জুন মাসে টি২০ বিশ্বকাপ। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই। তার আগে আশঙ্কার কথা শোনালেন সঞ্জয় মঞ্জরেকর।

KKR Team News: আর রইল না রাখঢাক, কেকেআর শিবিরের মেগা সিক্রেট আউট, বলে দিলেন রিঙ্কু সিং

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা বিগহিটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এবং শাহরুখের ফ্র্যাঞ্চাইজির তরুণ তুর্কি 'ফিনিশার' রিঙ্কু সিং তাঁদের দলের ডিসি বনাম কেকেআর ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে একটি মজার ছক্কা মারার প্রতিযোগিতা করেছিলেন। আর আইপিএলে বিশাখাপত্তনমে দিল্লি বনাম কলকাতা ম্যাচে যেন সেই মজার ছক্কা মারার খেলাটাই লাইভ ম্যাচে খেললেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা বিগহিটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এবং শাহরুখের ফ্র্যাঞ্চাইজির তরুণ তুর্কি ‘ফিনিশার’ রিঙ্কু সিং তাঁদের দলের ডিসি বনাম কেকেআর ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে একটি মজার ছক্কা মারার প্রতিযোগিতা করেছিলেন। আর আইপিএলে বিশাখাপত্তনমে দিল্লি বনাম কলকাতা ম্যাচে যেন সেই মজার ছক্কা মারার খেলাটাই লাইভ ম্যাচে খেললেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।
বুধবারের বিশাখাপত্তনমের ম্যাচে দিল্লির বিরুদ্ধে কেকেআর ১০৬ রানে জিতে যায় কেকেআর৷ এই ম্যাচে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে ফেলল কেকেআর৷ এদিন ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে৷ এতে দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুনীল নারিন৷ তিনি ৩৯ বলে ৮৫ রান করেন সুনীল নারিন। এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও ৭টি ছয় দিয়ে৷ Photo- AP
বুধবারের বিশাখাপত্তনমের ম্যাচে দিল্লির বিরুদ্ধে কেকেআর ১০৬ রানে জিতে যায় কেকেআর৷ এই ম্যাচে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে ফেলল কেকেআর৷ এদিন ২০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান করে৷ এতে দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুনীল নারিন৷ তিনি ৩৯ বলে ৮৫ রান করেন সুনীল নারিন। এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও ৭টি ছয় দিয়ে৷ Photo- AP
এদিকে সুনীল এদিনের ম্যাচের শো স্টপার হলেও দিল্লির বিরুদ্ধে ঝাঁঝালো ব্যাটিং করেন আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংও৷ আন্দ্রে রাসেল এদিন ১৯ বলে ৪১ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷
এদিকে সুনীল এদিনের ম্যাচের শো স্টপার হলেও দিল্লির বিরুদ্ধে ঝাঁঝালো ব্যাটিং করেন আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংও৷ আন্দ্রে রাসেল এদিন ১৯ বলে ৪১ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷
এদিকে রিঙ্কু সিং এদিন শেষবেলায় নেমে ৮ বলে ২৬ রান করেন৷ যেখানে রয়েছে ৩টি ছক্কা৷ একটি চার৷
এদিকে রিঙ্কু সিং এদিন শেষবেলায় নেমে ৮ বলে ২৬ রান করেন৷ যেখানে রয়েছে ৩টি ছক্কা৷ একটি চার৷
সকলেই ছক্কা হাঁকালেও সকলের ছয় মারার কায়দা কিন্তু এক নয়৷ কে কীভাবে ছয় মারেন নাইট শিবিরের এই তিন তারকা সেই মেগা সিক্রেট এবার আউট৷ আউট করে দিলেন খোদ রিঙ্কু সিংই৷
সকলেই ছক্কা হাঁকালেও সকলের ছয় মারার কায়দা কিন্তু এক নয়৷ কে কীভাবে ছয় মারেন নাইট শিবিরের এই তিন তারকা সেই মেগা সিক্রেট এবার আউট৷ আউট করে দিলেন খোদ রিঙ্কু সিংই৷
তিনি জানিয়েছেন , ‘‘ওঁরা দুজনেই (রাসেল এবং নারিন) অনেক পাওয়ার দিয়ে মারেন৷ রাসেল, দ্য মাসেল এরকম বড় ছয় মারেন৷ এমনকি সানিও (সুনীল নারিন) বড় ছক্কা মারতে পারেন৷’’
তিনি জানিয়েছেন , ‘‘ওঁরা দুজনেই (রাসেল এবং নারিন) অনেক পাওয়ার দিয়ে মারেন৷ রাসেল, দ্য মাসেল এরকম বড় ছয় মারেন৷ এমনকি সানিও (সুনীল নারিন) বড় ছক্কা মারতে পারেন৷’’
তিনি আরও  বলেন, ‘‘ওদের হাত দেখুন আর আমার হাত দেখুন৷ আমার ওত জোর নেই, আমি জাস্ট বলকে টাইম করি৷’’
তিনি আরও  বলেন, ‘‘ওদের হাত দেখুন আর আমার হাত দেখুন৷ আমার ওত জোর নেই, আমি জাস্ট বলকে টাইম করি৷’’