KKR vs PBKS: ইডেনে সোমবার কেকেআর বনাম পঞ্জাব! রাসেলদের বিশেষ অনুশীলন শুরু

কলকাতা: শেষ ম্যাচে নিজামের শহর থেকে জিতে ফিরলেও কলকাতা নাইট রাইডার্স প্লে অফ খেলবে এমন গ্যারান্টি নেই। চন্দ্রকান্ত পণ্ডিত চেষ্টা করেছেন, কিন্তু দলটাকে এক সুতোয় বাঁধতে পারেননি। পঞ্জাব কিংসের কাছেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০। নাইটদের বিরুদ্ধে হারলেই শেষ তিনটি ম্যাচ তাঁদের কাছে মরণ-বাঁচন দ্বৈরথ। নাইটদের ঘরের মাঠে শিখর ধাওয়ানরা কী করেন, সেটাই দেখার।

শনিবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন ধাওয়ানরা। রবিবার বিকেলে অনুশীলনে নামবেন। কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ মানেই বীর-জ়ারার দ্বৈরথ। প্রীতি জ়িন্টা আসতে চলেছেন। শাহরুখ খানের দেখা কি পাওয়া যাবে নাইটদের হসপিটালিটি বক্সে? সোমবারের ইডেনই সেই উত্তর দেবে।ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার খেলবে কলকাতা নাইট রাইডার্স।

১০ ম্যাচে আট পয়েন্টে থাকা নাইটদের কাছে শেষ চারটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই। শনিবার ইডেনে ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি নীতীশ রানা, রহমনুল্লা গুরবাজ়, লকি ফার্গুসন, টিম সাউদি ও জেসন রয়কে। তাঁরা হোটেলে বিশ্রামে ছিলেন। কিন্তু ইডেনে এসে কয়েক ঘণ্টা নেটে ব্যাট করলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, শার্দূল ঠাকুররা।

মোট চারটি নেট জুড়ে মহড়া চলে নাইটদের। চলছিল স্কুপ মারার মহড়া। রাসেল, শার্দূলের মতো শক্তিশালী ব্যাটসম্যানকে স্কুপ শট নিতে দেখা যায় না। কিন্তু ইডেনে এ দিন প্রায় কয়েক ঘণ্টা ধরে চলল তাঁদের স্কুপ শটের মহড়া। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, আরশদীপ সিংহের ইয়র্কার সামলানোর জন্যই এই বিশেষ মহড়ায় মেতেছে নাইট শিবির।

মহালিতে প্রথম সাক্ষাতে জিতেছিল পঞ্জাব। সেদিক থেকে দেখতে গেলে সোমবার সিকান্দার রাজা, শাহরুখ খান, লিভিংস্টোনদের বিপক্ষে কেকেআরের প্রতিশোধের ম্যাচ। তাছাড়া প্রতিটা ম্যাচ এখন ফাইনাল দুবারের চ্যাম্পিয়নদের কাছে।
এছাড়া কেকেআরের আর রাস্তা নেই। এটাই একমাত্র পথ। সাহসী ক্রিকেট খেলতে হবে রানা, রিঙ্কুদের। রয় এবং গুরবাজ দুজনেই যদি শুরুতে রান করতে পারেন তাহলে কেকেআরের দুশ্চিন্তা অনেকটাই কমে যায়।