কেকেআর কি আজ না খেলে চ্য়াম্পিয়ন! আইপিএল ট্রফি আসছে কলকাতায়! বড় আপডেট

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর বিজয়ী খুঁজে পেতে আর কয়েক ঘণ্টা বাকি। টুর্নামেন্টের বিজয়ীর নাম আজ রাতেই নিশ্চিত হয়ে যাবে।

যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায়, তা হলে ম্যাচ হওয়ায় কোনও সমস্যা নেই। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের এই ম্যাচের জন্য বহু সমর্থক অধীর আগ্রহে বসে আছেন। বৃষ্টি হলে টুর্নামেন্টের বিজয়ী কীভাবে নির্ধারণ করা হবে সে সম্পর্কে অনেকেই এতক্ষণে জেনে গিয়েছেন। তবুও আরেকবার আইপিএলের নিয়ম জেনে নিন।

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নতুন মেন্টর গৌতম গম্ভীরের আগমনে কেকেআর সম্পূর্ণ নতুন ভাবে হাজির।

আরও পড়ুন- শনিবার ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস, চেন্নাইতে ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটা?

১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জয়ী কেকেআর। তবে দুটি ম্যাচ বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। কেকেআর ৯টি জয়ে ১৮ পয়েন্ট এবং দুটি বাতিল ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেয়ে মোট ২০ পয়েন্ট স্কোর করে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। হায়দরাবাদের একটি ম্যাচ বাতিল হয়েছে। তারা ৮টি ম্যাচে জয় পেয়েছিল। ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল।

ফাইনালের আগে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি কলকাতা। ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টি হলে পরের দিন ম্যাচ রিজার্ভ ডে-তে যেতে পারে।

বৃষ্টি বাধা দিলে অন্তত ৫ ওভারের ম্যাচ খেলার চেষ্টা করা হবে। না হলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। এই সমস্ত বিকল্প ব্যর্থ হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কলকাতাকে ম্যাচ না খেলেই বিজয়ী ঘোষণা করা হবে।

কেকেআর এখন পর্যন্ত দুবার আইপিএল খেতাব জিতেছে। ২০১২ ও ২০১৪। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে হারায় কেকেআর। ২০১৪ সালে তারা পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি ঘরে তোলে।

আরও পড়ুন- উইনিং কম্বিনেশনে কি শেষ মুহূর্তের বদল, গম্ভীরের মেগা রণনীতির ব্লু প্রিন্ট ফাঁস!

দুবারই অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে হায়দরাবাদ তাদের প্রথম শিরোপা জিতেছিল।