যদিও সূর্যকুমার বা কেকেআরের তরফে এখনও এই নিয়ে কিছু বলা হয়নি। তবে এখনও এই ব্যাপারে পাকা সিদ্ধান্ত হতে অনেকটা দেরি আছে বলেই মনে করা হচ্ছে। কেকেআর আপাতত মেন্টর হিসেবে একজনকে বেছে নিতে চাইছে। আর এক্ষেত্রে পাল্লা ভারী রিকি পন্টিং ও জ্যাক কালিসের।

কেকেআর পরেরবার এই ক্রিকেটারকে দলে রাখবেই! কী সেই নাম! রয়েছে বড় চমক

আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন কেকেআর। তবে পরেরবার কিন্তু কেকেআরের দলে একাধিক পরিবর্তন হতে পারে।
আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন কেকেআর। তবে পরেরবার কিন্তু কেকেআরের দলে একাধিক পরিবর্তন হতে পারে।
পরের বছর আইপিএলের আগে মেগা নিলামের আয়োজন করা হবে। আপাতত চারজনকে রিটেইন করার নিয়ম রয়েছে আইপিএলে। তবে এই নিয়মে পরেরবার বদল হতে পারে বলে খবর। ৫ বা ৬ জনকে রিটেইন করার নিয়ম চালু হতে পারে।
পরের বছর আইপিএলের আগে মেগা নিলামের আয়োজন করা হবে। আপাতত চারজনকে রিটেইন করার নিয়ম রয়েছে আইপিএলে। তবে এই নিয়মে পরেরবার বদল হতে পারে বলে খবর। ৫ বা ৬ জনকে রিটেইন করার নিয়ম চালু হতে পারে।
জানা যাচ্ছে, কেকেআর বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, সুনীল নারিনকে রিটেইন করতে পারে। তবে চার নম্বর জায়গা নিয়ে লড়াই।
জানা যাচ্ছে, কেকেআর বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, সুনীল নারিনকে রিটেইন করতে পারে। তবে চার নম্বর জায়গা নিয়ে লড়াই।
চার নম্বর জায়গা নিয়ে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের লড়াই। তবে শোনা যাচ্ছে, কেকেআর সবার আগে রিঙ্কুকে রিটেইন করতে চায়।
চার নম্বর জায়গা নিয়ে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের লড়াই। তবে শোনা যাচ্ছে, কেকেআর সবার আগে রিঙ্কুকে রিটেইন করতে চায়।
রিঙ্কু সিং কেকেআর থেকে মাত্র ৫৫ লাখ টাকা বেতন পান। তাই অনেকেই দাবি করছেন, পরেরবার কেকেআরে নাও খেলতে পারেন রিঙ্কু।
রিঙ্কু সিং কেকেআর থেকে মাত্র ৫৫ লাখ টাকা বেতন পান। তাই অনেকেই দাবি করছেন, পরেরবার কেকেআরে নাও খেলতে পারেন রিঙ্কু।
রিঙ্কু নিজে অবশ্য জানিয়েছেন, তিনি ৫৫ লাখ টাকা বেতন নিয়েই খুশি। তিনি খুব বেশি টাকার লোভ করছেন না।
রিঙ্কু নিজে অবশ্য জানিয়েছেন, তিনি ৫৫ লাখ টাকা বেতন নিয়েই খুশি। তিনি খুব বেশি টাকার লোভ করছেন না।