আইপিএলে তিনি আসল অধিনায়ক নয়- এরকম বলছে ফ্যানরা

IPL 2024: টসের সময় তোতলাচ্ছেন শ্রেয়স আইয়ার, কে খেলছে জানেনও না, ‘আসল অধিনায়ক’ কে বুঝে নিল সবাই!

: আইপিএলে সময়টা ভাল যাচ্ছে শ্রেয়স আইয়ারের, কিন্তু সত্যিই কি তাই? পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কেকেআর, দুটোতেই জয়। আরসিবি বনাম কেকেআর ম্যাচে তো দারুণভাবে ম্যাচ জিতেছে গৌতম গম্ভীরের ছেলেরা! তাহলে কেন শ্রেয়সের সময়টা ভাল যাচ্ছে না ভাবা হচ্ছে৷ নেটিজেনরা বলছেন কোন দল খেলবে সেটা টসের সময়ে এসেও যদি অধিনায়ক না জানে তাহলে ... Photo- AP 
: আইপিএলে সময়টা ভাল যাচ্ছে শ্রেয়স আইয়ারের, কিন্তু সত্যিই কি তাই? পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কেকেআর, দুটোতেই জয়। আরসিবি বনাম কেকেআর ম্যাচে তো দারুণভাবে ম্যাচ জিতেছে গৌতম গম্ভীরের ছেলেরা! তাহলে কেন শ্রেয়সের সময়টা ভাল যাচ্ছে না ভাবা হচ্ছে৷ নেটিজেনরা বলছেন কোন দল খেলবে সেটা টসের সময়ে এসেও যদি অধিনায়ক না জানে তাহলে … Photo- AP
২৯ মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-র  ম্যাচের টসের সময় তোতলাচ্ছিলেন শ্রেয়স! এরকম ভড়কে  কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে এরপরেই সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ট্রোলিং এবং মেম শুরু হয়ে যায়৷
২৯ মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-র  ম্যাচের টসের সময় তোতলাচ্ছিলেন শ্রেয়স! এরকম ভড়কে  কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে এরপরেই সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ট্রোলিং এবং মেম শুরু হয়ে যায়৷
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ এরপরেই ২৫ মার্চ হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের আগের ম্যাচের পর থেকে এদিনের ম্যাচে দলে করা একক পরিবর্তন দেখে হতবাক হয়েছিলেন নাইট অধিনায়ক৷ Photo- AP
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ এরপরেই ২৫ মার্চ হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের আগের ম্যাচের পর থেকে এদিনের ম্যাচে দলে করা একক পরিবর্তন দেখে হতবাক হয়েছিলেন নাইট অধিনায়ক৷ Photo- AP
আসলে নাকি দুটি টিম লিস্ট নিয়ে মাঠে নেমেছিলেন কেকেআর অধিনায়ক৷ যেটা তিনি নিজেই জানতেন না৷ একটি দলে নীতিশ রানা ছিলেন এবং একটি লিস্টে অনুকূল রায় ও নীতিশ রানা ছিল৷ তাই যখন তাঁকে টসের পর দল সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন দুটো টিম লিস্ট দেখে একটুর জন্য তুতলে গিয়েছিলেন কেকেআর অধিনায়ক৷ Photo- AP
আসলে নাকি দুটি টিম লিস্ট নিয়ে মাঠে নেমেছিলেন কেকেআর অধিনায়ক৷ যেটা তিনি নিজেই জানতেন না৷ একটি দলে নীতিশ রানা ছিলেন এবং একটি লিস্টে অনুকূল রায় ও নীতিশ রানা ছিল৷ তাই যখন তাঁকে টসের পর দল সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন দুটো টিম লিস্ট দেখে একটুর জন্য তুতলে গিয়েছিলেন কেকেআর অধিনায়ক৷ Photo- AP
পরে অবশ্য কলকাতা দলে দল পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শ্রেয়স আইয়ার প্রকাশ করেছিলেন যে অনুকূল রায়ই আরসিবি বনাম কেকেআর ম্যাচে দলে আসবেন।
পরে অবশ্য কলকাতা দলে দল পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শ্রেয়স আইয়ার প্রকাশ করেছিলেন যে অনুকূল রায়ই আরসিবি বনাম কেকেআর ম্যাচে দলে আসবেন।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এটি৷ কী করে একজন অধিনায়ক টসের সময়ও নিশ্চিতভাবে তাঁর দলে হওয়া পরিবর্তনটি সম্পর্কে জানতেন না৷ কেকেআর ফ্যানরা বলতে থাকেন এতেই বোঝা যাচ্ছে দলের আসল অধিনায়ক কে৷ Photo- AP
এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এটি৷ কী করে একজন অধিনায়ক টসের সময়ও নিশ্চিতভাবে তাঁর দলে হওয়া পরিবর্তনটি সম্পর্কে জানতেন না৷ কেকেআর ফ্যানরা বলতে থাকেন এতেই বোঝা যাচ্ছে দলের আসল অধিনায়ক কে৷ Photo- AP
শ্রেয়স আইয়ার বলেছিলেন, ‘‘আমরা যেভাবে শুরু করেছি তাতে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷ বোলিংয়ে অনুকূল এসেছে৷ ও বাবা আমি খুবই দ্বিধায়, আমাকে দুটি দল দেওয়া হয়েছে৷’’ Photo- AP
শ্রেয়স আইয়ার বলেছিলেন, ‘‘আমরা যেভাবে শুরু করেছি তাতে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷ বোলিংয়ে অনুকূল এসেছে৷ ও বাবা আমি খুবই দ্বিধায়, আমাকে দুটি দল দেওয়া হয়েছে৷’’ Photo- AP