তবে স্টার্কের মত অভিজ্ঞ ও বিশ্বসেরা বোলার যে ঘুড়ে দাঁড়াতে জানে সেই কথাও জানিয়েছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে খারাপ সময়ে মিচেল স্টার্কের পাশেও দাঁড়িয়েছেন কেকেআর অধিনায়ক।

২৫ কোটি টাকার বোলারের কামব্যাক! কেকেআর মালিকের সামনে স্টার্কের বড় ‘কাণ্ড’

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর তাঁকে দলে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। ফলে তাঁর উপর আলাদা নজর তো সবার থাকবেই।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর তাঁকে দলে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। ফলে তাঁর উপর আলাদা নজর তো সবার থাকবেই।
পয়লা বৈশাখে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নামার আগে পর্যন্ত এবারের আইপিএলে ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। রান দিয়েছেন ১৫৪।
পয়লা বৈশাখে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নামার আগে পর্যন্ত এবারের আইপিএলে ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। রান দিয়েছেন ১৫৪।
অনেকেই বলছেন, স্টার্ককে এত দাম দিয়ে নেওয়া মানে টাকা জলে ফেলা। তবে কেকেআর তা মানতে নারাজ। দলের মেন্টর গৌতম গম্ভীর সটান বলে দেন, স্টার্ক দুর্দান্ত বোলার।
অনেকেই বলছেন, স্টার্ককে এত দাম দিয়ে নেওয়া মানে টাকা জলে ফেলা। তবে কেকেআর তা মানতে নারাজ। দলের মেন্টর গৌতম গম্ভীর সটান বলে দেন, স্টার্ক দুর্দান্ত বোলার।
গম্ভীরের কথা সত্যি বলে প্রমাণিত হল শেষমেশ। ফর্মে ফিরলেন স্টার্ক। লখনউয়ের বিরুদ্ধে নিলেন তিন উইকেট।
গম্ভীরের কথা সত্যি বলে প্রমাণিত হল শেষমেশ। ফর্মে ফিরলেন স্টার্ক। লখনউয়ের বিরুদ্ধে নিলেন তিন উইকেট।
তবে এদিনও স্টার্ক রান দিলেন ভালই। চার ওভারে ২৮। তার বদলে তুলে নিলেন দীপক হুডা, নিকোলাস পুরান ও আরশাদ খানের উইকেট।
তবে এদিনও স্টার্ক রান দিলেন ভালই। চার ওভারে ২৮। তার বদলে তুলে নিলেন দীপক হুডা, নিকোলাস পুরান ও আরশাদ খানের উইকেট।
কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলল ১৬১ রান। সাত উইকেট হারিয়ে। সুনীল নারিন এদিন এক উইকেট পেলেন। তবে তাঁকে নিষ্প্রভ দেখাল।
কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলল ১৬১ রান। সাত উইকেট হারিয়ে। সুনীল নারিন এদিন এক উইকেট পেলেন। তবে তাঁকে নিষ্প্রভ দেখাল।