Tag Archives: PBKS

Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। শশাঙ্ক এবং বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা লেগেছে কেকেআর বোলিং বিভাগকে। ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয় নাইটরা। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

ঠিক কী ঘটেছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে?  ঘটনাটি ঘটে কেকেআরের ব্যাটিংয়ের সময় ১৪তম ওভারের শেষ বলে, ব্যাট করছিলেন রাসেল। রাহুল চাহারের বল কভারে ঠেলে দেন। আশুতোষ শর্মা বলটি ধরে উইকেটকিপার জিতেশ শর্মার থেকে একটু দূরে থ্রো করেন। সেই সুযোগে ওভার থ্রোর জন্য রাসেল একটি রান নেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধরি বলটিকে ডেড ঘোষণা করেন এবং কেকেআরের নেওয়া একটি রান বাতিল হয়ে যায়। তার পরেই ঝামেলায় জড়ান কেকেআর মেন্টর। যদিও কেকেআরের রানটি বাতিলই ঘোষণা হয়। কিন্তু চতুর্থ আম্পায়ারের সঙ্গে গম্ভীরের এই ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও খবর: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

পঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেকেআর দু‘নম্বরেই রয়েছে। যদিও এই পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন এবং চারে রয়েছে হায়দরাবাদ এবং লখনউ।

KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।
(Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।

KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। লিগ টেবিলে বর্তমানে ভাল জায়গায় নেই পঞ্জাব। শক্তির বিচারেও কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে প্রীতি জিন্টার দল।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। লিগ টেবিলে বর্তমানে ভাল জায়গায় নেই পঞ্জাব। শক্তির বিচারেও কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে প্রীতি জিন্টার দল।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
ফলে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। স্টার্ক না খেললে সেই জায়গায় কে খেলবে? এছাড়া অন্য কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে ফ্যানেদের।
ফলে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। স্টার্ক না খেললে সেই জায়গায় কে খেলবে? এছাড়া অন্য কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে ফ্যানেদের।
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ পঞ্জাব কিংসের। শেষ ৪টি ম্যাচ পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্যাম কুরান, অর্শদীপ সিংদের। ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেচে মরিয়া পঞ্জাব। পঞ্জাব কিংসের কাছে খুশির খবর কেকেআরের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান।
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ পঞ্জাব কিংসের। শেষ ৪টি ম্যাচ পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্যাম কুরান, অর্শদীপ সিংদের। ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেচে মরিয়া পঞ্জাব। পঞ্জাব কিংসের কাছে খুশির খবর কেকেআরের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান।
এক ঝলকে দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
এক ঝলকে দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক),  প্রভসিমরন সিং, রিলে রসু, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হার্ষ, প্যাটেল, কাগিসো রাবাডা। ইমপ্যাক্ট প্লেয়ার: অর্শদীপ সিং।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, রিলে রসু, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হার্ষ, প্যাটেল, কাগিসো রাবাডা। ইমপ্যাক্ট প্লেয়ার: অর্শদীপ সিং।

KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে নিজের পুরনো অস্ত্র নামাচ্ছেন গৌতম গম্ভীর! থাকবে বড় চমক? জানুন বিস্তারিত

আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর শুক্রবার ঘরের মাঠে কেকেআর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। বর্তমান লিগ টেবিলে অবস্থান ও শক্তির বিচার করলে অনেকটাই এগিয়ে নাইটরা।
আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর শুক্রবার ঘরের মাঠে কেকেআর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। বর্তমান লিগ টেবিলে অবস্থান ও শক্তির বিচার করলে অনেকটাই এগিয়ে নাইটরা।
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আরসিবির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও একাধিক বিষয় চিন্তও বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে অন্যতম হল মিচেল স্টার্কের অফ ফর্ম।
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আরসিবির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও একাধিক বিষয় চিন্তও বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে অন্যতম হল মিচেল স্টার্কের অফ ফর্ম।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
স্টার্ক না খেললেও নিজের পুরনো অস্ত্রকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। যার বোলিং আগেও ভাল লেগেছে বর্তমান কেকেআর মেন্টরের। গম্ভীরের পরিকল্পনাও অনুযায়ী খেলে সাফল্যও পেয়েছেন তিনি।
স্টার্ক না খেললেও নিজের পুরনো অস্ত্রকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। যার বোলিং আগেও ভাল লেগেছে বর্তমান কেকেআর মেন্টরের। গম্ভীরের পরিকল্পনাও অনুযায়ী খেলে সাফল্যও পেয়েছেন তিনি।
আর গৌতম গম্ভীরের পুরো সেই অস্ত্রের নাম হল দুষ্মান্তা চামিরা। গম্ভীর কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই সময় ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন চামিরা।
আর গৌতম গম্ভীরের পুরো সেই অস্ত্রের নাম হল দুষ্মান্তা চামিরা। গম্ভীর কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই সময় ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন চামিরা।
এলএসজির হয়ে ২০২২ সালে ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন দুষ্মান্তা চামিরা। চামিরার বলে গতিও রয়েছে। কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গিয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। স্টার্ক না খেললে চামিরার খেলার সম্ভাবনাই সবথেকে বেশি।
এলএসজির হয়ে ২০২২ সালে ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন দুষ্মান্তা চামিরা। চামিরার বলে গতিও রয়েছে। কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গিয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। স্টার্ক না খেললে চামিরার খেলার সম্ভাবনাই সবথেকে বেশি।

KKR News: অনুশীলনে করছেন না বল! বাদের খাতায় স্টার্ক? কেকেআর শিবিরের বড় আপডেট

এই মরশুমের মত ২৪.৭৫ কোটি টাকা যে কেকেআরের জলে তা একপ্রকার ধরেই নিয়েছেন ফ্যানেরা। অনেক আশা করে যে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর, তাঁর পারফরম্যান্স একেবারেই আশাপূরণ করতে পারে ফ্র্যাঞ্চাইজি থেকে ফ্যানেদের।
এই মরশুমের মত ২৪.৭৫ কোটি টাকা যে কেকেআরের জলে তা একপ্রকার ধরেই নিয়েছেন ফ্যানেরা। অনেক আশা করে যে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর, তাঁর পারফরম্যান্স একেবারেই আশাপূরণ করতে পারে ফ্র্যাঞ্চাইজি থেকে ফ্যানেদের।
মরশুমের ৬টি ম্যাচ খেলে মাত্র ৭টি উইকেট নিয়েছেন স্টার্ক। কিন্তু যেভাবে রান বিলিয়েছেন তাতে একবারও মনে হয়নি তিনি বিশ্বমানের পেসার। ইতিমধ্যেই তাঁকে বাদ দেওয়ার দাবিতে সরব ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যানেরা।
মরশুমের ৬টি ম্যাচ খেলে মাত্র ৭টি উইকেট নিয়েছেন স্টার্ক। কিন্তু যেভাবে রান বিলিয়েছেন তাতে একবারও মনে হয়নি তিনি বিশ্বমানের পেসার। ইতিমধ্যেই তাঁকে বাদ দেওয়ার দাবিতে সরব ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যানেরা।
শুক্রবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ম্যাচের আগে অনুশীলনে দেখা গেল অন্য দৃশ্য। ম‌্যাচের আটচল্লিশ ঘন্টা আগে অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি মিচেল স্টার্ককে। এই দৃশ্য দেখে স্বভাবতই প্রশ্ন ওঠে তাহলে কী স্টার্ককে বসানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ম্যাচের আগে অনুশীলনে দেখা গেল অন্য দৃশ্য। ম‌্যাচের আটচল্লিশ ঘন্টা আগে অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি মিচেল স্টার্ককে। এই দৃশ্য দেখে স্বভাবতই প্রশ্ন ওঠে তাহলে কী স্টার্ককে বসানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।[
কিন্তু পরে জানা যায় অন্য আপডেট।  ২৪.৭৫ কোটির তারকা বোলার মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই অনুশাীলনে গা ঘামালেও বোলিং করতে দেখা যায়নি তাঁকে।
কিন্তু পরে জানা যায় অন্য আপডেট। ২৪.৭৫ কোটির তারকা বোলার মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই অনুশাীলনে গা ঘামালেও বোলিং করতে দেখা যায়নি তাঁকে।
উল্টে বুধবার ইডেনে কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গেল শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। দীর্ঘ সময়  বোলিং করে গেলেন দুষ্মান্তা চামিরা। স্টার্ক একান্তই যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো চামিরাকে প্রথম একাদশে দেখতে পাওয়া যেতে পারে।
উল্টে বুধবার ইডেনে কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গেল শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। দীর্ঘ সময় বোলিং করে গেলেন দুষ্মান্তা চামিরা। স্টার্ক একান্তই যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো চামিরাকে প্রথম একাদশে দেখতে পাওয়া যেতে পারে।
তবে স্টার্কের চোট কীভানে লাগল তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। বৃহস্পতি ও শুক্রবার ফের স্টার্কের চোটের পরীক্ষা করা হবে বলে খবর কেকেআর সূত্রে। যেভাবে রান দিচ্ছিলেন অজি পেসার তাতে এই চোট কেকেআরের পক্ষে ভাল হয় কিনা সেটাই দেখার।
তবে স্টার্কের চোট কীভানে লাগল তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। বৃহস্পতি ও শুক্রবার ফের স্টার্কের চোটের পরীক্ষা করা হবে বলে খবর কেকেআর সূত্রে। যেভাবে রান দিচ্ছিলেন অজি পেসার তাতে এই চোট কেকেআরের পক্ষে ভাল হয় কিনা সেটাই দেখার।

