স্টার্কের উপর রেগে লাল শ্রেয়স! এবার কি চূড়ান্ত সিদ্ধান্ত?

KKR News: স্টার্কের উপর রেগে লাল শ্রেয়স! হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত? জেনে নিন বিস্তারিত

আরসিবির বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কেকেআর। ১ রান ম্যাচ জিতে রাজস্থান ম্যাচ হারে জ্বালা কিছুটা হলেও ভুলেছে নাইটরা। কিন্তু কেকেআরের জয়ের মাঝেও কাঁটা হল মিচেল স্টার্কের হতাশাজনক পারফরম্যান্স।
আরসিবির বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কেকেআর। ১ রান ম্যাচ জিতে রাজস্থান ম্যাচ হারে জ্বালা কিছুটা হলেও ভুলেছে নাইটরা। কিন্তু কেকেআরের জয়ের মাঝেও কাঁটা হল মিচেল স্টার্কের হতাশাজনক পারফরম্যান্স।
আরসিবির বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন স্টার্ক। ওভার পিছু ১৮-র বেশি গড়ে রান দিয়েছেন ২৫ কোটির পেসার। শেষ ওভারে জেতা ম্যাচ যেভাবে হারাতে বসেছিলেন স্টার্ক তাতে অজি পেসারের উপর চটেছেন কেকেআর অধিনায়ক।
আরসিবির বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন স্টার্ক। ওভার পিছু ১৮-র বেশি গড়ে রান দিয়েছেন ২৫ কোটির পেসার। শেষ ওভারে জেতা ম্যাচ যেভাবে হারাতে বসেছিলেন স্টার্ক তাতে অজি পেসারের উপর চটেছেন কেকেআর অধিনায়ক।
শেষ ওভারে আরসিবির জয়ের জন্য দরকার ছিল ২১ রান। বেঙ্গালুরির ৯ নম্বর ব্যাটার করণ শর্মা স্টার্ককে ৩টি ছয় মেরে ম্যাচ ঘুড়িয়ে দিয়েছিলেন। যদিও পঞ্চম বলে করণ শর্মাকে কট অ্যান্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে ১ রানে ম্যাচ জেতে কেকেআর।
শেষ ওভারে আরসিবির জয়ের জন্য দরকার ছিল ২১ রান। বেঙ্গালুরির ৯ নম্বর ব্যাটার করণ শর্মা স্টার্ককে ৩টি ছয় মেরে ম্যাচ ঘুড়িয়ে দিয়েছিলেন। যদিও পঞ্চম বলে করণ শর্মাকে কট অ্যান্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে ১ রানে ম্যাচ জেতে কেকেআর।
কিন্তু স্টার্কের নাম করে না বললেও শ্রেয়স আইয়ার যে তারকা পেসারের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সে কথা বলাই যায়। কারণ ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেন,'৬ বলে ১৮ রান বাকি থাকলে চাপ বোলারের উপর থাকে। একটি ছয় গেলে সেই চাপ আরও বেড়ে যায়। তখন ঠান্ডা মাথায় আগের কথা না ভেবে পরের বল নিয়ে পরিকল্পনা করতে হয়। যাতে ব্যাটসম্যান আমি যেদিকে চাইছি সেই দিকেই মারে।'
কিন্তু স্টার্কের নাম করে না বললেও শ্রেয়স আইয়ার যে তারকা পেসারের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সে কথা বলাই যায়। কারণ ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেন,’৬ বলে ১৮ রান বাকি থাকলে চাপ বোলারের উপর থাকে। একটি ছয় গেলে সেই চাপ আরও বেড়ে যায়। তখন ঠান্ডা মাথায় আগের কথা না ভেবে পরের বল নিয়ে পরিকল্পনা করতে হয়। যাতে ব্যাটসম্যান আমি যেদিকে চাইছি সেই দিকেই মারে।’
এরপরই রাসেলের প্রশংসা করে করেন শ্রেয়স আইয়ার। তিনি বলেন,'আন্দ্রে রাসেল পরিকল্পনা করে বোলিং করে যেভাবে ম্যাচটা ঘুড়িয়ে দিয়েছিল, সেইভাবেই বোলিং করা উচিত।' এই প্রশংসা আদতে ঘুড়িয়ে স্টার্কের সমালোচনা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এরপরই রাসেলের প্রশংসা করে করেন শ্রেয়স আইয়ার। তিনি বলেন,’আন্দ্রে রাসেল পরিকল্পনা করে বোলিং করে যেভাবে ম্যাচটা ঘুড়িয়ে দিয়েছিল, সেইভাবেই বোলিং করা উচিত।’ এই প্রশংসা আদতে ঘুড়িয়ে স্টার্কের সমালোচনা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে স্টার্কের মত অভিজ্ঞ ও বিশ্বসেরা বোলার যে ঘুড়ে দাঁড়াতে জানে সেই কথাও জানিয়েছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে খারাপ সময়ে মিচেল স্টার্কের পাশেও দাঁড়িয়েছেন কেকেআর অধিনায়ক।
তবে স্টার্কের মত অভিজ্ঞ ও বিশ্বসেরা বোলার যে ঘুড়ে দাঁড়াতে জানে সেই কথাও জানিয়েছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে খারাপ সময়ে মিচেল স্টার্কের পাশেও দাঁড়িয়েছেন কেকেআর অধিনায়ক।