KKR, Shreyas Iyer: কেকেআর জার্সিতে গৌতম গম্ভীরের সাফল্য স্পর্শ করতে পারবেন শ্রেয়স আইয়ার ? আশাবাদী গাভাসকার

#মুম্বই: এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক কে? উত্তরটা চোখ বন্ধ করে শ্রেয়স আইয়ার। দুরন্ত ফর্মে শেষ কয়েকটা মাস কাটিয়েছেন তিনি। অস্ত্রোপচার করে কামব্যাক সহজ ছিল না। কিন্তু লড়াই করে নিজের জায়গা করে নিয়েছেন মুম্বই তারকা। যা স্পর্শ করেছেন, সফল হয়েছেন।

আরও পড়ুন – Andre Russell, KKR : কেকেআরকে চ্যাম্পিয়ন করতে শেষ রক্তবিন্দু উজাড় করে দিতে চান আন্দ্রে রাসেল!

শ্রেয়স আইয়ারকে আইসিসির তরফ থেকে ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। ঘরের মাঠে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রদর্শনের জন্যই শ্রেয়স আইয়ার এই পুরস্কার জেতেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটেই তিনি ভাল রান করেন। আহমেদাবাদে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি ম্যাচজয়ী ৮০ রানের ইনিংস খেলেন।

টোয়েন্টি ম্যাচেও গুরুত্বপূর্ণ ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন। শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিনি আরো দুর্দান্ত খেললেন। তিনটি ইনিংসে একবারও আউট না হয়ে, মোট ২০৪ রান তুলেছেন তিনি। শুধু তাই নয় তার স্ট্রাইক রেট ছিল ১৭৪.৩৬। তিনটি ম্যাচেই অর্ধ শতরান করেছেন তিনি। প্রথম ম্যাচে ২৮ বলে ৫৭, দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৭৪ এবং তৃতীয় ম্যাচে ৪৫ বলে ৭৩ রান করেন।

শুধু সাদা বলের ফরম্যাটেই নয় শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ বলে ৯২ করেন এবং দ্বিতীয় ইনিংসে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। এবার সামনে আইপিএল। সুনীল গাভাসকারকে প্রশ্ন করা হয়েছিল শ্রেয়স আইয়ার কী কেকেআর জার্সিতে গৌতম গম্ভীরকে স্পর্শ করতে পারবেন?

কেকেআরের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক গম্ভীর। দুবার চ্যাম্পিয়ন করেছিলেন দলকে। গাভাসকার মনে করেন চ্যাম্পিয়ন হওয়া ব্যাপারটা ভাল খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তা প্রয়োজন। গৌতম ওপেনিং করতেন। প্রচুর রান করেছেন কেকেআর জার্সিতে। শ্রেয়স আইয়ার তিন নম্বরে খেলেন।

অন্তত ফর্মের বিচারে উচিত দুর্দান্ত খেলা। তবে সানি মনে করিয়ে দিয়েছেন শুধু অধিনায়ক পারফর্ম করলেন চ্যাম্পিয়ন হওয়া যায় না। একটা দল হিসেবে খেলতে হয়। তবে নতুন ক্রিকেটারদের মধ্যে শ্রেয়স আইয়ার অন্যতম সেরা। অন্তত কেকেআর জার্সিতে তার ব্যাটে প্রচুর রান দেখছেন সুনীল গাভাসকার।