(Photo Courtesy- KKR X)

KKR News: হারিয়ে দিচ্ছিলেন ম্যাচ! সেই স্টার্ক প্রতি বল পিছু কত টাকা পায় জানেন? অবাক হয়ে যাবেন

২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান। (Photo Courtesy- KKR X)
২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান। (Photo Courtesy- KKR X)
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। প্রায় ২৫ কোটি টাকা নিয়ে অজি স্পিড স্টারের এমন পারফরম্যান্স প্রত্যাশিত নয় কারও কাছে।  (Photo Courtesy- KKR X)
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। প্রায় ২৫ কোটি টাকা নিয়ে অজি স্পিড স্টারের এমন পারফরম্যান্স প্রত্যাশিত নয় কারও কাছে। (Photo Courtesy- KKR X)
সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানারকমের মিমও শেয়ার করছেন নেটিজেনরা। এমনকী প্রায় ২৫ কোটি টাকা টাকা নেওয়ায় সেই টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন অনেক নেটাগরিকরা।  (Photo Courtesy- KKR X)
সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানারকমের মিমও শেয়ার করছেন নেটিজেনরা। এমনকী প্রায় ২৫ কোটি টাকা টাকা নেওয়ায় সেই টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন অনেক নেটাগরিকরা। (Photo Courtesy- KKR X)
মিচেল স্টার্ক যদি কেকেআরের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতিটি ম্যাচেই চার ওভার, অর্থাৎ ২৪টি করে বল করেন, তা হলেও প্রতি বল পিছু তিনি যে টাকা পাবেন তা চমকে দেওয়ার মতো।  (Photo Courtesy- KKR X)
মিচেল স্টার্ক যদি কেকেআরের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতিটি ম্যাচেই চার ওভার, অর্থাৎ ২৪টি করে বল করেন, তা হলেও প্রতি বল পিছু তিনি যে টাকা পাবেন তা চমকে দেওয়ার মতো। (Photo Courtesy- KKR X)
যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। তবে একাংশের কেকেআর ফ্যানেরা মনে করেন দ্বিতীয় ম্যাচ থেকে ঘুড়ে দাঁড়াবেন স্টার্ক।  (Photo Courtesy- KKR X)
যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। তবে একাংশের কেকেআর ফ্যানেরা মনে করেন দ্বিতীয় ম্যাচ থেকে ঘুড়ে দাঁড়াবেন স্টার্ক। (Photo Courtesy- KKR X)