MI vs PBKS: বিফলে গেল শশাঙ্ক-আশুতোষের লড়াই, পঞ্জাবকে ৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই

সিএসকে ম্যাচের ধাক্কা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হয় পঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে পঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ইশান কিশান ৮ করে আউট হন। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচে ফেরে মুম্বই। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ফেরেন ৩৬ রান করে। তবে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন স্কাই।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৩ বলে ৭৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। এরপর একদিক থেকে তিল বর্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১০, টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ে পঞ্জাবের। দলের ৫০ রানের আগে পঞ্জাবের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। স্যাম কুরান, প্রভসিমরন সিং, রিলে রসু, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মা কেউ বড় রান পাননি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ হারা পঞ্জাব ধরে নিয়েছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

এরপর শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পঞ্জাব। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। এরপর আশুতোষ শর্মা একার হাতে টানেন দলকে। বিধ্বংসী ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাকে সঙ্গ দেন হরপ্রীত ব্রার। কিন্তু আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ রান করে আউট হতেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই।

SRH vs PBKS: শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

পঞ্জাব: রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে দুই রানে হারিয়ে মরশুমের তৃতীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ১৮০ রানে থামে পঞ্জাব কিংস। পঞ্জাবের গত ম্যাচের জয়ের নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা মিলে হারা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তীরে এসে তরী ডোবে পঞ্জাবের।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। তারকা ব্যাটাররা কেউ রান না পেলেও একা লড়াই করেন নীতিশ কুমার রেড্ডি। ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে একা দলকে টানেন তিনি। এছাড়া ২৫ করেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অর্শদীপ সিং।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসেরও। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। সেখান থেকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন স্যাম কুরান ও সিকন্দর রাজা। কুরান ২৯ ও রাজা ২৮ রান করেন । শেষের দিকে পঞ্জাবকে হারা ম্যাচ জয়ের দোরগোড়ায় নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। আরেকটির জন্য দ্বিতীয় রিঙ্কু সিং হতে পারলেন না আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং। শেষ ওভারে জয়দেব উনাদকাটের ওভারে ২৬ রান নেন দুই তরুণ তারকা। ২ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা।

SRH vs PBKS: অর্শদীপের ৪ শিকার, একা লড়াই করলেন নীতিশ, পঞ্জাবকে ১৮৩ টার্গেট দিল হায়দরাবাদ

পঞ্জাব: ফের ধারাবাহিকতার অভাব সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনে। তারকা খোচিত ব্যাটাররা সকলেই যেখানে ব্যর্থ সেখানে একা কুম্ভ হয়ে লড়াই করে দলের মান বাঁচান নীতিশ কুমার রেড্ডি। খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস। যা সকলের কুর্নিশ আদায় করে নেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে পঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দেয় সানরাইজার্স। ব্যাটিংয়ে নীতিশ কুমার রেড্ডির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে নজর অর্শদীপ সিং।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দর্বাদ। ট্রেভিস হেড,অভিষেক শর্মা থেকে শুরু করে এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনরা কেউ রান পাননি এদিন। লাগাতার উইকেট হারানোয় চাপে পড়ে যায় গোটা দল।

