KKR vs DC: মর্গ্যান-ত্রিপাঠির মরিয়া লড়াই কাজে এল না, ১৮ রানে হার কেকেআরের

দিল্লি ক্যাপিটালস: ২২৮/৪ (২০ ওভার)

কলকাতা নাইট রাইডার্স: ২১০/৮ (২০ ওভার)

১৮ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস

#শারজা: ম্যাচ জিততে চাই ২২৯ রান ৷ আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এত রান করে জেতেনি কোনও দলই ৷ অসম্ভব কাজটা সম্ভব আরেকটু  হলে করেই ফেলেছিলেন ইয়ন মর্গ্যান এবং রাহুল ত্রিপাঠি জুটি ৷ কিন্তু হল না ৷ তীরে এসে তরী ডুবল নাইটদের ৷ শারজায় ১৮ রানে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস ৷

২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই সুনীল নারিনের উইকেট হারায় কলকাতা ৷ ব্যাটে-বলে সবেতেই ফের একবার চূড়ান্ত ব্যর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ কেকেআর কবে দলের ওপেনিং জুটি বদলাবে ? এই প্রশ্নেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া ৷ ম্যাচের পর ম্যাচ ব্যর্থতার পরেও কেন নারিনকে ওপেন করানোর ফাটকা খেলছে কেকেআর, তা কারোর বোধগম্য না হওয়াটাই স্বাভাবিক ৷

গত দু’ম্যাচের মতো এদিনও রান পেলেন ফর্মে থাকা আরেক ওপেনার শুভমন গিল ৷ ২২ বলে ২৮ রান করেন তিনি ৷ তিন নম্বরে নামা নীতিশ রানা (৩৫ বলে ৫৮) ছন্দ পেয়ে গেলেও অর্ধশতরান করার পরেই প্যাভিলিয়ানে ফেরেন ৷ গত ম্যাচের মতো এদিনও অবশ্য ব্যাটিং অর্ডারে কিছুটা উপরেই তুলে আনা হয় অ্যান্দ্রে রাসেলকে ৷ চার নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি ৷ অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের কথা যত কম বলা যায়, ততোই ভাল ৷ এদিন ৮ বল খেলে মাত্র ৬ রান করেন তিনি ৷

রাসেল আউট হতেই কেকেআর সমর্থকরা জয়ের সব আশাই ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু শো যে আরও বাকি আছে, কে-ই বা তা ভেবেছিলেন ৷ ইয়ন মর্গ্যান ৷ কেকেআর সমর্থকরা এখন কার্তিককে সরিয়ে তাঁকেই দলের অধিনায়ক করার পক্ষে সওয়াল করছেন ৷ কী অসাধারণ ব্যাটিংটাই না এদিন করলেন তিনি ৷ মাত্র ১৮ বলে ৪৪ রান করেন মর্গ্যান ৷ মেরেছেন ৫টি বিশাল ছক্কা ও একটি বাউন্ডারি ৷ মর্গ্যানের পাশাপাশি এদিন আরও একজনের কথা অবশ্যই বলতে হয় ৷ তিনি রাহুল ত্রিপাঠি (৩৬) ৷ এবারের আইপিএলে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ ৷ আট নম্বরে ব্যাট করতে নেমেও উজ্জ্বল তিনি ৷ মর্গ্যান-ত্রিপাঠী জুটি এদিন ক্রিজে থেকে গেলে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হলেও হতে পারত ৷

Photo Courtesy: IPLT20.com/KKR
Photo Courtesy: IPLT20.com/KKR

এর আগে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুর থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দিল্লির ব্যাটসম্যানরা ৷ পৃথ্বী, শ্রেয়স, ঋষভদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে দিল্লি ক্যাপিটালস ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ স্কোর কোনও দলের ৷ শারজার ছোট মাঠে এদিন চার-ছক্কার বন্যাই দেখা গিয়েছে শ্রেয়সদের ব্যাটে ৷ পৃথ্বী শ (৬৬), অধিনায়ক শ্রেয়স আইয়ার ( ৩৮ বলে ৮৮) এবং ঋষভ পন্থ (১৭ বলে ৩৮)-এর ব্যাটে ভর করে পাহাড়প্রমাণ রান স্কোরবোর্ডে তুলতে সফল দিল্লি ৷
কেকেআর বোলারদের মধ্যে এদিন বলার মতো পারফরম্যান্স শুধুমাত্র অ্যান্দ্রে রাসেলের ৷ ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷ বাকিরা সকলেই চূড়ান্ত ব্যর্থ ৷