কেকেআর ম্যানেজমেন্টের সরকারি বার্তা এখনও দেয়নি, কিন্তু ফ্যানরা আর হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন না একেবারে সরাসরি বলে দিচ্ছেন এ দিয়ে তো জল গরম হচ্ছে না৷ ঠারেঠোরে একেবারে স্টার্ক সরাও চেঁচামিচি জুড়ে দিয়েছেন৷

KKR Team News: ইডেনে কোনওরকমে লজ্জা নিবারণ স্টার্কের, সমালোচনার গুঞ্জনে সরগরম ময়দান

কেকেআর ম্যানেজমেন্টের সরকারি বার্তা এখনও দেয়নি, কিন্তু ফ্যানরা আর হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন না একেবারে সরাসরি বলে দিচ্ছেন এ দিয়ে তো জল গরম হচ্ছে না৷ ঠারেঠোরে একেবারে স্টার্ক সরাও চেঁচামিচি জুড়ে দিয়েছেন৷
কেকেআর ম্যানেজমেন্টের সরকারি বার্তা এখনও দেয়নি, কিন্তু ফ্যানরা আর হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন না একেবারে সরাসরি বলে দিচ্ছেন এ দিয়ে তো জল গরম হচ্ছে না৷ ঠারেঠোরে একেবারে স্টার্ক সরাও চেঁচামিচি জুড়ে দিয়েছেন৷
২৪.৭৫ কোটি টাকায় কেনা প্লেয়ার এখনও মাত্র ৬ টি উইকেট নিয়েছেন৷ রবিবাসরীয় কেকেআরেও তাঁর পারফরম্যান্স  ফের একবার প্রশ্নের তলায়৷ দলের প্রধান স্ট্রাইক বোলারকে দিয়ে চার ওভার বলও শেষ করাতে পারল না৷ Photo- AP
২৪.৭৫ কোটি টাকায় কেনা প্লেয়ার এখনও মাত্র ৬ টি উইকেট নিয়েছেন৷ রবিবাসরীয় কেকেআরেও তাঁর পারফরম্যান্স  ফের একবার প্রশ্নের তলায়৷ দলের প্রধান স্ট্রাইক বোলারকে দিয়ে চার ওভার বলও শেষ করাতে পারল না৷ Photo- AP
৩ ওভারে তিনি ৫৫ রান দিয়ে একটিই মাত্র উইকেট নিয়েছেন৷ সেটি নিজের বোলিংয়ের ফলো থ্রুতে নিজে ক্যাচ নেন করণ শর্মার৷ যদিও তার আগেই কর্ণ শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রান লুটে নিয়েছেন মিচেল স্টার্কের বোলিং থেকেই৷ Photo Courtesy- X Account
৩ ওভারে তিনি ৫৫ রান দিয়ে একটিই মাত্র উইকেট নিয়েছেন৷ সেটি নিজের বোলিংয়ের ফলো থ্রুতে নিজে ক্যাচ নেন করণ শর্মার৷ যদিও তার আগেই করণ শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রান লুটে নিয়েছেন মিচেল স্টার্কের বোলিং থেকেই৷ Photo Courtesy- X Account
না ওপেনিং বোলিং স্লটে তিনি উইকেট নিয়ে বিপক্ষকে ধাক্কা দিতে পারছেন, আবার ডেথ ওভারেও খাবি খাচ্ছেন অজি স্পিডস্টার৷ এই অবস্থায় ৬ উইকেটেই সন্তুষ্ট থাকতে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে৷
না ওপেনিং বোলিং স্লটে তিনি উইকেট নিয়ে বিপক্ষকে ধাক্কা দিতে পারছেন, আবার ডেথ ওভারেও খাবি খাচ্ছেন অজি স্পিডস্টার৷ এই অবস্থায় ৬ উইকেটেই সন্তুষ্ট থাকতে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে৷
আগে রাজস্থান রয়্যালসের ম্যাচে শেষ ওভারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছেছিল কেকেআর৷ বেন স্টোকসের দুরন্ত শতরানের চেয়ে সেদিন অজি স্পিডস্টার মিচেল স্টার্কের বোলিংয়ের রান দেওয়াটাকেই দোষ ঠাউরেছিলেন ক্রিকেটবোদ্ধারা৷ Photo- AP
আগে রাজস্থান রয়্যালসের ম্যাচে শেষ ওভারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছেছিল কেকেআর৷ বেন স্টোকসের দুরন্ত শতরানের চেয়ে সেদিন অজি স্পিডস্টার মিচেল স্টার্কের বোলিংয়ের রান দেওয়াটাকেই দোষ ঠাউরেছিলেন ক্রিকেটবোদ্ধারা৷ Photo- AP
রবিবার আরসিবির বিরুদ্ধে শেষ মুহূর্তে শেষ ওভার বল করতে এসে করণ শর্মাকে ৩ টি ছক্কা হাঁকাতে দেন৷ এরপর শেষ বলে যখন ২ রান দরকার তখন স্টার্কের বলে স্কিলে ভরা ক্যাচ নিয়ে দলকে জেতানো ও মিচেল স্টার্কের সম্মানরক্ষা করেন ফিল সল্ট৷ Photo Courtesy- X Account
রবিবার আরসিবির বিরুদ্ধে শেষ মুহূর্তে শেষ ওভার বল করতে এসে করণ শর্মাকে ৩ টি ছক্কা হাঁকাতে দেন৷ এরপর শেষ বলে যখন ২ রান দরকার তখন স্টার্কের বলে স্কিলে ভরা ক্যাচ নিয়ে দলকে জেতানো ও মিচেল স্টার্কের সম্মানরক্ষা করেন ফিল সল্ট৷ Photo Courtesy- X Account