KKR Team News: থিঙ্কট্যাঙ্ক বারবারই মিচেল স্টার্কের পাশে থেকেছে৷ এবার শুক্রবার ইডেন গার্ডেন্সে কি নাইট ফ্যানদের দীর্ঘদিনের চাহিদা মিটতে চলেছে, যে স্টার্ককে (Mitchell Starc) এবার প্লেয়িং ইলেভেন থেকে বসিয়ে দেওয়া হোক৷ আগে গৌতম গম্ভীর বলেছিলেন স্টার্কের ৪ টি ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁকে বসানো উচিত নয়, আবার দিন দুয়েক আগে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরও পাশে থাকার বার্তাই দিয়েছিলেন৷ কিন্তু দামীতম প্লেয়ার একের এক রান খসিয়ে যাওয়া ও উইকেট হীণ স্পেল কি শাহরুখের দলের ম্যানেজমেন্টকে অন্য কিছু ভাবতে বাধ্য করল৷

KKR Team News: শুক্রবারই কি সত্যি এবার নয় নেভার! স্টার্ককে বসিয়ে মাত্র দেড় কোটির বিদেশিকে খেলানোর ভাবনা থিঙ্কট্যাঙ্কের, রইল দলের নীল নকশা

KKR Team News: থিঙ্কট্যাঙ্ক বারবারই মিচেল স্টার্কের পাশে থেকেছে৷ এবার শুক্রবার ইডেন গার্ডেন্সে কি নাইট ফ্যানদের দীর্ঘদিনের চাহিদা মিটতে চলেছে, যে স্টার্ককে (Mitchell Starc) এবার প্লেয়িং ইলেভেন থেকে বসিয়ে দেওয়া হোক৷ আগে গৌতম গম্ভীর বলেছিলেন স্টার্কের ৪ টি ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁকে বসানো উচিত নয়, আবার দিন দুয়েক আগে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরও পাশে থাকার বার্তাই দিয়েছিলেন৷ কিন্তু দামীতম প্লেয়ার একের এক রান খসিয়ে যাওয়া ও উইকেট হীণ স্পেল কি শাহরুখের দলের ম্যানেজমেন্টকে অন্য কিছু ভাবতে বাধ্য করল৷
KKR Team News: থিঙ্কট্যাঙ্ক বারবারই মিচেল স্টার্কের পাশে থেকেছে৷ এবার শুক্রবার ইডেন গার্ডেন্সে কি নাইট ফ্যানদের দীর্ঘদিনের চাহিদা মিটতে চলেছে, যে স্টার্ককে (Mitchell Starc) এবার প্লেয়িং ইলেভেন থেকে বসিয়ে দেওয়া হোক৷ আগে গৌতম গম্ভীর বলেছিলেন স্টার্কের ৪ টি ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁকে বসানো উচিত নয়, আবার দিন দুয়েক আগে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরও পাশে থাকার বার্তাই দিয়েছিলেন৷ কিন্তু দামীতম প্লেয়ার একের এক রান খসিয়ে যাওয়া ও উইকেট হীণ স্পেল কি শাহরুখের দলের ম্যানেজমেন্টকে অন্য কিছু ভাবতে বাধ্য করল৷
কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে শুক্রবার নাইট বাহিনী হয়ত মিচেল স্টার্ককে ছাড়াই নামতে পারে৷ বিকল্প হিসেবে দলে যে বিদেশি আসতে পারেন তিনি অলরাউন্ডার৷ এদিকে স্টার্ককে বসানোর কারণ হিসেবে তাঁর হাতের আঙুলে চোটের তত্ত্ব খাড়া করেছে টিম ম্যানেজমেন্ট৷ অর্থাৎ ২৪.৭৫ কোটি টাকার প্লেয়ারকে না খেলানোর জন্য পারফরম্যান্সের অভাব তত্ত্বে এখনও সিলমোহর দিচ্ছে না ম্যানেজমেন্ট৷ 
কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে শুক্রবার নাইট বাহিনী হয়ত মিচেল স্টার্ককে ছাড়াই নামতে পারে৷ বিকল্প হিসেবে দলে যে বিদেশি আসতে পারেন তিনি অলরাউন্ডার৷ এদিকে স্টার্ককে বসানোর কারণ হিসেবে তাঁর হাতের আঙুলে চোটের তত্ত্ব খাড়া করেছে টিম ম্যানেজমেন্ট৷ অর্থাৎ ২৪.৭৫ কোটি টাকার প্লেয়ারকে না খেলানোর জন্য পারফরম্যান্সের অভাব তত্ত্বে এখনও সিলমোহর দিচ্ছে না ম্যানেজমেন্ট৷
তাঁর নাম শেরফানে রাদারফোর্ড৷ তিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷
তাঁর নাম শেরফানে রাদারফোর্ড৷ তিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷
