প্রথম ৩ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সিএসকের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে হারতে হয়েছে নাইটদের।

KKR vs CSK: জ্বলে উঠতে ব্যর্থ রাসেল-রিঙ্কুরা! চেন্নাইয়ের সামনে কত রানের টার্গেট দিল কলকাতা?

চেন্নাই: পর পর তিন ম্যাচে জয়ের পর চেন্নাইয়ের সামনে কঠিন লড়াইয়ের মুখে পড়ল কেকেআর৷ টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান  তুলল কলকাতা৷ মূলত রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিংয়ের সামনেই ভেঙে থমকে গেল কলকাতার রান তোলার গতি৷ তার সঙ্গে উইকেটের পিছন থেকে ছিল এম এস ধোনির ক্ষুরধার মস্তিষ্ক৷

এ দিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়৷ ম্যাচের প্রথম বলেই ফিরে যান কেকেআর-এর ওপেনার ফিল সল্ট৷ সেই ধাক্কা সামলে অবশ্য কলকাতার ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সুনীল নারিন এবং অঙ্গকৃষ রঘুবংশী৷ প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ তুলেও ফেলে নারিন-রঘুবংশী জুটি৷

আরও পড়ুন: মাঠ কাঁপাচ্ছেন রশিদ খানরা, তবু আফগানিস্তানে ব্যান IPL! কারণ জানেন?

কিন্তু পাওয়ার প্লের পর বোলিং করতে এসেই কলকাতাকে পরের পর ধাক্কা দিতে থাকেন রবীন্দ্র জাদেজা৷ প্রথমে সুনীল নারিন এবং তার পর অভিষেক রঘুবংশী- সেট হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকেই ফেরান জাদেজা৷ ২০ বলে ২৭ করেন নারিন৷ ১৮ বলে ২৪ করেন রঘুবংশী৷ কলকাতার আর এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ারও জাদেজার শিকার৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জাদেজা৷ চেন্নািইয়ের হয়ে ৩৩ রানে ৩ উইকেট তুলে নেন তুষার দেশপাণ্ডেও৷

কেকেআর ইনিংসের একদিক ধরে রাখেন অধিনায়ক শ্রেয়স আয়ার৷ যদিও খুব একটা ছন্দে ব্যাট করতে পারেননি তিনিও৷ দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৪ রান করেন তিনি৷ রান পাননি রমনদীপ সিং এবং রিঙ্কু সিং-ও৷ কলকাতার শেষ ভরসা ছিলেন ক্যারাবিয়ান দৈত্য আন্দ্রে রাসেল৷ কিন্তু এ দিন তিনিও জ্বলে উঠতে ব্যর্থ৷

চেন্নাই থেকে ২ পয়েন্ট নিয়ে ফেরার জন্য কলকাতার ভরসা এখন মিচেল স্টার্ক, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা৷ ২৫ কোটির স্টার্ক চেন্নাইয়ের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন কি না, সেই অপেক্ষায় কলকাতার সমর্থকরা৷ তবে স্কোরবোর্ডে কম রানের পাশাপাশি কলকাতার চিন্তা চেন্নাইয়ের মাঠের শিশির৷ ভিজে বল নিয়ন্ত্রণে রাখতে গিয়ে চেন্নাইয়ের বোলাররাও সমস্যায় পড়েন৷ দ্বিতীয় ইনিংসে কেকেআর বোলাররাও যে শিশিরের জন্য সমস্যায় পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না৷