সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন,"আমি আইপিএলে এখনও পর্যন্ত যে কটি দলের সঙ্গে যুক্ত থেকেছে তার মধ্যে মালিক হিসেবে শাহরুখ খান সেরা। আমি ৭ বছর কেকেআরের অধিনায়ক ছিলাম। আমার সঙ্গে ৭ মিনিট কোনও দিন ক্রিকেট নিয়ে কথা বলেনি। পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল।"

KKR Team News: গম্ভীরের ঝাঁঝেই জ্বলে যাচ্ছে বিপক্ষ, যুদ্ধের ব্লু প্রিন্ট বানানো থেকে আম্পায়রের সঙ্গে ঝগড়া, সুপারহিট গোতি

শাহরুখ খান কোনও ভুল করেন না! না হলে প্রিয় গৌতম গম্ভীরকে এমনভাবে ফিরিয়ে আনা যায়৷ পরশ পাথরের স্পর্শে যেমন সোনা হয়ে ওঠে সব ঠিক তেমনিই কেকেআরের মধ্যে না হারার মানসিকতা পুঁতে দিয়েছেন গম্ভীর৷ যে যেখানে নামবে, যে যেখানে দায়িত্ব পাবে সেখানেই পারফরম্যান্স দিয়ে দলকে সমৃদ্ধ করবে৷ Photo- File 
শাহরুখ খান কোনও ভুল করেন না! না হলে প্রিয় গৌতম গম্ভীরকে এমনভাবে ফিরিয়ে আনা যায়৷ পরশ পাথরের স্পর্শে যেমন সোনা হয়ে ওঠে সব ঠিক তেমনিই কেকেআরের মধ্যে না হারার মানসিকতা পুঁতে দিয়েছেন গম্ভীর৷ যে যেখানে নামবে, যে যেখানে দায়িত্ব পাবে সেখানেই পারফরম্যান্স দিয়ে দলকে সমৃদ্ধ করবে৷ Photo- File
মাঠের বাইরে বাউন্ডারি রোপের বাইরে বসে থাকলেও তিনিই দলের ব্যান্ডমাস্টার৷ এর আগে ফুটবল মাঠের ম্যানেজার বা কোচরাই ম্যাচ পরিচালনা করেন সকলেই তা জানেন৷ কিন্তু ক্রিকেটেও তাই৷ চেনা প্রবাদ ‘ফুটবল কোচেস গেম’ আর ‘ক্রিকেট ক্যাপ্টেনস গেম’- কিন্তু এই তথ্যকেও ভুল প্রমাণ করে দিচ্ছেন তিনি৷ Photo- File 
মাঠের বাইরে বাউন্ডারি রোপের বাইরে বসে থাকলেও তিনিই দলের ব্যান্ডমাস্টার৷ এর আগে ফুটবল মাঠের ম্যানেজার বা কোচরাই ম্যাচ পরিচালনা করেন সকলেই তা জানেন৷ কিন্তু ক্রিকেটেও তাই৷ চেনা প্রবাদ ‘ফুটবল কোচেস গেম’ আর ‘ক্রিকেট ক্যাপ্টেনস গেম’- কিন্তু এই তথ্যকেও ভুল প্রমাণ করে দিচ্ছেন তিনি৷ Photo- File
রোজই শ্রেয়স অধিনায়ক হিসেবে নামছেন আর দল চালাচ্ছেন গৌতম গম্ভীর৷ পুরনো কি প্লেয়ারদের ফর্মে ফিরিয়ে এনেছেন তিনি সুনীল নারিন থেকে আন্দ্রে রাসেল সকলেই দুরন্ত৷ কাজ দিচ্ছেন উইকেটকিপার ফিল সল্টও৷ Photo- File 
রোজই শ্রেয়স অধিনায়ক হিসেবে নামছেন আর দল চালাচ্ছেন গৌতম গম্ভীর৷ পুরনো কি প্লেয়ারদের ফর্মে ফিরিয়ে এনেছেন তিনি সুনীল নারিন থেকে আন্দ্রে রাসেল সকলেই দুরন্ত৷ কাজ দিচ্ছেন উইকেটকিপার ফিল সল্টও৷ Photo- File