২০১৯ থেকে আইপিএলে খেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার তবে পারফরম্যান্স সেরকম চমকপ্রদ কিছু নয়৷ ডানহাতি ফাস্ট মিডিয়াম এই বোলার দিল্লি ক্যাপিটাল্সের জার্সিতে ৭৩ রান করেছিলেন এবং ১ টি উইকেট নিয়েছিলেন৷ এরপর তিনি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন৷ সানরাইডার্সে তিনি জনি বেয়রেস্তোর বিকল্প হিসেবে এলেও একটি ম্যাচেও খেললেনি ২০২১ সালে৷ অন্যদিকে ২০২২ সালে আরসিবি-র জার্সিতে তিনি ৩ টি ম্যাচ খেলেছিলেন৷
২০১৯ থেকে আইপিএলে খেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার তবে পারফরম্যান্স সেরকম চমকপ্রদ কিছু নয়৷ ডানহাতি ফাস্ট মিডিয়াম এই বোলার দিল্লি ক্যাপিটাল্সের জার্সিতে ৭৩ রান করেছিলেন এবং ১ টি উইকেট নিয়েছিলেন৷ এরপর তিনি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন৷ সানরাইডার্সে তিনি জনি বেয়রেস্তোর বিকল্প হিসেবে এলেও একটি ম্যাচেও খেললেনি ২০২১ সালে৷ অন্যদিকে ২০২২ সালে আরসিবি-র জার্সিতে তিনি ৩ টি ম্যাচ খেলেছিলেন৷
এদিকে তিনি দলে এলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন চেতন সাকারিয়াকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট৷ মিচেল স্টার্ক না থাকায় তাঁর বিকল্প বাঁ হাতি পেসারের দায়িত্ব সামলাতে পারেন সাকারিয়া৷ এর আগের ম্যাচ সুয়শ শর্মা খেলছিলেন এই স্লটে এদিন তাঁর জায়গায় আসতে পারেন সাকারিয়া৷
এদিকে তিনি দলে এলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন চেতন সাকারিয়াকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট৷ মিচেল স্টার্ক না থাকায় তাঁর বিকল্প বাঁ হাতি পেসারের দায়িত্ব সামলাতে পারেন সাকারিয়া৷ এর আগের ম্যাচ সুয়শ শর্মা খেলছিলেন এই স্লটে এদিন তাঁর জায়গায় আসতে পারেন সাকারিয়া৷
সেক্ষেত্রে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে কেকেআরের দল এরকম হতে পারে- ফিল সল্ট (Phil Salt), সুনীল নারিন (Sunil Narine), অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi), বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল ( Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh), শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy),  চেতন সাাকরিয়া (Chetan Sakariya) (ইমপ্যাক্ট সাব)
সেক্ষেত্রে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে কেকেআরের দল এরকম হতে পারে- ফিল সল্ট (Phil Salt), সুনীল নারিন (Sunil Narine), অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi), বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল ( Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh), শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy),  চেতন সাাকরিয়া (Chetan Sakariya) (ইমপ্যাক্ট সাব)

 

Shreyas Iyer (c), Srikar Bharat, Manish Pandey, Rahmanullah Gurbaz (wk), Ramandeep Singh, Nitish Rana (vc), Sherfane Rutherford, Phil Salt, Rinku Singh, Venkatesh Iyer, Sunil Narine, Anukul Roy, Andre Russell, Vaibhav Arora, Dushmantha Chameera, Harshit Rana, Mujeeb Ur Rahman, Chetan Sakariya, Mitchell Starc, Suyash Sharma, Varun Chakravarthy, Angkrish Raghuvanshi, Sakib Hussain