KKR vs GT: ইডেনে আজ স্পিন রহস্যের দ্বৈরথ! জোড়া আফগান স্পিনার বনাম বরুণ, সুয়শ

কলকাতা: শনিবার দুপুরে ক্রিকেটের নন্দনকানন ইডেনে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস বনাম কেকেআর ম্যাচ যে একটা স্পেশাল লড়াই হতে চলেছে তাতে সন্দেহ নেই। দুই দলে একাধিক তারকা। অনেক ছোট ছোট লড়াই লুকিয়ে আছে। তবে সবচেয়ে বড় লড়াইটা বোধহয় দুই দলের স্পিনারদের কেন্দ্র করে হতে চলেছে। নাইট রাইডার্স দলের প্রধান ভরসা তিনজন স্পিনার। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং তরুণ লেগ স্পিনার সুয়শ শর্মা।

নারিন এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই। প্রচুর রান দিয়েছেন। সেভাবে উন্নতি করতে পারছেন না। এমনকি তাকে বাদ দেওয়া হতে পারে এমন আলোচনা চলছে। কিন্তু মনে রাখতে হবে দিনের শেষে তিনি ম্যাচ উইনার। অনেক বেশি ধারাবাহিক লাগছে বরুণ চক্রবর্তীকে। প্রতি ম্যাচেই তিনি উইকেট নিচ্ছেন। বেঙ্গালুরুতে কোহলিদের বিরুদ্ধে দুরন্ত বল করেছিলেন।

আরও পড়ুন -KKR: শুভমান গিলকেই আজ যত ভয় কেকেআরের! ইডেনে প্রাক্তন নাইট মাথা ব্যথা বাড়িয়েছেন

পেয়েছিলেন ম্যাচের সেরা পুরস্কার। আর তরুণ সুয়শ এবারে কেকেআরের সেরা আবিষ্কার। দিল্লির এই ছেলে অত্যন্ত প্রতিভাবান। গুগলি, রং ওয়ান সব রকম বল করতে পারেন। তেমন উল্টোদিকে গুজরাত শিবিরের অন্যতম ভরসা জোড়া আফগান স্পিনার। রশিদ খান তো আছেন। সঙ্গে নতুন চায়না ম্যান নুর আহমেদ চমকে দিয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে নুর দেখিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া।

শনিবারের ইডেনে কলকাতার ব্যাটিংকে এই দুই আফগানকে সামলানো হতে চলেছে প্রধান চ্যালেঞ্জ। এই ম্যাচটা স্পিনারদের লড়াই বললেও ভুল হবে না। তবে ব্যাপার হল গুজরাতের এই দুই স্পিনারের শক্তির কথা মাথায় রেখে নাইট রাইডার্স পুরোপুরি ঘূর্ণি উইকেট বানাবে নাকি কিছুটা পেস সহায়ক উইকেট রাখবে? কারণ পুরোপুরি স্পিন উইকেট হলে সেটা বুমেরং হয়ে যেতে পারে। তবে যতক্ষণ না খেলা শুরু হচ্ছে আগাম কিছু বলা সম্ভব নয়।