কেকেআর যাদের রিলিজ করতে পারে সেই তালিকায় থাকতে পারেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, বৈভব অরোরা, অংক্রীশ রঘুবংশী সহ অন্যান্যরা।

KKR News: শ্রেয়সকে ছেঁটে ফেলবে কেকেআর? কে হচ্ছেন নতুন অধিনায়ক! তালিকায় চমকে দেওয়া একাধিক নাম

আইপিএল ২০২৫ নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আগামী বছর আইপিএলের আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। ফলে প্রতিটি দলেই আমূল পরিবর্তন দেখা যাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলাম টেবিলে বসার আগে তৈরি করছে তাদের স্ট্র্যাটেজি।
আইপিএল ২০২৫ নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আগামী বছর আইপিএলের আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। ফলে প্রতিটি দলেই আমূল পরিবর্তন দেখা যাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলাম টেবিলে বসার আগে তৈরি করছে তাদের স্ট্র্যাটেজি।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইট রাইডার্স আইপিএলের মেগা নিলামে কোন চমক দেয় সেদিকে নজর রয়েছে সকলের। তবে কোন ক্রিকেটারকে ধরে রাখবে নাইটরা, কাদের রিলিজ করবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে নতুন অধিনায়কও দেখা যেতে পারে কেকেআর শিবিরে।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইট রাইডার্স আইপিএলের মেগা নিলামে কোন চমক দেয় সেদিকে নজর রয়েছে সকলের। তবে কোন ক্রিকেটারকে ধরে রাখবে নাইটরা, কাদের রিলিজ করবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে নতুন অধিনায়কও দেখা যেতে পারে কেকেআর শিবিরে।
গতবার দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। তবে ব্যাট হাতে খুব ভাল ছন্দে পাওয়া যায়নি তাঁকে। এছাড়া ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার কারণ হিসেবে শ্রেয়সের অধিনায়কত্বের থেকে গৌতম গম্ভীরের মেন্টরশিপকে বেশি গুরুত্ব দিয়েছেন।
গতবার দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। তবে ব্যাট হাতে খুব ভাল ছন্দে পাওয়া যায়নি তাঁকে। এছাড়া ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার কারণ হিসেবে শ্রেয়সের অধিনায়কত্বের থেকে গৌতম গম্ভীরের মেন্টরশিপকে বেশি গুরুত্ব দিয়েছেন।
আগামী মরশুমে কেকেআরের সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে আসছে দুই চমকে দেওয়া নাম। ক্রিকেটকিডা নামের একটি পোর্টালে দাবি করা হয়েছে, কেকেআর সূর্যকুমারকে আগামী মরশুমের অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে, যদিও সূর্য এখনও সেই প্রস্তাবের কোনও জবাব দেননি।
আগামী মরশুমে কেকেআরের সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে আসছে দুই চমকে দেওয়া নাম। ক্রিকেটকিডা নামের একটি পোর্টালে দাবি করা হয়েছে, কেকেআর সূর্যকুমারকে আগামী মরশুমের অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে, যদিও সূর্য এখনও সেই প্রস্তাবের কোনও জবাব দেননি।
সেই সঙ্গে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে আবার কলকাতায় ফিরতে পারেন সূর্য, আর তাতেই জোরালো হয়েছে সূর্যকুমারের মুম্বই ছাড়ার জল্পনা। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের খেলেছেন সূর্য। ফের পুরনো দলে অধিনায়ক হয়ে ফেরেন কিনা সূর্য তার উত্তর দেবে সময়।
সেই সঙ্গে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে আবার কলকাতায় ফিরতে পারেন সূর্য, আর তাতেই জোরালো হয়েছে সূর্যকুমারের মুম্বই ছাড়ার জল্পনা। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের খেলেছেন সূর্য। ফের পুরনো দলে অধিনায়ক হয়ে ফেরেন কিনা সূর্য তার উত্তর দেবে সময়।
তবে আরও একটি সূত্রের দাবি, আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মাকে  কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। রোহিত এবার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। একাধিক দল রোহিতের জন্য ঝাপাতে পারে। কেকেআর তাদের মধ্যে অন্যতম হতে পারে।
তবে আরও একটি সূত্রের দাবি, আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মাকে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। রোহিত এবার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। একাধিক দল রোহিতের জন্য ঝাপাতে পারে। কেকেআর তাদের মধ্যে অন্যতম হতে পারে।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছিলেন “কলকাতা এবং ইডেন গার্ডেন্স আমার খুব পছন্দের কারণ আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে। তাই আমি মুম্বই না হলে কলকাতার হয়ে অবশ্যই খেলতে চাইবো।”
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছিলেন “কলকাতা এবং ইডেন গার্ডেন্স আমার খুব পছন্দের কারণ আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে। তাই আমি মুম্বই না হলে কলকাতার হয়ে অবশ্যই খেলতে চাইবো।”