তাবড় তাবড়া তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে একা লড়াই চালিয়ে যান নীতিশ কুমার রেড্ডি। উইকেটে টিকে থাকার পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন তিনি। বেশ কিছু অনবদ্য শট খেলেন তরুণ ব্যাটার। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন রেড্ডি। ৫টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

নীতিশ কুমার রেড্ডির লড়াকু ইনিংসে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া আবদুল সামাদ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের অর্শদীপ সিং ৪টি, স্যাম কুরান ২টি, হার্শল প্যাটেল ২টি ও কাগিসো রাবাডা ১টি উইকেট নেন।

IPL 2024 GT vs PBKS: গুজরাতের জয়ের গ্রাস ছিনিয়ে নিলেন শশাঙ্ক সিং! ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

আহমেদাবাদ: আহমেদাবাদে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে দুরন্ত জয় পেল পঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হারের পর জয়ে ফিরল প্রীতি জিন্টার দল। গুজরাতের জেতা ম্যাচ শেষ কয়েক ওভারে ছিনিয়ে নিয়ে পঞ্জাবের জয়ের নায়ক শশাঙ্ক সিং। ২০০ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিল। অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত একার কাঁধ দলকে টানেন গিল। শুভমান গিলকে কিছুটা সঙ্গ দেন কেন উইলিয়ামসন , সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া। তিন জন ২৬, ৩৩ ও ২৩ রান করেন।

অপরদিকে, ওপেনিং থেকে শেষ পর্যন্ত নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান গুজরাত টাইটান্স অধিনায়ক। ৪৮ বল ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরাজিত থাকন শুভমান গিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় স্কোর করে গুজরাত টাইটান্স।

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসের। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিখর ধওয়ানের দল। মাঝে জনি বেয়ারস্টো ও প্রভসিমরন সিং কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও বড় স্কোর করতে পারেননি। বেয়ারস্টো ২২ ও প্রভসিমরন সিং ৩৫ রান করে আউট হন। রান পাননি ধওয়ান, স্যাম কুরান ও সিকন্দর রাজারা।

আরও পড়ুনঃ KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

একটা সময় মনে হচ্ছিল পঞ্জাবের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। তখনও খেলার রং বদলে দেন লোয়ার অর্ডারের দুই ব্যাটার শশাঙ্ক সিং ও ইমপ্যাক্ট প্লোর আশুতোষ শর্মা। দুজন মিলে মারকাটারি ব্যাটিং করে গুজরাতের জয়ের গ্রাস কেড়ে নেয়। অর্ধশতরান করেন শশাঙ্ক। আশুতোষ ১৭ বলে ৩১ করে আউট হলেও ম্যচ ফিনিশ করেন শশাঙ্ক। শেষ ওভারে ১ বল বাকি থাকতে ম্যাচ জেতে পঞ্জাব। ২৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।

IPL 2024 RCB vs PBKS: একা লড়াই করলেন ধওয়ান, ঘরের মাঠে পঞ্জাবকে ১৭৬ রানে আটকে রাখল আরসিবি

বেঙ্গালুরু: প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে  বোলিং পারফরম্যান্সে নজর কাড়ল আরসিবি। চিন্নাস্বামীতে সাধারণত হাইস্কোরিং গেম হয়ে থাকে। সেখানে পঞ্জাব কিংসকে মাত্র ১৭৬ রানে বেঁধে রাখল মহম্মদ সিরাজ, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েলরা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধওয়ান।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়য়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৮ রান করে আউট হন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধওয়ান ও প্রভসিমরন সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমর। এরপর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। লিভিংস্টোন ১৭ রান করে আউট হন। সেট হয়েও ৪৫ রানে আউট হন ধওয়ান।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে কিছুটা দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজন মিলে ৫২ রান জুটিতে যোগ করেন। স্যাম কুরান ২৩ ও জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষের দিকে শশাঙ্ক সিং ৮ বলে ২১ রান করে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পঞ্জাব। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।