কেকেআর মোট ছয় জনকেই রিটেন করেছে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে রিটেন করতে কেকেআর ৬৯ কোটি টাকা। কেকেআরের পকেটে রয়েছে ৫১ কোটি টাকা।

KKR News: কেকেআরের র‍্যাডারে ৩ ভয়ঙ্কর ব্রিটিশ তারকা! নিলামে সর্বস্ব দিয়ে ঝাঁপাবে নাইটরা!

রিটেনশনের তালিকা প্রকাশের পর আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কৌশল অবলম্বন করবে, তা নিয়ে সকলের মনে কৌতহল রয়েছে। ইতিমধ্যেই নিলামের রণনীতি প্রস্তুত করতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে নিলামে বিদেশী প্লেয়ার কেনার জন্য পরিকল্পনার কোনও ঘাটতি রাখছে নাইটরা।
রিটেনশনের তালিকা প্রকাশের পর আইপিএল ২০২৫ মেগা নিলামের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কৌশল অবলম্বন করবে, তা নিয়ে সকলের মনে কৌতহল রয়েছে। ইতিমধ্যেই নিলামের রণনীতি প্রস্তুত করতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে নিলামে বিদেশী প্লেয়ার কেনার জন্য পরিকল্পনার কোনও ঘাটতি রাখছে নাইটরা।
আন্দ্রে রাসেল, সুনীল নারিন দীর্ঘ সময় ধরে দলকে সার্ভিস দিচ্ছে। তাদের দুজনের জায়গা নিয়ে খুব একটা সন্দেহ করার কোনও কারণ নেই। গতবার ফিল সল্ট ভাল পারফর্ম করলেও তাকে এবার রিলিজ করা হতে পারে। তবে INSIDE SPORT-এর প্রতিবেদন অনুযায়ী এবার মেগা নিলামের আগে কেকেআরের নজরে থাকতে পারে মোট ৩ জন ইংল্যান্ডের ক্রিকেটার। যারা একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারে।
আন্দ্রে রাসেল, সুনীল নারিন দীর্ঘ সময় ধরে দলকে সার্ভিস দিচ্ছে। তাদের দুজনের জায়গা নিয়ে খুব একটা সন্দেহ করার কোনও কারণ নেই। গতবার ফিল সল্ট ভাল পারফর্ম করলেও তাকে এবার রিলিজ করা হতে পারে। তবে INSIDE SPORT-এর প্রতিবেদন অনুযায়ী এবার মেগা নিলামের আগে কেকেআরের নজরে থাকতে পারে মোট ৩ জন ইংল্যান্ডের ক্রিকেটার। যারা একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারে।
বেন স্টোকস: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরেছেন ইংল্যান্ডের তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। আইপিএল ২০২৪ নিলামে খেলেননি তিনি। তবে এবার ফের নিলামে নিজের নাম লেখাতে পারেন স্টোকস। মিচেল স্টার্কে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে ধরে না রাখার সম্ভাবনা বেশি কেকেআরের। তার পরিবর্তে স্টোকস নিলামে নামলে পেসার-ব্যাটার অলরাউন্ড অপশন হিসেবে স্টোকসের জন্য ঝাঁপাতে পারে নাইটরা।
বেন স্টোকস: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরেছেন ইংল্যান্ডের তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। আইপিএল ২০২৪ নিলামে খেলেননি তিনি। তবে এবার ফের নিলামে নিজের নাম লেখাতে পারেন স্টোকস। মিচেল স্টার্কে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে ধরে না রাখার সম্ভাবনা বেশি কেকেআরের। তার পরিবর্তে স্টোকস নিলামে নামলে পেসার-ব্যাটার অলরাউন্ড অপশন হিসেবে স্টোকসের জন্য ঝাঁপাতে পারে নাইটরা।
ব্রাইডন কার্স: ইংল্যান্ডের এই ডানহাতি পেসার আইপিএল ২০২৫-এ কেকেআরের জন্য  একটি দুর্দান্ত বাছাই হতে পারে। অল্প সময়েই ব্রিটিশ তারকার বলের গতি ও সুইং নজর কেড়েছে সকলের। তুলনামূলকভাবে অনেক ব্যাটারদের কাছে অপরিচিত ব্রাইডন কার্স। ফলে কেকেআরের পেস অ্যাটাকে বড় শক্তি হতে পারেন তিনি।
ব্রাইডন কার্স: ইংল্যান্ডের এই ডানহাতি পেসার আইপিএল ২০২৫-এ কেকেআরের জন্য একটি দুর্দান্ত বাছাই হতে পারে। অল্প সময়েই ব্রিটিশ তারকার বলের গতি ও সুইং নজর কেড়েছে সকলের। তুলনামূলকভাবে অনেক ব্যাটারদের কাছে অপরিচিত ব্রাইডন কার্স। ফলে কেকেআরের পেস অ্যাটাকে বড় শক্তি হতে পারেন তিনি।
ফিল সল্ট: রিটেনশন তালিকায় নাম না থাক্র সম্ভাবনা প্রবল থাকলেও পিল সল্টের জন্য যে নিলানে ঝাঁপাবে নাইটরা সেকথা বলাই যায়। গতবার কেকেআরের দীর্ঘ বছরের ওপেনিংয়ের সমস্যা মিটিয়েছিলেন ব্রিটিশ তারকা। করেছিলেন ৪০০-র বেশি রান। ফলে ওপেনিং স্লটে সল্টের জায়গা নিশ্চিত করতে চাইবে কলকাতা।
ফিল সল্ট: রিটেনশন তালিকায় নাম না থাক্র সম্ভাবনা প্রবল থাকলেও পিল সল্টের জন্য যে নিলানে ঝাঁপাবে নাইটরা সেকথা বলাই যায়। গতবার কেকেআরের দীর্ঘ বছরের ওপেনিংয়ের সমস্যা মিটিয়েছিলেন ব্রিটিশ তারকা। করেছিলেন ৪০০-র বেশি রান। ফলে ওপেনিং স্লটে সল্টের জায়গা নিশ্চিত করতে চাইবে কলকাতা।