খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা ভালো ছিল,কিন্তু আমি হতাশ যে আমরা শেষ পর্যন্ত এটাকে ধরে রাখতে পারছিনা ও এই উদ্দীপনাকে জয়ে রূপান্তরিত করতে পারছি না। দিনের ম্যাচে কেকেআরের শীর্ষ চার ব্যাটসম্যান খুব খারাপ পারফরমেন্স করেন। স্যাম বিলিংস চার রান করেন। সুনীল নারিন পাঁচ রান করেন। শ্রেয়স আইয়ার ১২ রান করেন এবং নীতিশ রানা ২ রান করে আউট হন।

সস্তায় প্যাভিলিয়নে ফিরে যান শিবম মাভিও। রিঙ্কু সিং ৩৫ রান করেন এবং আন্দ্রে রাসেল অবশ্যই দলের পক্ষে ৪৮ রান করেন। তবে তারাও ম্যাচ জেতাতে পারেননি। শ্রেয়স মনে করেন তাদের মিডল অর্ডার এবং টপ অর্ডারে ভরসা করার মতো ক্রিকেটার পাওয়া যাচ্ছে না। তিনি আগের দিন ৮৫ করেছিলেন।

ধারাবাহিক খেলছেন রাসেল। কিন্তু নাম না করেও নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, স্যাম বিলিংসদের দায়ী করেছেন কেকেআর অধিনায়ক। দায় বদ্ধতা দেখাতে পারছেন না এরা। সোশ্যাল মিডিয়ায় কেকেআর সর্মথকরা আক্রমণ শুরু করেছেন টিম ম্যানেজমেন্টকে। নিম্নমানের ক্রিকেটার নিয়ে আবার তৈরি হয়েছে কেকেআর, অভিযোগ তাদের।