এ  মরশুমে কেকেআর দারুণ ফর্মে ছুটছে৷ আর কেকেআরের সাফল্যের যাঁরা নেপথ্য কারিগর রয়েছে তাঁদের মধ্যে অন্যতম কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট ও সুনীল নারিন৷ কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলা কেকেআর এই মুহূর্তে একটা সমস্যার সামনে৷ তা হল প্লে অফে ফিল সল্টকে কি আদৌ পাবে কেকেআর৷ Photo -AP 

KKR Team News: কেকেআর কি Playoffs 2024 এ ফিল সল্টকে খেলাতে পারবে, বোর্ডের বড় সিদ্ধান্ত

এ  মরশুমে কেকেআর দারুণ ফর্মে ছুটছে৷ আর কেকেআরের সাফল্যের যাঁরা নেপথ্য কারিগর রয়েছে তাঁদের মধ্যে অন্যতম কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট ও সুনীল নারিন৷ কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলা কেকেআর এই মুহূর্তে একটা সমস্যার সামনে৷ তা হল প্লে অফে ফিল সল্টকে কি আদৌ পাবে কেকেআর৷ Photo -AP 
এ  মরশুমে কেকেআর দারুণ ফর্মে ছুটছে৷ আর কেকেআরের সাফল্যের যাঁরা নেপথ্য কারিগর রয়েছে তাঁদের মধ্যে অন্যতম কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট ও সুনীল নারিন৷ কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলা কেকেআর এই মুহূর্তে একটা সমস্যার সামনে৷ তা হল প্লে অফে ফিল সল্টকে কি আদৌ পাবে কেকেআর৷ Photo -AP
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই- এই মুহূর্তে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড  অর্থাৎ ইসিবি-র সঙ্গে৷  আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও দল নির্বাচন হয়ে গেছে৷ তাই বহু বিদেশি ক্রিকেটারই আইপিএল পুরো না খেলেই নিজেদের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷ কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ইংলিশ ক্রিকেটারদের প্লে অফ পর্বে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই- এই মুহূর্তে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড  অর্থাৎ ইসিবি-র সঙ্গে৷  আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও দল নির্বাচন হয়ে গেছে৷ তাই বহু বিদেশি ক্রিকেটারই আইপিএল পুরো না খেলেই নিজেদের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷ কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ইংলিশ ক্রিকেটারদের প্লে অফ পর্বে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
অর্থাৎ কেকেআরের ফিল সল্টকে যাতে কেকেআর  আইপিএল ২০২৪-র প্লে অফের জন্য খেলাতে পারে সেই চেষ্টা চলছে৷ এই মরশুমে নাইট জার্সিতে ১১ টি ম্যাচে খেলেছেন ফিল সল্ট৷ তাঁর মোট রান ৪২৯৷
অর্থাৎ কেকেআরের ফিল সল্টকে যাতে কেকেআর  আইপিএল ২০২৪-র প্লে অফের জন্য খেলাতে পারে সেই চেষ্টা চলছে৷ এই মরশুমে নাইট জার্সিতে ১১ টি ম্যাচে খেলেছেন ফিল সল্ট৷ তাঁর মোট রান ৪২৯৷
ইংল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের দ্বিপাক্ষিক সিরিজের জন্য দেশে ফিরবে যা আগামী মাসে আয়োজিত হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ জাতীয় দলের  প্রস্তুতি হিসাবেই এই সিরিজ খেলা হবে এমনটা জানা গেছে৷ Photo- AP
ইংল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের দ্বিপাক্ষিক সিরিজের জন্য দেশে ফিরবে যা আগামী মাসে আয়োজিত হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ জাতীয় দলের  প্রস্তুতি হিসাবেই এই সিরিজ খেলা হবে এমনটা জানা গেছে৷ Photo- AP
ইংল্যান্ড বনাম পাকিস্তান T20I সিরিজ এবং আইপিএল ২০২৪-র প্লে অফের সময় একই সঙ্গে। আইপিএল ২০২৪-র  নকআউট ২১ মে শুরু হবে৷  পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা এর ঠিক একদিন পরে। সেক্ষেত্রে, যদি ইংলিশ খেলোয়াড়রা জাতীয় দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে যান  তবে তারা সম্ভবত এক সপ্তাহ আগেই চলে যাবেন৷ Photo -AP
ইংল্যান্ড বনাম পাকিস্তান T20I সিরিজ এবং আইপিএল ২০২৪-র প্লে অফের সময় একই সঙ্গে। আইপিএল ২০২৪-র  নকআউট ২১ মে শুরু হবে৷  পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা এর ঠিক একদিন পরে। সেক্ষেত্রে, যদি ইংলিশ খেলোয়াড়রা জাতীয় দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে যান  তবে তারা সম্ভবত এক সপ্তাহ আগেই চলে যাবেন৷ Photo -AP
আর ইংলিশ ক্রিকেটাররা দেশে ফিরে গেল যে দুই ফ্রাঞ্চাইজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইটস রাইডার্স। কেকেআর জার্সিতে ফিল সল্ট  এবং রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার  এই মরশুমের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন৷ যা তাঁদের নিজের নিজের ফ্রাঞ্চাইজি দলের জয়ের বড় ভূমিকা রেখেছে৷ Photo- AP
আর ইংলিশ ক্রিকেটাররা দেশে ফিরে গেল যে দুই ফ্রাঞ্চাইজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইটস রাইডার্স। কেকেআর জার্সিতে ফিল সল্ট  এবং রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার  এই মরশুমের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন৷ যা তাঁদের নিজের নিজের ফ্রাঞ্চাইজি দলের জয়ের বড় ভূমিকা রেখেছে৷ Photo- AP
এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে, KKR এবং RR পয়েন্ট টেবিলে এক-দু নম্বর স্থানে রয়েছে৷ অফিসিয়ালি প্লে অফের শেষ চারে খেলার জন্য তাদের আরও একটি করে জয় দরকার।
এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে, KKR এবং RR পয়েন্ট টেবিলে এক-দু নম্বর স্থানে রয়েছে৷ অফিসিয়ালি প্লে অফের শেষ চারে খেলার জন্য তাদের আরও একটি করে জয় দরকার।
আগে ইসিবি ডিরেক্টর রব  যে বাটলার চান  টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া খেলোয়াড়রা পাকিস্তান সিরিজে দেশে ফিরে আসুক। “আমি তাকে (বাটলারকে) খুব প্রথম দিকে জিজ্ঞাসা করেছিলাম এবং বলেছিলাম, 'দেখুন, ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে, আপনি অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজটি করতে চলেছেন।’’
আগে ইসিবি ডিরেক্টর রব  যে বাটলার চান  টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া খেলোয়াড়রা পাকিস্তান সিরিজে দেশে ফিরে আসুক। “আমি তাকে (বাটলারকে) খুব প্রথম দিকে জিজ্ঞাসা করেছিলাম এবং বলেছিলাম, ‘দেখুন, ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে, আপনি অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজটি করতে চলেছেন।’’