কিন্তু এবার তিনি ঝগড়াও শুরু করে দিলেন দলের হয়ে তাও আবার আম্পায়ারের সঙ্গে৷ রবিবার বিরাট কোহলি বিতর্কিতভাবে আউট দেওয়ার পরে মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করার পরে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরও বাউন্ডারি রোপের কাছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছিলেন। Photo Courtesy- X Account 
কিন্তু এবার তিনি ঝগড়াও শুরু করে দিলেন দলের হয়ে তাও আবার আম্পায়ারের সঙ্গে৷ রবিবার বিরাট কোহলি বিতর্কিতভাবে আউট দেওয়ার পরে মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করার পরে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরও বাউন্ডারি রোপের কাছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছিলেন। Photo Courtesy- X Account
ধারাভাষ্যকার সহ অনেকেই বুঝতে পারেননি প্রাথমিকভাবে এটি কী ছিল। কিন্তু পরে বোঝা গেল সুনীল নারিন তাঁর কোটার ওভার বোলিং করে মাঠ ছেড়েছেন এবং রাহমানুল্লাহ গুরবাজ এসেছেন।এই নিয়েই আলোচনা হচ্ছিল। গুরবাজকে আম্পায়ার  চলে যেতে বলেন এবং নারিন আবার ফিরে আসেন। Photo Courtesy- X Account 
ধারাভাষ্যকার সহ অনেকেই বুঝতে পারেননি প্রাথমিকভাবে এটি কী ছিল। কিন্তু পরে বোঝা গেল সুনীল নারিন তাঁর কোটার ওভার বোলিং করে মাঠ ছেড়েছেন এবং রাহমানুল্লাহ গুরবাজ এসেছেন।এই নিয়েই আলোচনা হচ্ছিল। গুরবাজকে আম্পায়ার  চলে যেতে বলেন এবং নারিন আবার ফিরে আসেন। Photo Courtesy- X Account
আসলে এই কেকেআর দলের আসল চাবিকাঠি নিয়ে রেখেছেন গৌতম গম্ভীরই৷ তিনিই হ্যামলিনের বাঁশিওয়ালা৷ তাঁর সুরেই দল উঠছে ও নামছে৷  এই মুহূর্তে আরসিবিকে হারানোর পর আইপিএল পয়েন্ট টেবলে ২ নম্বরে রয়েছে কেকআর৷ শুক্রবার কেকেআরের পরের ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে৷  Photo- File 
আসলে এই কেকেআর দলের আসল চাবিকাঠি নিয়ে রেখেছেন গৌতম গম্ভীরই৷ তিনিই হ্যামলিনের বাঁশিওয়ালা৷ তাঁর সুরেই দল উঠছে ও নামছে৷  এই মুহূর্তে আরসিবিকে হারানোর পর আইপিএল পয়েন্ট টেবলে ২ নম্বরে রয়েছে কেকআর৷ শুক্রবার কেকেআরের পরের ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে৷  Photo- File
এমনকি এই আইপিএলে শ্রেয়স আইয়ারও একেবারেই গৌতম গম্ভীরের কথায় নড়ছেন, চড়ছেন দল পরিচালনা করছেন৷ আর তাই এই দলের ফ্যানরা ২০১২, ২০১৪- পর ফের একবার ২০২৪ এ স্বপ্ন দেখছেন৷  Photo- File
এমনকি এই আইপিএলে শ্রেয়স আইয়ারও একেবারেই গৌতম গম্ভীরের কথায় নড়ছেন, চড়ছেন দল পরিচালনা করছেন৷ আর তাই এই দলের ফ্যানরা ২০১২, ২০১৪- পর ফের একবার ২০২৪ এ স্বপ্ন দেখছেন৷  Photo- File