রিঙ্কু সিংয়ের হাতে ঘড়ির ট্যাটু! ২টো বেজে ২০ মিনিট! জীবন বদলে গিয়েছিল ওই সময়

আলিগড়ের ছেলে তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। তবে আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে।
আলিগড়ের ছেলে তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। তবে আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে।
 ২০১৮ সালের আইপিএলের নিলামে কেকেআর রিঙ্কু সিংকে দলে নিয়েছিল। তার পর থেকেই তাঁর জীবন বদলে যায়।
২০১৮ সালের আইপিএলের নিলামে কেকেআর রিঙ্কু সিংকে দলে নিয়েছিল। তার পর থেকেই তাঁর জীবন বদলে যায়।
সম্প্রতি নাইটস ডাগআউট পডকাস্টে জীবনের কিছু অজানা গল্প শেয়ার করেছেন রিঙ্কু। জানিয়েছেন কীভাবে কেকেআর ও আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছিল।
সম্প্রতি নাইটস ডাগআউট পডকাস্টে জীবনের কিছু অজানা গল্প শেয়ার করেছেন রিঙ্কু। জানিয়েছেন কীভাবে কেকেআর ও আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছিল।
সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন তিনি। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। সেই রিঙ্কু সিং জীবনের বিশেষ মুহূর্তগুসোকে বন্দি করেছেন হাতের ট্যাটুতে।
সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন তিনি। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। সেই রিঙ্কু সিং জীবনের বিশেষ মুহূর্তগুসোকে বন্দি করেছেন হাতের ট্যাটুতে।
অনেকেই জানেন না রিঙ্কু সিংয়ের হাতে একটি ঘড়ির ট্যাটু রয়েছে। সেই ঘড়িতে দুপুর ২টো বেজে ২০ মিনিট দেখায়।
অনেকেই জানেন না রিঙ্কু সিংয়ের হাতে একটি ঘড়ির ট্যাটু রয়েছে। সেই ঘড়িতে দুপুর ২টো বেজে ২০ মিনিট দেখায়।
ওই সময় রিঙ্কু সিংকে নিলামে দলে নিয়েছিল কেকেআর। সেই সময়ের পর থেকে তাঁর পরিবারের অনেক সমস্যা দূর হয়েছিল।
ওই সময় রিঙ্কু সিংকে নিলামে দলে নিয়েছিল কেকেআর। সেই সময়ের পর থেকে তাঁর পরিবারের অনেক সমস্যা দূর হয়েছিল।
৮০ লাখ টাকায় কেকেআরে খেলেন রিঙ্কু। সেই টাকায় তাঁর পরিবারের দুঃখ-দুর্দশা মিটেছিল। ঋণ শোধ করেছিলেন তিনি।
৮০ লাখ টাকায় কেকেআরে খেলেন রিঙ্কু। সেই টাকায় তাঁর পরিবারের দুঃখ-দুর্দশা মিটেছিল। ঋণ শোধ করেছিলেন তিনি।
রিঙ্কুর ডান হাতে আরও দুটি ট্যাটু রয়েছে। একটি গোলাপ ফুলের, তাতে লেখা Family. আরেকটি পায়রার, যা কি না শান্তির প্রতীক।
রিঙ্কুর ডান হাতে আরও দুটি ট্যাটু রয়েছে। একটি গোলাপ ফুলের, তাতে লেখা Family. আরেকটি পায়রার, যা কি না শান্তির প্রতীক।